রোহিজ্ঞা ক্যাম্প + ঢাকায় ৫০০+ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেসকিউ বেবি এনজিওতে। আগামী মার্চ, ২০২৪ থেকে কয়েকধাপে গ্রুপ ভিত্তিতে মোট ৫১২ জন নার্স রোহিঙ্গা ক্যাম্পের জন্য এবং ঢাকা শহরে চলমান নির্মাণাধীন চাইল্ড হেল্দ ক্লিনিক এন্ড রিসার্স সেন্টারে ১৭২ জন নার্স ধাপে ধাপে নিয়োগ প্রদান করা হবে। এলক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহবান করা হয়েছে।

Vacancy Announcement

আবেদন প্রক্রিয়া: 

https://career.rescue.baby/ এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো ফি লাগবেনা। নিজে নিজে আবেদন করতে পারবেন। এজন্য উপরে দেয়া লিংকে যাবেন, তারপর যে সার্কুলারটিতে আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন। এরপর প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফ্রম পূরণ করবেন। সঠিকভাবে আবেদন করা হলে আপনার ইমেইলে একটি কনফারমেশন ইমেইল আসবে। 

যদি কেউ নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার পরিচিত যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের অভিজ্ঞ এডমিনদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে নিচে দেয়া ম্যাসেন্জার অথবা হোয়াটস এ্যাপ এ নক করুন। 

Messenger : https://m.me/saydul98

Whats-app: 01904328203


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url