যেভাবে icddr,b সার্কুলারে Apply করবেন [Personal]
Sign Up Personal Education Employment Professional Degree Training/Workshop Language References Others Final Submit
Step -1: icddr,b এর website থেকে Sign in এর উপর ক্লিক করুন, তারপর আপনার ইমেইল ও পাসওয়ার্ড লিখে Login এর উপর ক্লিক করুন
Step-2: Login করার পর আমাদেরকে সব information পূরণ করতে হবে। প্রথমেই Personal Details এ ক্লিক করুন।তারপর নিচের ফটোর মতো করে সব পূরণ করুন
Tittle এ কি দেবেন?
✥ মহিলা নার্স হলে হলে Ms.
✥ পুরু্ষ হলে Mr.
Details পূরণ করার সময় Post Code পূরণ করতে হয়।
✥ Present/Mailing address Post code জানা না থাকলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার নাম লিখে গুগলে সার্স দিলে পাবেন। নিচের ফটোর মতো করে সার্স দিবেন।
✥ Permanent address Post code আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পাবেন।
ফোন নাম্বার লিখে send code এ ক্লিক করুন তারপর Yes এ ক্লিক করুন। কতদিন আগে আপনাকে নোটিস দিতে হবে বা জানাতে হবে জবে জয়েন করবার জন্য সেটা লিখতে হবে, যত কম দেবেন ততই ভালো, তবে সর্বোচ্চ ১৫ দিনের বেশি দেবেননা। আপনার ফটো আপলোড করার জন্য এখানে ক্লিক করুন। ফটোর সাইজ কখনই ৩০০ KB এর বেশি হওয়া যাবেনা, অনেকের ফটো সাইজ ১ MB বা তারো বেশি হতেপারে, সেক্ষেত্রে শহজ বুদ্ধি, ফোজবুকে আপলোড দিয়ে ফেজবুক থেকে আবার সেভ করুন, তাহলেই ফটো ৩০০ KB এর কম হয়ে যাবে
⏪ Prev | Next ⏩ |