রোকেয়া স্পেশালাইজড হসপিটালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ২০/০১/২০২৪)
কুমিল্লা সদর থানা শহরে অবস্থিত সুনামধন্য রোকেয়া স্পেশিয়ালাইস্ট হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নার্স নিয়োগ প্রদান করা হবে।
যোগ্যতা:
- ডিপ্লোমা ইন নার্সি পাশ হতে হবে।
- নার্সিং কাউনসিল হতে সনদধারী হতে হবে।
অভিজ্ঞতা:
- সর্বোচ্চ ২ বছরের নার্সিং পেশায় অভিজ্ঞতা
- ফ্রেসারগণ আবেদন করতে পারবেন।
বেতন:
- আলোচনা সাপেক্ষ
পদসংখ্যা:
- নির্দিষ্ট নয়
আবেদন প্রক্রিয়া:
- সরাসরি হাসপাতালের ঠিকানায় হার্ড কপি জমা দিতে পারবেন। ঠিকানা: Baropara, Chapapur, Adarsha Sadar, Cumilla
- অথবা ইমেইলে আবেদন পাঠাতে পারবেন। ইমেইল: [email protected]
- অথবা বিডি জবসের মাধ্যমে আবদন করতে পারবেন।
- কোনো কিছু জানার প্রয়োজন হলে কল করতে পারবেন এই নাম্বারে: 01681710500 (হাসপাতাল নাম্বার)
আবেদনের শেষ তারিখ:
- ২০ জানুয়ারী ২০২৪
=======
Rokeya Specialised Hospital, Cumilla
ঠিকানা: Baropara, Chapapur, Adarsha Sadar, Cumilla
মোবাইল: 01681710500
ইমেইল: [email protected]