Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (ভিটামিন ও মিনারেল)
(Part - 1).... Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ ভিটামিন ও মিনারেল। Part - 1 তে মোট প্রশ্ন রয়েছে ১৮টি। পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
Prev | Part - 1 (ভিটামিন ও মিনারেল) |
Next ⏩ |
১। সুষম খাদ্যের উপাদান কয়টি? (Bsmmu-20)
(ক) ৪ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
২। How many calories are in lgm of protein? (Bsmmu-20)
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
৩। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রটিন থাকে ? (Bsmmu-20)
(ক) অ্যালবুমিন
(খ) লাইপেপ্রােটিন
(গ) লেসিথিন
(ঘ) কোনটিই নয়
৪। মায়ের বুকের দুধে নিচের কোন এন্টিবডি থাকে? (Bsmmu-19)
(ক) IgA
(খ) IgG
(গ) IgE
(ঘ) IgD
৫। একজন গর্ভবতী মায়ের দৈনিক ভিটামিন-A প্রয়ােজন— (Bsmmu-20)
(ক) 15 IU
(খ) 175 IU
(গ) 555 IU
(ঘ)750 IU
৬। সবুজ তরিতরকারীতে সবচেয়ে বেশী থাকে— (Bsmmu-20)
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন ডি
(ঘ) খনিজ পদার্থ ও ভিটামিন
৭। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? (Bsmmu-20)
(ক) ভিপামিন-এ
(খ) ভিটামিন-ই
(গ) ভিটামিন-সি
(ঘ) ভিটামিন-কে
৮। কোন ভিটামিন তাপে নষ্ট হয়— (Bsmmu-20)
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
৯। কচুশাকে কি পাওয়া যায়? (Bsmmu-16)
(ক) আয়রন
(খ) পটাশিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) সােডিয়াম
১০। Kwashiorkor কিসের অভাবে হয়? (Bsmmu-16)
(ক) Protein
(খ) Carbohydrate
(গ) Fat
(ঘ) None
(ক) Generalized bleeding
(খ) Xeropthalmia
(গ) Night blindness
(ঘ) Oesteomalaeia
১২। Hypocalcemia কোনটির অভাবে হয়? (Bsmmu-16)
(ক) পটাসিয়াম
(খ) ক্যালসিয়াম
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) সােডিয়াম
(ক) ৬ মাস
(খ) ৪ মাস
(গ) ৯ মাস
(ঘ) ১২ মাস
১৪। পেঁকিছাটা লাল চালে বেশী থাকে? (Bsmmu-10,11,13)
(ক) থায়ােমিন
(খ) রাইবােফ্লাবিন
(গ) ভিটামিন ডি
(ঘ) ভিটামিন এ
(ক) ক্যালসিয়াম
(খ) আয়ােডিন
(গ) ফসফরাস
(ঘ) ইমিউনােগ্রেবিউলিন
১৬। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? (Bsmmu-13)
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন কে
(ঘ) ভিটামিন সি
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-বি
(গ) ভিটামিন-ই
(ঘ) ভিটামিন-ডি
১৮। জন্মের পর হতে সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানাে উচিত-(BSMMU-13)
(ক) ৩ মাস পর্যন্ত
(খ) ৬ মাস পর্যন্ত
(গ) ৯ মাস পর্যন্ত
(ঘ) ১ বৎসর পর্যন্ত
(ক) সােডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ফসফরাস
(ঘ) আয়ােডিন
২০। ষাট কেজি ওজনের মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়ােজন হয়? (Bsmmu-11)
(ক) ৩ লিটার
(খ) ৩.৫লিটার
(গ) ২.৫ লিটার
(ঘ) ২.৪ লিটার
(ক) পটাশিয়াম ক্লোরাইড
(খ) সােডিয়াম ক্লোরাইড
(গ) আয়ােডিন ও সােডিয়াম
(ঘ) ক্লোরিন ও সােডিয়াম
২২। Highest potassium content food is? (Bsmmu-11)
(ক) Orange juice
(খ) Mango
(গ) Coconut water
(ঘ) Banana
(ক) ঘি
(খ) মাখন
(গ) ডিম
(ঘ) চাল
২৪। কোন রােগের কারণে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়? (Bsmmu-10)
(ক) চোখের অঞ্জলী
(খ) কামেলা (জন্ডিস)
(গ) চোখের ছানি
(ঘ) চোখ উঠা
২৫। দুধে কোন শক্তি জমা থাকে?(Bsmmu-10)
(ক) আলােক শক্তি
(খ) তাপশক্তি
(গ) যান্ত্রিক শক্তি
(ঘ) রাসায়নিক শক্তি
২৬। The body obtains its energy from consumption of? (Bsmmu-10)
(ক) Carbohydrate
(খ) Proteins
(গ) Minerals
(ঘ) Vitamins
না এভাবে ভালো লাগে না পড়তে... Part part ছাড়া দিবেন...
@Sydul Islam. ভাইয়া আপনার সাথে কি যোগাযোগ করা যাবে..??
জ্বি mynursing এর অফিশিয়াল ফেজবুক পেজে @Sydul Islam এর ফোন নাম্বার, FB আইডিসহ অন্য এডমিনদের তথ্য পাবেন।
Assalamu walaikum bhaiya onk shundor hoise ❤️ apnr sathi ki kotha bola jabe....?