রোহিজ্ঞা ক্যাম্প + ঢাকায় ৫০০+ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
সম্প্রতি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেসকিউ বেবি এনজিওতে। আগামী মার্চ, ২০২৪ থেকে কয়েকধাপে গ্রুপ ভিত্তিতে মোট ৫১২ জন নার্স রোহিঙ্গা ক্যাম্পের জন্য এবং ঢাকা শহরে চলমান নির্মাণাধীন চাইল্ড হেল্দ ক্লিনিক এন্ড রিসার্স সেন্টারে ১৭২ জন নার্স ধাপে ধাপে নিয়োগ প্রদান করা হবে। এলক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন আহবান করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
যদি কেউ নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার পরিচিত যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের অভিজ্ঞ এডমিনদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে নিচে দেয়া ম্যাসেন্জার অথবা হোয়াটস এ্যাপ এ নক করুন।
Messenger : https://m.me/saydul98
Whats-app: 01904328203