নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২০

সেটঃ ১, কোডঃ পদ্মা, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]

১। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি?
(ক) নুরলদীনের সারা জীবন
(খ) বং থেকে বাংলা
(গ) জোছনা ও জননীর গল্প
(ঘ) পানকৌড়ির রক্ত 


২। ঠোট কাটা' বাগধারার অর্থ হচ্ছে:
(ক) স্পষ্ট ভাষী
(খ) ঠোট কাটা গেছে যার
(গ) ঠোটে কাটা বিধেছে যার
(ঘ) ঠোটে কাটার দাগ যার

৩। “অনুরাগ” —শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) অভিমান
(খ) অনুভব
(গ) বিবাদ
(ঘ) বিরাগ

৪। জন্মের সময় বাচ্চার Cyanosis এবং Tachypnoea কি নির্দেশ করে?
(ক) Birth Asphyxia
(খ) Diarrhoea
(গ) Hypothermia
(ঘ) Fever

৫। EOC-এর উদ্দেশ্য কি?
(ক) মাতৃমৃত্যুর হার কমানো
(খ) Under 5 yrs শিশুমৃত্যুর হার কমানাে
(গ) পরিবার পরিকল্পনা গ্রহণ
(ঘ) শিশু অসুস্থতার হার কমানাে 


৬। Contact lenses are wom in one's—
(ক) Cameras
(খ) Eyes
(গ) Shoes
(ঘ) Clothes 

৭। Placenta Separation এর sign কি?
(ক) বমি বমি ভাব
(খ) Shortening of the cord
(গ) Small sudden gush of blood
(ঘ) Uterus শক্ত হওয়া


৮। কোনটি শুদ্ধ বানান?
(ক) দন্দ
(খ) দ্বন্দ
(গ) দ্বন্দ্ব
(ঘ) দন্ধ

৯। How many sectors were created to conduct our liberation war?
(ক) ten
(খ) eleven
(গ) seven
(ঘ) twelve


১০। শব্দগুলাের মধ্যে কোনটি বিশেষণ পদ?
(ক) অরণ্য
(খ) পাহাড়
(গ) রক্ত
(ঘ) পাহাড়ী

১১। Which sentence is incorrect?
(ক) I feel unwell
(খ) I have a headache
(গ) Open page 50
(ঘ) I wish I could fly


১২। কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী' কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
(ক) বিষের বাঁশী 
(খ) অগ্নিবীণা
(গ) সর্বহারা
(ঘ) ছায়ানট

১৩। কোন বয়সে মা হওয়া ঝুকিপূর্ণ?
(ক) বয়স কোন ব্যাপার না
(খ) ২৫ বছর বয়সে
(গ) ৩০ বছরের বেশী
(ঘ) ১৮ বছরের কম বয়সে


১৪। প্রসবকালীন জটিলতা কোনটি?
(ক) মাথা ব্যাথা
(খ) Hand prolapse
(গ) বমি বমি ভাব
(ঘ) তলপেটে ব্যাথা হওয়া

১৫। গর্ভাবস্থায় TT vaccine এর ডােজ কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি


১৬। Puerperal period কতদিন?
(ক) ১৫ দিন
(খ) ৩০ দিন
(গ) ৪০ দিন
(ঘ) ৫০ দিন


১৭। বাংলাদেশ কোন সালে প্রথম LNG আমদানী করে?
(ক) ২০১৬ সাল
(খ) ২০১৮ সাল
(গ) ২০১৯ সাল
(ঘ) ২০১২ সাল

১৮। PH এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ করা হয়?
(ক) হাইড্রোজেন
(খ) ফসফরাস
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) পটাসিয়াম


১৯। Rice is our — food.
(ক) staple
(খ) secondary
(গ) national
(ঘ) optional

২০। Eclampsia-র Sign/Symptom কোনটি?
(ক) খিচুনী
(খ) জন্ডিস
(গ) Epigastric pain
(ঘ) রক্তক্ষরণ


২১। APGAR Score-এর sign কোনটি?
(ক) নবজাতকের ওজন
(খ) জ্বর অথবা কাশি
(গ) Heart rate
(ঘ) পানি শূন্যতা

২২। কঠিন শিলা বাংলাদেশের কোন খনি থেকে উত্তোলিত হচ্ছে?
(ক) মধ্যপাড়া কঠিন শিলা খনি
(খ) জয়পুরহাট এর চুনাপাথর খনি
(গ) বিছানাকান্দি পাথর মহাল
(ঘ) তাহিরপুর এর চুনাপাথর খনি


২৩। 'He is known to me' is an example of—
(ক) compound sentence
(খ) complex sentence
(গ) active voice
(ঘ) passive voice

২৪। আর্দশ APGAR Score-এর range কত?
(ক) ৯-১০
(খ) ০-৩
(গ) ৪-৭
(ঘ) ৩-৪


২৫। Smoking is — to our health.
(ক) beneficial
(খ) useful
(গ) advantageous
(ঘ) injurious
 

২৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মােট কয়টি অনুচ্ছেদ আছে?
(ক) ৫৩ টি
(খ) ২২ টি
(গ) ৩৪ টি
(ঘ) ৯০ টি


২৭। গর্ভাবস্থায় কোন পরীক্ষা করতে হয়?
(ক) X-Ray chest
(খ) রক্তের Hb%
(গ) থুতু পরীক্ষা
(ঘ) রক্তের creatine


২৮। Partograph এর অংশ কোনটি?
(ক) রক্তক্ষরণ পরিমাণ
(খ) Foetus এর Heart rate
(গ) মায়ের পুষ্টি দেখা
(ঘ) প্রসবের স্থান নির্ধারণ করা


২৯। গর্ভাবস্থায় Check-up এর জন্য—
(ক) ঘন ঘন X-Ray করা উচিৎ
(খ) মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক-আপ করা উচিৎ
(গ) স্থানীয় দা ইবা গ্রামের মুরুব্বিদের পরামর্শ অনুযায়ী চলা উচিৎ
(ঘ) বড় হাসপাতালে গিয়ে সিজারিয়ান করানাে উচিত

৩০। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
(ক) অ্যান্টনিও গুতেরেশ
(খ) অ্যান্টিনিউ মার্কেস
(গ) বান কি মুন
(ঘ) লি কিং


৩১। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়?
(ক) ২৮০
(খ) ২২০
(গ) ৪০০
(ঘ) ৫০০
.

৩২। নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি?
(ক) গর্ভকালীন সেবা 
(খ) নবজাতকের যত্ন
(গ) যৌন সংক্রামন প্রতিরােধ
(ঘ) Antenatal check up


৩৩। জমিদারী প্রথা বাংলাদেশ হতে কোন সালে উচ্ছেদ হয়?
(ক) ১৯৪৭
(খ) ১৯৫৩
(গ) ১৯৪৮
(ঘ) ১৯৫৬

৩৪। IUCD-কাদের দেওয়া হয়?
(ক) যাদের জরায়ুতে Infection আছে
(খ) যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত
(গ) যাদের কোন সন্তান নেই
(ঘ) যাদের Cancer আছে

৩৫। সন্তান ছেলে কি মেয়ে হবে নির্ভর করে—
(ক) মহিলাদের ডিম্বাশয়ের Chromosome-এর উপর
(খ) পুরুষদের শুক্রানুর Chromosome-এর উপর
(গ) উভয়ের Chromosome এর উপর
(ঘ) কোনটির উপর নয়

৩৬। গর্ভাবস্থায় ক্ষতিকর কোনটি?
(ক) X-Ray
(খ) স্বাভাবিক হাঁটা চলা
(গ) রান্নাবান্না করা
(ঘ) আয়রন বড়ি খাওয়া

৩৭। Placenta manually remove করার জন্য কি প্রয়ােজন?
(ক) Spinal Anaesthesia
(খ) Local anaesthesia
(গ) Catheterization
(ঘ) Control cord traction


৩৮। ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
(ক) গুজরাটি
(খ) পাঞ্জাবী
(গ) তুর্কি
(ঘ) ফার্সি

৩৯। অসীম' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
(ক) সসীম
(খ) নিঃসীম
(গ) সীমাহীন
(ঘ) স্বল্প


৪০। 'How charming the sight is!' is an example of—
(ক) Assertive sentence
(খ) Interrogative sentence
(গ) Exclamarory sentece
(ঘ) Optative sentence

৪১। শিশুর জন্ডিস চিকিৎসায় কোনটি অপ্রয়ােজনীয়?
(ক) বেশী করে পানি খাওয়ানো
(খ) Phototherapy
(গ) Pharmacologic therapy
(ঘ) Exchange transfusion


৪২। জীবাণুমুক্ত প্রসবের জন্য কি প্রয়ােজন?
(ক) মাকে পরিষ্কার কাপড় পড়ানাে
(খ) পরিষ্কার প্রসব স্থান
(গ) পরিবার পরিকল্পনা সেবা
(ঘ) নিবিরভাবে শিশুকে পর্যবেক্ষণ

৪৩। ‘রমজানের ঐ রােজার শেষে এলাে খুশীর ঈদ’ গানটি কার?
(ক) ইসমাইল হােসেন সিরাজী
(খ) আহসান হাবীব
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) শামসুর রহমান


৪৪। Exclusive breast feeding কতদি পর্যন্ত? 
(ক) ৪ মাস
(খ) ৫ মাস
(গ) ৬ মাস
(ঘ) ১২ মাস 

৪৫। আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত?
(ক) কোপেনহেগেন
(খ) লন্ডন
(গ) দি হেগ
(ঘ) প্যারিস

 
৪৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধান কে?
(ক) আধানম গেব্রেয়েসিউস
(খ) হেলমুট কোহল
(গ) ডেভিড নাভারাে
(ঘ) মিশেল বাশলেট

৪৭। The word 'parent' means—
(ক) father
(খ) mother
(গ) father or mother
(ঘ) father and mother


৪৮। Minipill এ কোন Hormone থাকে?
(ক) Progesterone
(খ) Destrogen
(গ) Oxytocin
(ঘ) MgSO4

৪৯। 'Neurology' related to—
(ক) heart
(খ) hormone
(গ) nerve
(ঘ) blood


৫০। কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
(ক) চরিত্রহীন
(খ) পরিণীতা
(গ) গৃহদাহ
(ঘ) কপালকুন্ডলা

৫১। যৌন রােগ কোনটি?
(ক) Syphilis
(খ) ডিপথেরিয়া
(গ) Diabetes
(ঘ) Cancer


৫২। 'They were disturbing us' is an example of—
(ক) present continuous tense
(খ) past perfect tense
(গ) past continuous tense
(ঘ) past indefinite tense

৫৩। Man is a/an — animal.
(ক) natural
(খ) rational
(গ) wild
(ঘ) unsocial


৫৪। প্রসব পরবর্তী জটিলতা কোনটি?
(ক) puerperal sepsis
(খ) অজ্ঞান হয়ে যাওয়া
(গ) চোখে ঝাপসা দেখা
(ঘ) মায়ের অপুষ্টি

৫৫। দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়?
(ক) চীন
(খ) জাপান
(গ) নরওয়ে
(ঘ) সুইজারল্যান্ড

৫৬। গর্ভকালীন সময়ে বিপদচিহ্ন কোনটি?
(ক) জার্মান মিসেস
(খ) ডায়রিয়া
(গ) পায়ে পানি জমা
(ঘ) রক্ত শূন্যতা


৫৭। বাংলা ভাষায় ব্যবহৃত কয়টি মাত্রাহীন বর্ণ রয়েছে?
(ক) ১০ টি
(খ) ৭ টি
(গ) ৬ টি
(ঘ) ৮ টি

৫৮। বাংলাদেশে বর্তমানে শতকরা কতভাগ মানুষ বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে?
(ক) প্রায় ৬০ ভাগ
(খ) প্রায় ৮০ ভাগ
(গ) প্রায় ৯৮ ভাগ
(ঘ) প্রায় ৯৪ ভাগ


৫৯। ভাষা আন্দোলন ভিত্তিক ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
(ক) জসীম উদ্দীন
(খ) আহমদ ছফা
(গ) শওকত ওসমান
(ঘ) মুনীর চৌধুরী

৬০। 'Lose heart' means—
(ক) One type of heart disease
(খ) heart attack
(গ) be disheartened
(ঘ) heart failure

৬১। Obstetric emergency-কোনটি?
(ক) জরায়ু সংকোচন
(খ) জরায়ু প্রদাহ
(গ) রক্তক্ষরণ
(ঘ) Uterine prolapsed


৬২। Episiotomy দেয়া হয় কেন?
(ক) Perinium ছিড়ে যাওয়া থেকে রক্ষা করত
(খ) Catheter করা সুবিধা
(গ) Placenta দ্রুত আলাদা হবে
(ঘ) রক্তক্ষরণ দ্রুত বন্ধ হয়

৬৩। — Banglades his are proud of their glorious past.
(ক) A
(খ) An
(গ) The
(ঘ) This


৬৪। সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) দিবস
(খ) আলাে
(গ) দিনমান
(ঘ) দিনমনি

৬৫। গর্ভাবস্থায় মাকে ঝুকিপূর্ণ মা হিসাবে সনাক্তকরণের sign
কি?
(ক) উচ্চরক্তচাপ
(খ) সর্দিকাশি
(গ) ডায়রিয়া
(ঘ) শ্বাসকষ্ট

৬৬। বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূত এর ভূমিকা পালন করেছেন কে? 
(ক) সুফিয়া কামাল
(খ) বেগম রােকেয়া
(গ) নীলিমা ইব্রাহিম
(ঘ) নীলিমা ইব্রাহিম


৬৭। মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কোনটি?
(ক) Eclampsia
(খ) Anaemia
(গ) জ্বর
(ঘ) জরায়ু সংকোচন

৬৮। জীবনানন্দ দাশ রচিত কাব্য গ্রন্থ কোনটি?
(ক) অগ্নিবীণা
(খ) বিমুখ প্রান্তর
(গ) আরােগ্য
(ঘ) রূপসী বাংলা


৬৯। ভৈরব নদী বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
(ক) পদ্মা
(খ) মেঘনা
(গ) কুশিয়ারা
(ঘ) যমুনা

৭০। মানুষের শরীরে সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি?
(ক) বৃক্ক
(খ) পিটুইটারি
(গ) যকৃত
(ঘ) থাইরয়েড

৭১। Low birth weight baby-র ওজন কত?
(ক) ৪০০০-৫০০০ গ্রাম
(খ) ৩৫০০-৪০০০ গ্রাম
(গ) ২৫০০-৩৫০০ গ্রাম
(ঘ) ২৫০০ গ্রাম এর নীচে


৭২। Mother is always — to her children.
(ক) affectionate
(খ) cruel
(গ) harmful
(ঘ) indolent

৭৩। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে?
(ক) চাঁদপুর
(খ) আরিচা
(গ) ভােলা
(ঘ) বরিশাল
.


৭৪। আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত?
(ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
(খ) ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন
(গ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(ঘ) ১৯৭১ এর মুক্তিযুদ্ধ

৭৫। নবজাতক শিশুমৃত্যুর কারণ কি?
(ক) ARI
(খ) Hypothermia
(গ) অতিরিক্ত কান্না
(ঘ) অতিরিক্ত ঘুম

৭৬। প্রসব পূর্বকালীন সেবা নূন্যতম কয়টি?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ১৪


৭৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপন করা হয়?
(ক) ৭ মার্চ, ২০১৮
(খ) ১১ মে, ২০১৮
(গ) ৬ জুন, ২০১৮
(ঘ) ১৬ ডিসেম্বর, ২০১৮

৭৮। নবজাতককে কখন Pre-term baby বলে?
(ক) ৩৮-৪০ সপ্তাহের ভিতর জন্মগ্রহণ করলে
(খ) ৩৭-৩৮ সম্পাহের ভিতর জন্মগ্রহণ করলে
(গ) ৩৭ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করলে
(ঘ) ৪২ সপ্তাহ পূর্ণ হলে


৭৯। hich one of the following has the correct spelling?
(ক) Millionire
(খ) Millionair
(গ) Millionaire
(ঘ) Millionir

৮০।মাতৃদুগ্ধ পানের উপকারিতা কি?
(ক) শিশু সুস্বাস্থের অধিকারী হবে
(খ) শিশুর রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়বে
(গ) শিশু দেখতে সুন্দর হবে
(ঘ) মায়ের রক্তক্ষরণ বন্ধ হবে

৮১। First stage of labour কখন শুরু হয়?
(ক) বাচ্চার মাথা delivery হলে
(খ) বাচ্চার শরীর delivery হলে
(গ) Cervix সম্পূর্ণ dilate হলে
(ঘ) রক্তক্ষরণ শুরু হলে


৮২। Rooming-in এর সুবিধা কি?
(ক) পরিবার পরিকল্পনা
(খ) Breast feeding- এ উৎসাহিত করে
(গ) নবজাতকের টিকা প্রদান
(ঘ) প্রসব পরবর্তী জটিলতা দূরীকরণ

৮৩। স্কার্ভি রােগ কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) Vitamin A
(খ) Vitamin D
(গ) Vitamin C
(ঘ) Vitamin K


৮৪। The examination — before I reached the hall.
(ক) has started
(খ) had started
(গ) had been started
(ঘ) did start

৮৫। How — money do you require for this
work?
(ক) many
(খ) much
(গ) for
(ঘ) few

৮৬। Abortion এর জটিলতা কি?
(ক) Toxemia
(খ) জরায়ু ছিদ্র হওয়া
(গ) মানসিক স্বাস্থ্য সমস্যা 
(ঘ) হৃদরােগবৃদ্ধি


৮৭। He was deprived — his paternal property.
(ক) for
(খ) on
(গ) of
(ঘ) at

৮৮। ‘পােস্টমাস্টার’- ছােট গল্পটির রচয়িতা কে?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


৮৯। গর্ভধারণের sign কি?
(ক) মাসিক বন্ধ হওয়া
(খ) অতিরিক্ত ঘুমানাে
(গ) ওজন কমে যাওয়া
(ঘ) রুত heart beat

৯০। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?
(ক) পূর্ব ইউরোপ
(খ) আফ্রিকা
(গ) পশ্চিম ইউরোপ
(ঘ) দক্ষিণ আমেরিকা

৯১। মুক্তিযুদ্ধ ভিত্তিক নটক কোনটি?
(ক) কবর
(খ) স্বাধীনতা আমার স্বাধীনতা
(গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
(ঘ) জন্ডিস ও বিবিধ বেলুন


৯২। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কততম?
(ক) ২য়
(খ) ৩য়
(গ) ৮ম
(ঘ) ৪র্থ

৯৩। 'শেষের কবিতা" কোন শ্রেণির রচনা?
(ক) উপন্যাস
(খ) গল্প
(গ) নাটক
(ঘ) কবিতা


৯৪।বাংলাদেশের কোন কয়লা খনি হতে কয়লা উত্তোলন হচ্ছে?
(ক) নীঘিপাড়া
(খ) দীঘিপাড়া
(গ) বড়পুকুরিয়া
(ঘ) খালাসপীর

৯৫। পুরুষদের Contraceptive method কোনটি?
(ক) কন্ডম
(খ) Injection
(গ) IUCD
(ঘ) নরপ্ল্যান্ট

৯৬। The word 'illiterate' means a person who does not know how to—
(ক) read or write
(খ) read
(গ) write
(ঘ) speak


৯৭। The antonym of patriot' is—
(ক) tout
(খ) traitor
(গ) criminal
(ঘ) accused

৯৮। পরিবার পরিকল্পনায় স্থায়ী পদ্ধতি কোনটি?
(ক) ইনজেকশন
(খ) নরপ্ল্যান্ট
(গ) ওরাল পিল
(ঘ) টিউবেকটমী


৯৯। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গব্ + এষণা
(খ) গবে+-এষণা
(গ) গো+ এষণা
(ঘ) গবা+ইষণা

১০০। ‘পরিমিত ব্যয় করে যে’ এক কথায় :
(ক) মিতব্যয়ী
(খ) কুপণ
(গ) অপচয়কারী
(ঘ) বিলাস্রী

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
4 Comments
  • Anonymous
    Anonymous August 9, 2023 at 12:37 PM

    মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় হবে।

    • Anonymous
      Anonymous August 18, 2023 at 12:17 PM

      নবজাতক শিশু মৃত্যুর কারণ কি

  • Anonymous
    Anonymous March 21, 2024 at 4:41 AM

    সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কিত পোস্ট করলে , উপকৃত হব ।
    ধন্যবাদ , এই পোস্টের জন্য ।

    • Admin
      Admin April 30, 2024 at 8:16 PM

      ধন্যবাদ আপনার মতামত জানাবার জন্য। লিখিত পরীক্ষার প্রশ্নসমূহ যুক্ত করা হবে ইনশাআল্লাহ।

Add Comment
comment url