পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

পদ্মা সেতু (পদ্মা বহুমুখী সেতু)

স্থান           : মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা
মোট দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৮০ ফুট)
          প্রস্থ  : ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)
নকশাকার   : আমেরিকার কোম্পানি এইসিওএম টেকনোলজি করপোরেশন
নির্মাণকারী  : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
নির্মাণ শুরু  : ২৬ নভেম্বর ২০১৪
নির্মাণ শেষ  : ২৩ জুন ২০২২
নির্মাণ ব্যয়  : ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা
উদ্বোধন হয়  : ২৫ জুন ২০২২
চালু/ উন্মুক্ত করা হয়  : ২৬ জুন ২০২২
===========================

পদ্মা সেতুর সংক্ষিপ্ত ইতিহাস:

২০০৭ সালের ২০ অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার (ফখরুদ্দীন আহমেদ) পদ্মা সেতু প্রকল্প পাস করেন এবং ২০১১ সালের ১১ জানুয়ারি আওয়ামী লীগ সরকার মূল সেতুর সাথে রেলপথ সংযুক্ত করার ঘোষণা দেন ।

সেতু নির্মাণে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংক অর্থ যোগান দেয়ার প্রতিশ্রুতি দেয়। ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে। ২০১১ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের ১২০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি হয়। ২০১১ সালের ১০ অক্টোবরে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। 

২০১৩ সালের ৩১ জানুয়ারি পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থ আর নেওয়া হবে না – সরকার এমন সিদ্ধান্তের কথা জানায়।

পদ্মা সেতু নির্মাণব্যয় 

পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। সেতু নির্মাণের জন্য সরকার ঋণ  দেয় ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা, এই ঋণের টাকা আগামী ৩০ বছরে সেতুর টোল আদায়ের মাধ্যমে ১% সুদ হারে ৩৫ বছরের মধ্যে পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।

নির্মাণব্যয় বৃদ্ধির পরিমাণ 

২০০৫ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাথমিক ব্যায় ধরা হয়েছিল ১২,০০০ কোটি টাকা। এরপর তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সর্বমোট নির্মাণ ব্যয় ১০,০০০ কোটি টাকায় সীমিত রাখার পরামর্শ প্রদান করেন। ২০০৭ সালের আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর চূড়ান্ত প্রাক্কলন ১০,১৬১ কোটি অনুমোদন দেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে প্রাক্কলন বৃদ্ধি করা হয়। সর্বশেষ অনুমোদিত প্রাক্কলনের পরিমাণ ৩০,১৯৩ কোটি টাকা।

২০১৪ সালের ১৭ জুন পদ্মা বহুমুখী সেতুটি নির্মাণে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ। ২০১৪ সালের ২৬ নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৫ সালের ১২ ডিসেম্বর নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় এবং সর্বশেষ স্প্যান বসানো হয় ২০২১ সালের ১০ ডিসেম্বর  ( ৪১তম স্প্যান) এবং ২৫ জুন শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন।


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩


১। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কী?
— পদ্মা বহুমুখী সেতু ( The Padma Multipurpose Bridge )

২। পদ্মা সেতুর স্থান কোথায়?
— মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে।

৩। কবে পদ্মা সেতু উদ্বোধন করা হয়?
— ২৫ জুন ২০২২ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন

৪। বিশ্বের বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু কত তম?
— ২৫ তম (এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম; এশিয়ায় প্রথম চীনের হংজুং বে সেতু ৩৫ কি.মি.)

৫। পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে?
— ৩ টি জেলার ওপর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর(শিবচর)।

৬। পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলার সংযোগ স্থাপন করবে?
— দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার (প্রথম আলো পত্রিকার মতে ২৯ টি জেলা)
৭। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
— মোট দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. (২০,১৮০ ফুট)  এবং প্রস্থ ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)

৮। পদ্মা সেতুর প্রকল্প ব্যয় কত?
— ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।

৯। পদ্মা সেতুর নক্সাকার কে?
— আমেরিকার কোম্পানি এইসিওএম টেকনোলজি করপোরেশন ((AECOM=Architecture, Engineering, Construction, Operations and Management)

১০। পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
— ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম।

১১। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী?
—  চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

১২। কত তারিখে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়?
— ২৬ নভেম্বর ২০১৪ ইং

১৩। কত তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন 
— ১২ ডিসেম্বর ২০১৫ ইং

১৪। কত তারিখে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়?
— ২৩ জুন ২০২২ ইং

১৫। সেতু উদ্বোধন করা হয় কত তারিখে?
— ২৫ জুন ২০২২

১৬। সেতু জনসাধারণের জন্য কত তারিখে উন্মোচন করা হয়?
— ২৬ জুন ২০২২

১৭। বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কী?
— পদ্মা সেতু

১৮। পদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা কতটি?
— ৪১ টি

১৯। কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়?
— ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ঐদিন পদ্মা সেতু প্রথম দৃশ্যমান হয়।

২০। কত তারিখে এবং কত নং পিলারে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
— ২০২০ সালের ১০ ডিসেম্বর, ১২ ও ১৩ নং পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়। ঐদিন সম্পূর্ণ সেতুর কাঠামো প্রথম  দৃশ্যমান হয়।

২১। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?
— তিয়ান-ই

২২। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
— ৩,১৪০ টন।

২৩। পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?
— ৪ লেনের।

২৪। পদ্মা সেতুতে মোট  কতটি  পাইল আছে?
— ২৮৬ টি । এর মধ্যে ২৬২ টি স্টিল ‍ও ২৪ টি কংক্রিটের। প্রতিটি পাইলের পরিধি ৩ মিটার। এগুলো ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।

২৫। পদ্মা সেতুতে সড়কের জন্য কতটি ভায়াডাক্ট আছে?
— সড়কের জন্য চারটি, প্রতি পাশে দুইটি করে। ৩৮ টি স্প্যান নিয়ে ৭২০-৮৭৫ মিটার পর্যন্ত বিস্তৃত। আর রেলপথের জন্য প্রতিপাশে একটি করে দুইটি ভায়াডাক্ট আছে।

২৬। পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার?
— বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ( The Bangladesh Bridge Authority )

২৭। পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কতটি?
— ৪২ টি।

২৮। একটি পিলার থেকে অন্য একটি পিলারের দূরত্ব কত? / প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
— ১৫০ মিটার

২৯। পদ্মা সেতু নিচ দিয়ে নৌ-যান চলাচলের জন্য কতটুকু ফাঁকা রাখা হয়েছে?
— ১৮ মিটার(৬০ ফুট)

৩০। পদ্মা সেতুর সড়ক পথের নিচ দিয়ে কী আছে?
— রেলপথ। যা দিয়ে মিটারগেজ ও ব্রডগেজে উভয়ে ট্রেনের যেকোন একটি চলতে পারবে।

৩১। পদ্মা সেতু এলাকায় নিরাপত্তার জন্য গঠিত থানা কয়টি ও কি কি?
— ২১ জুন, ২০২২ সালে উদ্বোধন করা হয় পদ্মা সেতু এলাকায় নিরাপত্তা নিশ্চিতে, নৌ চলাচল ও পিলার কেন্দ্রিক নজরদারির লক্ষ্যে পদ্মা সেতু (উত্তর) ও পদ্মা সেতু (দক্ষিণ) নামে দুইটি থানার।

৩২। কবে পদ্মা সেতুর সব বাতি একসাথে জ্বালানো হয়?
— ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ধাপে ধাপে সেতুর ৪১৫ বাতির পরীক্ষা সম্পন্ন হয়। ১৪ জুন একযোগে সবগুলো বাতি জ্বালানো হয়।

৩৩। কাউই(COWI) কী?
— ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ( পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে )।

৩৪। পদ্মা সেতুতে রেল ছাড়া আর কি কি সুবিধা রয়েছে?
— গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

৩৫। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?
— রিখটার স্কেলে ৯

৩৬। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?
— মোঃ শফিকুল ইসলাম

৩৭। কবে বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি এবং কখন তা বাতিল করে?
— ২৮ এপ্রিল ২০১১ ইং ঋণের চুক্তি হয় (১২০ কোটি ডলারের) এবং  ৩০ জুন ২০১২ ইং চুক্তি বাতিল হয়।

৩৮। পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ কত?
— প্রায় ৯১৮ হেক্টর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url