Save The Children Circular Application Tutorial (Step by Step)
প্রথমে যেই সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন সেই সার্কুলারে যান।
সার্কুলার-২: নার্স অ্যাসিস্ট্যান্ট - নিউট্রিশন পদে নিয়োগ
- লক্ষ্য করুন সার্কুলারের নিচে APPLY NOW🔃 লিখা আছে, এখানে ক্লিক করুন‣‣①
- সেভ দ্যা চিল্ড্রেনের ওসেব-সাইটের নিচ দিকে Apply Now তে ক্লিক করুন‣‣②
- আপনার যদি আগে অ্যাকাউন্ট খুলা থাকে তবে Login করুন। অ্যাকাউন্ট না থাকলে New User এ ক্লিক করুন‣‣③
- I Accept এ ক্লিক করুন‣‣⑤
- Candidate Information ঠিকভাবে লিখুন
- Tittle এ কি লিখবেন? Search‣‣⑥ এ ক্লিক করুন
- আপনার Tittle select করে Select‣‣⑨ এ ক্লিক করুন।
- Nationality তে Search‣‣⑧ এ ক্লিক করুন, এরপর Bangladeshi টিক দিয়ে Select‣‣⑩ এ ক্লিক করুন।
- Middle Name‣‣⑦ থাকলে দেবেন না থাকলে দিতে হবেনা
- সবকিছু Select করে Save and Continue‣‣(11) তে ক্লিক করুন।
- *Job Function এ যেকোন একটা select করুন, যেটা আপনার experience এর সাথে মিলে।
- *Employer এ আপনার কাঙ্খিত কিছু না পেলে other লিখে search‣‣(12) করুন, এরপর other এর একটা select‣‣(13) করুন।
- যদি এই experience এর জব এখনে রানিং অবস্থায় থাকে তবে Current Job এ ক্লিক করুন।
- *Achievement: এ আপনার ঐ জবে কি পেয়েছেন বা কি অভিজ্ঞতা হয়েছে তা লিখুন। প্রয়োজনে বাংলায় লিখে গুগল ট্রান্সলেট করে english করে নেবেন।
- এরপর save and continue‣‣(14) এ ক্লিক করুন।
- আপনার সিভি আপলোড করুন Chose File‣‣(15)এ ক্লিক করে।
- File Destination এ লিখুন, আপনি CV দিচ্ছেন নাকি Cover Letter
- এরপর Attach‣‣(15) এ ক্লিক করুন
- CV/ Resume এ টিক দিন
- তারপর Save and Continue‣‣(16) তে ক্লিক করুন।
- email address এর ঘরে আপনার email address টা আবার লিখুন।
- এরপর Save and Continue‣‣(17) তে ক্লিক করুন
- এবার ভালকরে চেক করুন কোনো ভুল হয়েছে কিনা, ভুল হলে edit এ ক্লিক করে ঠিক করুন।
- সব ঠিক হলে Submit‣‣(18) এ ক্লিক করুন।
- কাজ শেষ আমার আবেদন হয়ে গেল। আপনারটাও হবে, কোনো সমস্যা হলে Comment করে জানাবেন। কোন জায়গায় বুঝতে পারছেননা সেই পয়েন্ট বা নাম্বারটা উল্লেখ করে Comment করবেন
আবেদন Confirm Submit হলে উপরের মতো দেখতে পাবেন