রহিদপুর জেনারেল হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকার কেরানিগজ্ঞে অবস্থিত রহিদপুর জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা নার্স নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত তথ্য ও ঠিকানা বরাবর যোগাযোগ/ আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ:
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা নার্সিং পাশ হতে হবে।
- অভিজ্ঞতা: নূন্যতম ৬মাস/ ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন: প্রার্থীর যোগ্যতা/ অভিজ্ঞতা/ আলোচনা সাপেক্ষে।
অন্যান্য যোগ্যতা:
- কম্পিউটার চালনার (নূন্যতম ) জ্ঞান থাকতে হবে। [পেশেন্ট এর বিবরণ এন্ট্রি করার জন্য]
আবেদন প্রক্রিয়া:
- ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে। এজন্য [email protected] এই ঠিকানায় আপনার সিভি, সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস এর কপি প্রেরণ করবেন।
অথবা,
- সরাসরি হাসপাতালের ঠিকানায় এসে যোগাযোগ করতে পারবেন। যেকোনো প্রয়োজনে এবং আরো কোনো তথ্য জানার থাকলে কল করতে পারেন 01881068333 (রহিদপুর জেনারেল হাসপাতাল)।
আবেদনের শেষ তারিখ:
- ২২ নভেম্বর ২০২৩
=========
রহিদপুর জেনারেল হাসপাতাল
ঠিকানা: রহিতপুর বোডিং, রামেরকান্দা, রহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা।
মোবাইল: 01881068333
ই-মেইল: [email protected]
মোবাইল: 01881068333
ই-মেইল: [email protected]