যেভাবে icddr,b সার্কুলারে Apply করবেন [Sign Up]

①‣‣ প্রথমে আপনার ফোনের chrome browser এ যান।


②‣‣ ব্রাউজার  ওপেন হবার পর ডান সাইডে  উপরে ... ৩টা ডট চিহ্নের উপর ক্লিক করবেন


③‣‣ Desktop site লেখার পা্শে একটা বক্স পাবেন ওটাতে select করুন। এটা করলে কম্পিউটারে যেমন দেখা যাবে সেভাবেই আপনার ফোন থেকে দেখতে পাবেন।


④‣‣ এবার address এর জায়গায় https://career.icddrb.org এই লিংক লিখুন, তারপর লোড দিন।



⑤‣‣ এবার আপনি icddr,b এর website এ চলে এসেছেন। website এ Sign up লেখার উপর ক্লিক  করুন।

 

⑥‣‣ Sign up এ ক্লিক করার পর একটা ফ্রম ফিলাপ করতে হবে নিচের ছবির মতো।

  • Email: এখানে আপনার ইমেইল address লিখবেন
  • Password: পাসওয়ার্ডে আপনার ইচ্ছামতো কিছু দেবেন, [অক্ষর ও সংখ্যা থাকতে হবে]
  • Retype Password: পাসওয়ার্ডে যা দেবেন সেটাই এখানে দেবেন
  • Tittle:
    • নারী নার্সগণ Ms. সিলেক্ট করবেন
    • পুরুষ নার্সগণ Mr. সিলেক্ট করবেন
  • First Name: আপনার সার্টিফিকেটে যে নাম আছে তার প্রথম অংশ দেবেন
  • Middle Name: আপনার নামে যদি ৩ টা শব্দ থাকে তবে এখানে মাঝেরটা দেবেন, আর যদি ২টা  শব্দ থাকে তবে এখানে কিছু লিখতে হবেনা, ফাকা রাখবেন
  • Last Name: আপনার নামের শেষের শব্দটা এখানে দেবেন
  • Date of Birth: লিখবেন, তারপর Sign up এ ক্লিক করবেন

⑦‣‣ এরপর নিচের ছবির মতো লেখা আসবে। এরপর আপনার ইমেইল আইডিতে একটা ইমেইল যাবে ১ - ৩ মিনিটের মধ্যেই। 

⑧‣‣ আপনার Gmail app এ ঢুকুন। যদি icddr,b এর কোনো ইমেইল না এসে থাকে তবে app refresh দিন। refresh দেয়ার জন্য আপনার হাতের আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিন। ৩ মিনিটের মধ্যেই ইমেইল চলে আসে।





এখন কাজ শেষ এখানে। Next part দেখুন.......
Note: অনেকের মোবাইল থেকে সরাসরি verify হয়না, তাদের ক্ষেত্রে নিচের মতো আসতে পারে। তখন Advanced এর উপর click করবেন। তারপর নিচে একটা লিংক আসবে সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে। 




Pre Next 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url