কারিগরি (BTEB) বোর্ডের SSC পাশে নার্সিং কোর্স হস্তান্তরের নোটিশ ও সতর্কতা

 ২০১৯ সাল পর্যন্ত কারিগরি বোর্ড কর্তৃক মেডিক্যাল টেকনোলজি ( ডিপ্লোমা ইন নার্সিং সমমান) পরিচালনা করেছেন। নার্সিং স্টুডেন্টদের আন্দলনের মুখে পড়ে হাইকোর্ডের রায়ের মধ্য দিয়ে নার্সিং কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় BTEB তবে ২০১৭ সাল পর্যন্ত যে সকল শিক্ষার্থী BTEB থেকে অধ্যয়ণ করেছেন তাদেরকে BNMC ( Bangladesh Nursing & Midwifery Council) কর্তৃক নার্সিং রেজিস্ট্রেশন প্রদানের মাধ্যমে নার্সিং সেক্টরে চাকরি করার বৈধতা দেয়া হয়েছে। তাছড়া ২০১৮, ২০১৯ সালে যারা BTEB থেকে পাশ করেছেন, তাদের BNMC রেজিস্ট্রেশন দেয়া হবেকিনা সে ব্যাপারে বর্তমানে হাই কোর্টে মামলা চলমান আছে। 

এখনো অনেক প্রতিষ্ঠানে (BTEB এর অধীন) SSC পাশে মেডিক্যাল টেকনোলজিতে ভর্তি করছেন। এটা সম্পূর্ণ আইন বিরোধি এবং ভবিষ্যতে BNMC থেকে রেজিস্ট্রেশন পাওয়া যাবেনা। তাই এই কোর্সে ভর্তি হওয়া যাবেনা। 

তবে BNMC কর্তৃক অনুমোদিত ও পরিচালিত একটি কোর্স রয়েছে SSC পাশকারিদের জন্য (শুধু মহিলা)
কোর্সের নামঃ জুনিয়র মিডওয়াইফারি
কোর্সের সময়ঃ ১৮ মাস
যোগ্যতাঃ SSC পাশ
Read more >>  জুনিয়র মিডওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান তালিকা ও তথ্য



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url