আরোরা স্পেশালাইজড হাসপাতাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পড়ুন..

আরোরা স্পেশালাইজড হাসপাতাল
অরোরা স্পেশালাইজড হাসপাতাল
ঠিকানা: ১৯/১, কাকরাইল, ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোন নাম্বার: 09610-989998
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: https://www.aurora.hospital/

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতাল নার্স নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন কিভাবে করব?
উত্তর: আবেদন কভার লেটার এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতা সহ আপডেট করা জীবনবৃত্তান্ত/সিভি ইমেল- [email protected] করতে পারবেন। আথবা হার্ডকপি সরাসরি ম্যানেজিং ডিরেক্টর বরাবর অরোরা স্পেশালাইজড হসপিটালে গিয়ে জমা দিতে পাড়েন। অনুগ্রহ করে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের একটি ছবি জীবনবৃত্তান্ত/সিভি যোগ করবেন।

প্রশ্ন: কাউন্সেলিং না থাকলে কি অরোরা স্পেশালাইজড হাসপাতালে আবেদন করা যাবে?
উত্তর: না।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতালে নার্স পদে আবেদন করার জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে?
উত্তর: হ্যা, ২ থেকে ৩ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতাল নার্সদের বেতন কত?
উত্তর: বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হয়।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতাল নার্সদের জয়েনিং বেতন নূন্যতম কত ধরা হয়?
উত্তর: ১২ - ১৮ হাজার টাকা (অভিজ্ঞতা বা কাজের উপর ভিত্তি করে বেতন কিছুটা কম বেশি হতে পাড়ে)।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতালে বর্তমানে কোন কোন ওয়াডের জন্য নার্স নিবে?
উত্তর: আইসিইউ, এনআইসিইউ, ওটি, সিসিইউ ও ফ্লোরের জন্য নার্স নিবে।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতালে নার্সদের থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা বা হোস্টেল আছে কিনা?
উত্তর: হ্যা হোস্টেল আছে, তবে তা সিমিত। আপনি যদি হোস্টেলে থাকতে চান সে ক্ষেত্রে জয়েনিং করার আগেই আপনাকে কথা বলে নিতে হবে।

প্রশ্ন: অরোরা স্পেশালাইজড হাসপাতালে আমি নার্স পদের জন্য আবেদন করতে চাচ্ছি কিন্তু এই হাসপাতালটা কেমন?
উত্তর: আমাদের জানা মতে হাসপাতালটার পরিবেশ এবং নিয়ম কানুন সব কিছু মোটামুটি ভালোই।

প্রশ্ন: আরোরা স্পেশালাইজড হাসপাতালে নার্সদের ডিউটি টাইম কত ঘন্টা?
উত্তর: রোস্টার ডিউটি (দিন ৬ ঘন্টা রাত ১২ ঘন্টা)।

প্রশ্ন: আরোরা স্পেশালাইজড হাসপাতালে নার্সদের কয়টি নাইট ডিউটি করতে হয়?
উত্তর: ৮ - ৯ টা (সকল প্রাইভেট হসপিটালে যেমন নাইট ডিউটি করতে হয় এখানেও তেমন)।

প্রশ্ন: আরোরা স্পেশালাইজড হাসপাতাল কতৃপক্ষ ঠিকঠাক ভাবে বেতন দেয়?
উত্তর: আমাদের জানা মতে তারা বেতন নিয়ে কোনো ঝামেলা করে না।

নোট: উপরের উল্লেখিত প্রশ্নের বাহিরে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। অথবা আপনার কোনো খারাপ বা ভালো অভিজ্ঞতা থাকলে সেটাও জানাতে পাড়েন। এতে করে অন্যরা উপকৃত হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url