যেভাবে icddr,b সার্কুলারে Apply করবেন [Final Submit]

①‣‣  সবকিছু পূরণ করা হয়ে গেলে চেক করে দেখতে হবে সব ঠিক আছে কিনা। এজন্য একদম উপরে হাতের ডানে আপনার নামের উপর ক্লিক করবেন।
②‣‣ তারপর View resume এ ক্লিক করুন। তারপর ভালো করে সবকিছু দেখুন কোনো ভুল আছে কিনা।
③‣‣ ভুল পেলে Update resume এ ক্লিক করুন। তারপর ভুল ঠিক করে পূণরায় রিভিশন দিন


④‣‣ সবকিছু ঠিক থাকলে Current opportunities এর উপর ক্লিক করুন
⑤‣‣ সবগুলো জব লিস্টের মধ্যে যেটা নার্স নিয়োগের সার্কুলার সেটার উপর ক্লিক করবেন। এই টিউটোরিয়ালটা লিখার সময় Fellow Nurse এর সার্কুলার ছিল, এজন্য নিচের ফটোতে Fellow Nurse এর সার্কুলারে Apply করে দেখানো হয়েছে। বর্তমানে যেটা নার্সিং এর সার্কুলার রয়েছে আপনি সেটাতে ক্লিক করবেন।


⑥‣‣ একদম নিচের দিকে Apply online এর ওপর ক্লিক করুন

⑦‣‣ I agree এর সামনের ঘরে টিক দিন
⑧‣‣ তারপর Next এ ক্লিক করুন

‣‣ Vacancy Media থেকে select করুন আপনি কোন মাধ্যমে বা কোথা থেকে জব সার্করলারটার কথা জেনেছেন
‣‣ তারপর Submit এ ক্লিক করুন

সর্বশেষ নিচের মতো লেখা আসলে বুঝবেন Apply হয়েছে।

Apply এর কাজ শেষ। পরবর্তীতে icddr,b এর বিগত সালের প্রশ্নসমূহের উপর পোস্ট করা হবে। আমার দীর্ঘ সময় লেগেছে পুরোটা প্রক্রিয়াকে সাজিয়ে গুছিয়ে লিখতে। ধন্যবাদ সবাইকে।

⏪ Prev First page 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url