ইমেইলে Job Apply করার সময় কিভাবে Cover Letter লিখবেন?

Home Tutorials ‣ Gmail tutorials

জব সার্কুলারগুলোতে আমরা সবাই খুজে থাকি ইমেইলে Apply করার অপশন আছে কিনা...... কারণ ইমেইলে আবেদনের জন্য কোনো টাকা খরচ করতে হয়না। কোনো ঝামেলাও পোহাতে হয়না। তাই ইমেইলে আবেদন করার সুযোগ থাকলে সকলেরি সুবিধা হয়। 

অনেকে ইমেইলে আবেদনের ক্ষেত্রে সুধু CV পাঠিয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে শুধু CV পাঠালেই হবেনা। এজন্য কিছু নিয়ম মেনে কভার লেটার লেখার প্রয়োজন রয়েছে।

➜ অনেকে বলতে পারেন কভার লেটার কেন লিখবো?
উত্তরঃ
কভার লেটার দেখে নিয়োগকারী সহজেই বুঝতে পারেন আবেদনকারীর সম্পর্কে। কভার লেটার দেখেই নিয়োগকারী বুঝে জান আপনি বা আমি ঐ জবের জন্য যোগ্য প্রার্থী কিনা। যদি তিনি যোগ্য মনে করেন, তবেই আপনার বা আমার CV ওপেন করে বিস্তারিত দেখে থাকেন । অনেকের CV ওপেনি করা হয়না শুধু কভার লেটার থাকেনা বলে। তাছাড়া অনেক জবে সরাসরি লিখাই থাকে কভার লেটারের কথা। অতএব, কভার লেটারের প্রয়োজনীয়তা রয়েছে। নিচে এ ব্যাপারে আলোচনা করা হলো কিছু Sample Cover letter এর মাধ্যমে।

প্রথমেই আপনার ফোন থেকে Gmail app ওপেন করে নেবেন। তারপর নিচের দিকে Compose লেখার ওপর ক্লিক করবেন এরপর ইমেইল লেখার ঘর আসবে। 

Read more >> কিভাবে একটি নতুন ইমেইল আইডি খুলবেন এবং ইমেইল লিখবেন....?

প্রথমেই Subject লিখতে হবে। Subject এ নিচের মতো করে লিখতে পারেন, সার্কুলারে যে পদের নাম দেয়া থাকবে তার নাম লিখতে হবে।

Application for the post of "Emergency Word Nurse"

Application for the post of "Nurse"

Application for the post of "Senior Staff Nurse" (Saydul Islam)

  • এবারে আসি মূল আলোচনা.. ইমেইল বডিতে কভার লেটার লেখার বি্যয়ে। 
  • খুব সাধারণভাবে যদি লিখতে চান তবে কোথা থেকে সার্কুলারটার ব্যাপারে জেনেছেন সেটা বলবেন। 
  • যে পদের জন্যে আবেদন করছেন তার ওপর যে আপনি অভিজ্ঞ বা যোগ্য সেটা বলবেন।
  • Experience লেখার সময় উল্লেখ করবেন কত দিনের Experience আছে। 

নিচে আপনার নাম, মোবাইল নাম্বার দেবেন। অনেকে ভাবতে পারেন ➜CV তেতো নাম্বার থাকবে, কভার লেটারে কেন দেব?
উত্তরঃ
কভার লেখার দেখেই অনেক সময় নিয়োগকারী আপনাকে Interview এর জন্য ডাকতে পারে। তাই এখানেও দিতে হবে।

সর্বশেষ উপরের Attach Option থেকে আপনার pdf ফরমাটের cv আপলোড করবেন। 
নিচে ০৩ টি Sample দেয়া হলো ইমেইল বডিতে কভার লেটার লেখার জন্য।

Sample - 1(normal)

Dear Sir, 

I saw your advertisement for the position of "Nurse" for your organisation (হাসপাতাল/ ক্লিনিক হলে সেটাই লিখবেন). I am highly interested for this job. If you select me I will give my best work.
Please see my curriculum vitae from below.
I have applied and would like to wait for a hearing from you.
Thank you.

Yours sincerely,
Md. Saydul Islam
Mobile: 01904328203

Sample - 2 (good)

Dear sir,

I have read carefully your circular from Prothom Alo newspaper today (এখানে তারিখ লিখবেন today এর পরিবর্তে 11 July, 2020 এভাবে). You want to hire some experienced nurse for your hospital. In contrast to this position, I am presenting me to you as an experienced candidate. 
I have 2.9 years experience and I am young and self energetic person. I am able to take the pressure of work. 
Experience as a nurse:
#1. Squre Hospital, Dhaka (ICU)
      January to Augst 2019
#2. Momotaz General Hospital, Dhaka ( Emergency)
      September, 2019 to till now.
Please see my attached file (CV) from below for details about me.
Thank you.

Md. Saydul Islam
Senior Staff Nurse
Momotaz General Hospital, Dhaka
Mobile: 01904-328203


Sample - 3 (good)

Deair sir,

I am a BNMC registered nurse and I have same skill and experience which you wanted. I have read carefully your circular from bdjobs ( অন্যকিছুও লিখতে পারেন যেমন: from newspaper, from your hospital notice board, from my cousin etc.) I hope I am suitable candidate for your circular. I am young and self energetic person. I am able to handle work with over working pressure. 
I have 3 years working experience on nursing profession.
Please see my attached file (CV) from below for details about me. I am wairing for your call to meet a good interview.
Thank you.

Md. Saydul Islam
Senior Staff Nurse
Momotaz General Hospital, Dhaka
Mobile: 01904-328203


Live Preview From Mobile Screenshot.



No Comment
Add Comment
comment url