বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেটলাইন: ১৮/০১/২৪)

ঢাকা - মাওয়া রোড সংলগ্ন, দামলা, শ্রীনগর, মুন্সীগঞ্জে অবস্থিত বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নার্স নিয়োগ প্রদান করা হবে। এলক্ষে উপযুক্ত/ আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগ্যতা:

  • নূন্যতম ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি পাশ।
  • BNMC হতে নার্সিং লাইসেন্স প্রাপ্ত।
  • বয়স নূন্যতম ২০ বছর হতে হবে।

কর্মস্থল:

  • মুন্সীগঞ্জ

বেতন:

  • আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

পদসংখ্যা:

  • নির্দিষ্ট নয়

আবেদন প্রক্রিয়া:

  • হার্ড কপি পাঠাবেন এই ঠিকানায়: বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ ঢাকা - মাওয়া রোড সংলগ্ন, দামলা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
  • অথবা ইমেইলে সকল ডকুমেন্টস সহ সিভি পাঠাবেন। ইমেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ:

  • ১৮ জানুয়ারী ২০২৪

=======

বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ

ঢাকা - মাওয়া রোড সংলগ্ন, দামলা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোবাইল : ০১৭১১৫২০৯০৯, ০১৭১৬৫৫৫৮৩২, ০১৭১২৪২৭৬০৭
ই-মেইল: [email protected]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url