ICDDR-B তে স্টাডি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (ডেডলাইন: ১০/০১/২৪)

 পদের নাম: স্টাডি নার্স
 আবেদন শুরু: ০৪/০১/২৪ ইং
 আবেদন শেষ: ‌১০/০১/ ২৪ ইং (রাত ১২ টা পর্যন্ত) 
 মোট পদ : ০২টি
 যোগ্যতা: বি.এস.সি/ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
 অভিজ্ঞতা: ১ বছরের লাগবে 
 বেতন: ৩২,৫৫০ টাকা
 আবেদন ফী            : লাগবেনা

নিয়োগের স্থান: PEI Field Sites
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরিক্ষার পরে ভাইবা হয়েছে ইতিপূর্বে প্রত্যেকবার, তবে করনাকালিন সময়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ হয়েছে।

মহিলা এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার। আবেদনের সময় উল্লেখ করতে হবে।


চুক্তির মেয়াদ: ০৩ মাস (সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো যেতে পারে)
অন্যান্য সুবিধা: উৎসব ভাতা দেয়া হয়, ইনকাম ট্যাক্স icddrb কর্তৃক পরিশোধ করা হয়, ট্রান্সপোর্ট এন্ড ডেকেয়ার সুবিধা

আবেদন পক্রিয়া: (online) icddrb এর website থেকে
মূল সারকুলারটি প্রকাশিত হয়  (০১/০৪/২১ ইং) icddrb এর নিজস্ব ওয়েবসইটে
আবেদনের শেষ তারিখঃ ০৭/০৪/২০২১ ইং

অরিজিনাল সার্কুলার লিংকঃ https://career.icddrb.org/vacancy-preview/11733

icddr,b Online Application Information :
১। যারা ইতো পূর্বে icddr,b এর পূর্বের কোনো সার্কুলারে আবেদন করেছেন, তাদের আর নতুন করে আবেদন করতে হবেনা। আগের account এর email password ব্যাবহার করে Application/ cv submit করে ফেলুন, very simple.... এজন্য এই টিউটোরিয়ালটি দেখুন>> Final Submit Tutorial


২। যারা নতুন বা first time apply করবেন তারা অবশ্যই নিজের email, ব্যাবহার করবেন। যাতে next time আবার এক click এই apply হয়।
প্রথমবার নিজে নিজে Apply করার জন্য এই টিউটোরিয়ালটি দেখুন>> Sign Up Tutorial

৩। অন্যের মাধ্যমে Apply করে নিলে (online) কোনোভাবেই আপনার email এর পাসওয়ার্ড দিবেননা।
৪। পুরা আবেদন প্রক্রিয়া কমপক্ষে ৪০/৫০ মিনিট লাগবেই, অতএব কেউ ৫/১০ মিনিটে apply শেষ করে দিলে বুঝবেন ঘাবলা আছে.....

৫। Apply শেষে অবশ্যই নিজেন মোবাইলে চেক করবেন ঠিক ঠাক হলো কিনা।
৬। phone verification এর সময় যে কোড আসবে তা Apply কারিকে দিতে হয়। কোড দেয়ার আগে চেক করে নেবেন, কোডটা আপনার facebook থেকে আসলো কিনা, আমার কাছে একজন জানিয়েছিল, তার আবেদন করতে গিয়ে Facebook account হ্যাক করে নিয়েছে। এতোটা বোকা হবা যাবেনা।

৭। কম্পিউটারের দোকান থেকে বা নন নার্সিং কারো থেকে Apply করে নিলে অবশ্যই আপনার previous + present responsibility টা আপনি বলে দিবেন বা নিজে লিখে দিবেন। কারণ নন নার্সিং কেউ আপনার responsibility ঠিকভাবে লিখতে পারবেনা। এমনকি বুঝতে না পারার কারোনে, পূরণ না করেই Apply করে ফেলতে পারে।
সর্বশেষ বলতে চাই নিজে নিজে Apply এর চেষ্টা করুন, একবার একটা Apply করলে দেখবেন, next time একাই সব পাড়ছেন।

সর্বশেষ তারপরো যদি নিজে নিজে Apply করতে না পারেন, আমি করে দেব, Inbox এ জানাবেন।
inbox: m.me/saydul98
অথবা m.me/mynursing.net

১। যারা ইতো পূর্বে icddr,b এর পূর্বের কোনো সার্কুলারে আবেদন করেছেন, তাদের আর নতুন করে আবেদন করতে হবেনা। আগের account এর email password ব্যাবহার করে Application/ cv submit করে ফেলুন, very simple.... প্রয়োজনে নক করবেন

কোনো problem হলে comment or inbox এ জানাবেন
প্রয়োজনে কল করবেন
Saydul Islam
 01904 328 203
ইমেইল: mynursi[email protected]


আইসিডিডিআর (icddr) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: আইসিডিডিআর বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলির মুখোমুখি স্বাস্থ্য চ্যালেঞ্জগুলির বিষয়ে গবেষণার জন্য কাজ করে। ৫০ বছরেরও বেশি সময় ধরে আইসিডিডিআর ডায়রিয়াজনিত রোগ, পুষ্টি, সংক্রামক রোগ, জনসংখ্যা প্রোগ্রাম এবং শিশুদের বেঁচে থাকার কৌশল অর্জনের জন্য  খ্যাতি অর্জন করেছে।তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট কর্মী ৩৭০০ জন। কর্মীগণ প্রধান ক্যাম্পাস ঢাকার পাশাপাশি সারা দেশের পঁচিশটি মাঠে কাজ করেন। আইসিডিডিআর কর্তৃক নিয়োগকৃত কর্মীদের বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে একটি সংস্থার হয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url