যেভাবে icddr,b সার্কুলারে Apply করবেন [Sign Up]
①‣‣ প্রথমে আপনার ফোনের chrome browser এ যান।
②‣‣ ব্রাউজার ওপেন হবার পর ডান সাইডে উপরে ... ৩টা ডট চিহ্নের উপর ক্লিক করবেন
③‣‣ Desktop site লেখার পা্শে একটা বক্স পাবেন ওটাতে select করুন। এটা করলে কম্পিউটারে যেমন দেখা যাবে সেভাবেই আপনার ফোন থেকে দেখতে পাবেন।
④‣‣ এবার address এর জায়গায় https://career.icddrb.org এই লিংক লিখুন, তারপর লোড দিন।
⑤‣‣ এবার আপনি icddr,b এর website এ চলে এসেছেন। website এ Sign up লেখার উপর ক্লিক করুন।
⑥‣‣ Sign up এ ক্লিক করার পর একটা ফ্রম ফিলাপ করতে হবে নিচের ছবির মতো।
- Email: এখানে আপনার ইমেইল address লিখবেন
- Password: পাসওয়ার্ডে আপনার ইচ্ছামতো কিছু দেবেন, [অক্ষর ও সংখ্যা থাকতে হবে]
- Retype Password: পাসওয়ার্ডে যা দেবেন সেটাই এখানে দেবেন
- Tittle:
- নারী নার্সগণ Ms. সিলেক্ট করবেন
- পুরুষ নার্সগণ Mr. সিলেক্ট করবেন
- First Name: আপনার সার্টিফিকেটে যে নাম আছে তার প্রথম অংশ দেবেন
- Middle Name: আপনার নামে যদি ৩ টা শব্দ থাকে তবে এখানে মাঝেরটা দেবেন, আর যদি ২টা শব্দ থাকে তবে এখানে কিছু লিখতে হবেনা, ফাকা রাখবেন
- Last Name: আপনার নামের শেষের শব্দটা এখানে দেবেন
- Date of Birth: লিখবেন, তারপর Sign up এ ক্লিক করবেন
⑦‣‣ এরপর নিচের ছবির মতো লেখা আসবে। এরপর আপনার ইমেইল আইডিতে একটা ইমেইল যাবে ১ - ৩ মিনিটের মধ্যেই।
⑧‣‣ আপনার Gmail app এ ঢুকুন। যদি icddr,b এর কোনো ইমেইল না এসে থাকে তবে app refresh দিন। refresh দেয়ার জন্য আপনার হাতের আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিন। ৩ মিনিটের মধ্যেই ইমেইল চলে আসে।
এখন কাজ শেষ এখানে। Next part দেখুন.......
✰Note: অনেকের মোবাইল থেকে সরাসরি verify হয়না, তাদের ক্ষেত্রে নিচের মতো আসতে পারে। তখন Advanced এর উপর click করবেন। তারপর নিচে একটা লিংক আসবে সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে।
f Pre | Next ⏩ |