করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপর আসা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নত্তর।
করোনাভাইরাস রোগ ২০১৯ বা কোভিড-১৯ মানুষের একটি সংক্রামক ব্যাধি যা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কোভি-২) নামক এক ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এই ব্যাধিটি সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে শনাক্ত করা হয়। পরবর্তীতে ২০২০ সালের প্রারম্ভে ব্যাধিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করে।
চীন থেকে প্রথম উৎপত্তি হওয়ার পর; বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় ৮ই মার্চ, ২০২০ সালে এবং প্রথম করণায় মৃত্যু ঘটে ১৮ই মার্চ, ২০২০ সালে।
১। বাংলাদেশ কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? [নার্সিং ও মিড. অধি. নার্স নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) ২৫/০১/২০২১
(খ) ২৭/০১/২০২১
(গ) ২১/০১/২০২১
(ঘ) ২২/০১/২০২১
২। COVID-19 একটি— [নার্সিং ও মিড. অধি. নার্স নিয়োগ পরীক্ষা ২০২১]
(ক) RNA Virus
(খ) DNA Virus
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
(ক) ECOSOC
(খ) FAO
(গ) WHO
(ঘ) HRC
৪। কোন করোনা ভাইরাসে ভ্যারিয়েন্ট নয়? [মেডিকেল টেকনোলজিস্ট- ২০২২]
(ক) জিটা
(খ) অমিক্রন
(গ) মিউ
(ঘ) ডেল্টা
(ক) এক প্রকার ভাইরাস
(খ) ইতালির একটি শহরের নাম
(গ) ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
(ঘ) এক জাতীয় গোলাপ ফুল
(গ) ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
৬। বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- [বিএডিসি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা - ২০২২, পিএসসির- সিনিয়র ইন্সট্রাক্টর(TTC)- ২০২১]
(ক) অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশন্ড
(খ) সিনোভ্যাক্সের করোনাভ্যাক
(গ) ফাইজারের বায়োএনটেক
(ঘ) জনমন এন্ড জনসন জনসন
(ক) যুক্তরাজ্য
(খ) যুক্তরাষ্ট্র
(গ) জার্মানি
(ঘ) ইটালি
৮। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়-- [পরিসংখ্যান সহকারী- ২০২১]
(ক) ২৮ মার্চ ২০২১
(খ) ১৮ মার্চ, ২০২১
(গ) ১৮ মার্চ, ২০২০
(ঘ) ২৮ মার্চ, ২০২০
(ক) উহান
(খ) উনবেন
(গ) সাংহাই
(ঘ) হুবেই
১০। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জস্য ভ্যাকসিন প্রবর্তন করে? [বিসিক- প্রমোশন অফিসার ২০২১]
(ক) চীন
(খ) রাশিয়া
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) ইসরায়েল
(ক) ইতালি
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) চীন
(ঘ) জাপান
১২। করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? [সোনালী ও জনতা ব্যাংক - আইটি অফিসার ২০২১]
(ক) মিসৌর
(খ) নিউইয়র্ক
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) আলাস্কা
(ক) চীন
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) সৌদি আরব
(ঘ) রাশিয়া
১৪। বাংলাদেশের প্রথম করোনা রোগী সনাক্ত হয় কোন তারিখে? [পায়রা বন্দর কর্তৃপক্ষে নিয়োগ পরীক্ষা ২০২০]
(ক) ৭ মার্চ ২০২০
(খ) ১১ মার্চ ২০২০
(গ) ১০ মার্চ ২০২০
(ঘ) ৮ মার্চ ২০২০
(ক) Covid-19
(খ) Nobel
(গ) Corona 19
(ঘ) Novel 19
১৬। করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’-এর প্রস্তুতকারক কে? [নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০২১]
(ক) যুক্তরাষ্ট্র
(খ) চীন
(গ) যুক্তরাজ্য
(ঘ) রাশিয়া
১৭.কোনো অন্তঃসত্ত্বা নারী কি এই টিকা পাবেন?
— অন্তঃসত্ত্বা নারীদের আপাতত কোভিড-১৯ টিকা দেওয়া হবে না।
১৮। পনেরো দিন আগে হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে—এমন ব্যক্তি কি করোনার টিকা পাবেন?
— সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা পাবেন।
১৯। প্রতিদিন উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন—এমন ব্যক্তি কি টিকা পাবেন?
— অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। অসুস্থ বা হাসপাতালে ভর্তি না থাকলে টিকা দেওয়া যাবে।
২০। এক ব্যক্তির কোভিড-১৯ হয়েছিল। এখন চিকিৎসার পর ভালো আছেন। ওই ব্যক্তি কি কোভিড-১৯ টিকা পাবেন?
— কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার ২৮ দিন পর টিকা দেওয়া যাবে।
২১। করোনাভাইরাসে পৃথিবীতে সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত আনুমানিক কত লোক মারা গিয়েছে?
— ২.৭ মিলিয়ন
২২। বাংলাদেশে এখন পর্যন্ত কতটি করোনা ভ্যাকসিনের টিকার অনুমোদন দেওয়া হয়?
— ৭
২৩। করোনার টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান?
— যুক্তরাজ্য
২৪. বাংলাদেশে কভিড-১৯ টিকা কার্যক্রম ব্যবস্থাপনার ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?/কভিড-১৯ —ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কী?
— সুরক্ষা
২৫. কুর্মিটোলা হাসপাতালে রুনু ভেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে কোন তারিখে বাংলাদেশে কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়?
— ২৭-০১-২০২১
আপনাদের কারো কাছে আরো প্রশ্ন সংগ্রহে থাকলে কমেন্টে লিখে জানাবেন। উপরের কোনো প্রশ্ন ভুল পেলে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন।...........
Add Comment
comment url