ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার সেন্টারে নার্সিং স্টাফ নিয়োগ বিজ্ঞপ্তি

চট্রগ্রামে অবস্থিত ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার সেন্টারে জরুরী ভিত্তিতে চারজন নার্সিং স্টাফ নিয়োগ প্রদানের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট আবেদন পত্র/ ইমেইল আহবান করা হচ্ছে।

যোগ্যতা:

  • নার্সিং সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অথবা স্কিন কেয়ার সেন্টারে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং ট্রেনিং থাকতে হবে।
  • কর্মস্থল: কুমিল্লা এবং চট্রগ্রাম

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীগণ ইমেইলে আবেদন জমা দিবেন এই ঠিকানায়: [email protected]
  • অথবা, সরাসরি ওয়ার্কিং আওয়ারে অফিস ডেস্কে সিভি জমা দিতে পারবেন।
  • যেকোনো প্রয়োজনে অথবা কোনো তথ্যের জন্য কল করতে পারেন: 01688788223, 01870057477 (অফিস ফোন, ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার সেন্টার)

আবেদনের শেষ তারিখ:

  • ২৪ নভেম্বর ২০২৩

=======

ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার সেন্টার

ঠিকানা: নাসিরাবাদ প্রোপারটিস লি. (ওমেন কলেজ সার্কেল), চিটাগাং, বাংলাদেশ, ৭৪৬৪
ফোন: 01688788223, 01870057477.
ইমেইল: [email protected]
No Comment
Add Comment
comment url