আরোরা স্পেশালাইজড হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা শহরের কাকরাইলে অবস্থিত আরোরা স্পেশালাইজড হাসপাতালে ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট পদে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নবর্ণিত সর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণের নিকট আবেদন আহবান করা হয়েছে।
নার্স পদে কারা আবেদন করতে পারবেন?
- বি.এস.সি এবং ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি পাশ হতে হবে।
- বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে সার্টিফিকেটধারী হতে হবে।
- ICU, NICU, OT, CCU এবং Floor Nurse হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।
নার্সদের জন্য কি হাসপাতালটিতে হোস্টেল সুবিধা রয়েছে?
- মহিলা নার্সদের জন্য হোস্টেল সুবিধা রয়েছে।
- পুরুষ নার্সদের জন্য হোস্টেল নেই।
- দুরবর্তী নার্সদের অগ্রাধীকার ভিত্তিতে হোস্টেলে সিট দেওয়া হয়ে থাকে।
আবেদনের সময়সীমা কত দিন?
- আবেদন শুরুর তারিখ: ০৮ই মার্চ
- আবেদনের শেষ তারিখ: ২১ই মার্চ, ২০২৪
কিভাবে আবেদন করা যাবে?
আবেদন করার জন্য দুটি অপশন রয়েছে। যথা:-
- হার্ডকপি: প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর কপি পিন-আপ + খামে ভরে সার্কুলারে দেয়া ঠিকানা বরাবর সরাসরি অথবা ডাকের মাধ্যমে পৌছাতে হবে।
- অথবা, ইমেইলে আবেদনের নিয়ম ফলো করে ইমেইল করতে পারবেন। আবেদন করার ইমেইল হলো: [email protected]
আরো বিস্তারিত তথ্যের জন্য পড়ুন....

I am interest. But apply ki vabe korbo