যেভাবে icddr,b সার্কুলারে Apply করবেন [Employment]


①‣‣ প্রথমে Employment তে ক্লিক করুন।
②‣‣ তারপর Add Employment তে ক্লিক করুন
③‣‣ আপনি যদি বর্তমানে icddr,b তে জব না করে থাকেন, তবে No select করবেন
‣‣ Type of Organization তে select করবেন, যেই জবের কথা লিখছেন, সেই প্রতিষ্ঠানটি কোন ধরণের। 

  • সরকারি জব হলে Government organization
  • বেসরকারি হলে Privet Company
  • কোনো প্রতিষ্ঠান বা কম্পানি (যারা বিভিন্ন দেশে অনেক রকমের ব্যাবসাহিক কাজ পরিচালনা করে) এমন হলে Multinational select করবেন। (যেমন Citigroup, Sony, PepsiCo, Coca-Cola এসকল কম্পানি)
  • অনেক দেশে বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিও কাজ করে থাকেন, যেমন, icddr-b, UN, UNFPA, UNICEF এ সকল প্রতিষ্ঠানের অধীনে চাকরি করে থাকলে International select করবেন।
  • সরকারি বা স্বায়িত্বশাসিত কম্পানিতে হলে Public Limited Company (যেমন: BOF, BEPZA...)

‣‣ কোনো বিশেষ অংশ Bold করলে সেটা চোখে পড়ে বেশি। তাই বিশেষ কিছু লিখলে Bold করে দেবেন, এজন্য যে লেখা Bold করবেন সেটা select করে B এর উপর ক্লিক করবেন।
‣‣ লেখাগুলোকে বুলেট আকারে দিতে পারেন, select করে ⑥ নং এ ক্লিক করলে বুলেট হবে
‣‣ বুলেট না করে একটু আগানো পিছানো আকারে লিখতে পারেন।
‣‣ Table এর মাধ্যমে সাজাতে পারেন।
‣‣ অনেক বেশি গুরত্বপূর্ণ বিষয় ⑨ নং এ,  Responsibilities তে তেমন কিছু না লিখলেও যদি experience Cirtificate যুক্ত করেন, তাহলে এটাই best হবে। experience Cirtificate থাকলে অবশ্যি upload করে দেবেন।
অনেকে হয়তো জানতে চাইবেন, Responsibilities তে কি লিখবেন...... এক্ষেত্রে সার্কুলারে যে সকল Responsibilities চেয়েছে তার সাথে মিল রেখে এবং আপনি যে ওয়ার্ডে ডিউটি করেছেন তার সাথে মিল রেখে লিখবেন। ওয়ার্ডভেদে Responsibilities ভিন্ন হয়ে থাকে। Degignation বা  Responsibilities এর মধ্যে ওয়ার্ডের নাম উল্লেখ করে দেবেন, যদি সার্কুলারের জবের সম্ভাব্য ওয়ার্ডের সাথে মিল থাকে। এটি একটি প্লাস পয়েন্ট হবে।
‣‣ যে জবের তথ্য দিচ্ছেন সেটা যদি present জব হয় তাহলে Till date এ টিক দেবেন, আর present job না হলে End date* দেবেন।

Name of Supervisor  এর ঘরে আপনার সুপার-ভাইসরের নাম অথবা আপনি যার আন্ডারে ডিউটি করেছেন তার নাম লিখবেন এবং তার ফোন নাম্বার লিখবেন।

Salary এর ঘর পূরণ না করলেও সমস্যা নেই, তবে Present job এর ক্ষেত্রে Salary উল্লেখ করা ভালো।

⏪ Prev Next 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url