ম্যাক্সএইড হাসপাতাল লি. OT - ইনচার্জ এবং স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ২০/০১/২৪)
ঢাকায় অবস্থিত ম্যাক্সএইড হাসপাতাল লিমিটেডে জরুরি ভিওিতে ১০ জন OT - ইনচার্জ এবং স্টাফ নার্স নিয়োগ প্রদানের উদ্দ্যেশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের নিকট আবেদন আহ্বান করা হচ্ছে।
যোগ্যতা:
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এফ মিডওয়াইফারি
- নূন্যতম বয়স ২০ থেকে ৪৫ বছর হতে হবে।
- নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:
- ৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অব্যশই অপারেশন থিয়েটারের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
- আলোচনা সাপেক্ষে বেতন - ভাতা নির্ধারিত হবে।
পদসংখ্যা:
- ১০টি
আবেদন প্রক্রিয়া:
- ০২/০১/২৪ তারিখের মধ্যে হাসপাতালের ডেক্সে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), আইডি কার্ড, BNMC রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়েজনীয় ডকুমেন্টস একটি খামে ভরে পদের নাম উল্লেখ করে জমা দিবেন।
- অথবা bd.jobs এর মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
- ২০ জানুয়ারী ২০২৪
=======
Maxaid Hospital Ltd
ঠিকানা: ৬, ডিসি রায় রোড, মিটফোর্ড, ঢাকা-১১০০