ক্যানোলা করার নিয়ম

ক্যানোলা করার নিয়ম
চিত্র: ক্যানোলা করার নিয়ম

ডাক্তার নার্সদের কাছে ক্যানোলা করা খুব সাধারণ একটি কাজ। তবে কাজটি সাধারণ হলেও ভুলভাবে ক্যানোলা করলে ঘটতে পারে অনেক বড় দূর্ঘটনা। যেমন শিরায় ক্যানোলা করতে গিয়ে অনেকে মাংস পেশিতে করে ফেলেন। প্রায়ই এমন ঘটনার খবর আসে বিভিন্ন পত্র পত্রিকায়। ভুলভাবে ক্যানোলা করে ইনজেকশন দিলে ২৪ ঘন্টার মধ্যেই রোগির অবস্থা খারাপ হয়ে যায়। খুব বেশি দেরি হয়ে গেলে ক্যানোলা করা হাত কেটে ফেলতে বাধ্য হন ডাক্তাররা। তাই প্রত্যেক সচেতন ব্যাক্তির ক্যানোলা করার নিয়ম সম্পর্কে নূন্যতম জ্ঞান থাকা জরুরি। কারণ কেউ আপনার ক্যানোলা করে দিলে বা আপনার কোনো রোগির ক্যানোলা করা দেখে নিশ্চিত হতে পারেন সঠিকভাবে ক্যানোলা করা হয়েছে কিনা।

বিশেষ করে সরকারি হাসাতালগুলোতে ওয়ার্ডবয়, খালা, ঝারুদার প্রভৃতি অনভিজ্ঞ লোকদের মাধ্যমে ক্যানোলা করতে দেখা যায়। আবার অনেক স্টুডেন্ট নার্স (অনভিজ্ঞ) ক্যানোলা করে থাকেন। তবে মূলত দূর্ঘটনা ঘটে থাকে ওয়ার্ডবয়/ আয়া শ্রেণির লোকদের মাধ্যমে ক্যানোলা করা হলে। এক্ষেত্রে ক্যানোলা করার সময় একটু মন দিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন ঠিকভাবে করা হয়েছে কিনা।

ক্যানোলা করার নিয়ম

এই পোস্টের মাধ্যমে স্টুডেন্ট ডক্টর, স্টুডেন্ট নার্সসহ সকলেই ক্যানোলা করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
  • পরিচিতি: প্রথমে রোগির সাথে একটু কথা বলে বা পরিচিত হয়ে স্বাভাবিক হয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ক্যানোলা করতে দিতে চায়না, ছোটাছুটি করতে থাকে। এক্ষেত্রে একটু সময় দিয়ে রোগির মন অন্যদিকে কনভার্ট করে দিতে হবে, তারপর নরমালভাবে ক্যানোলা করতে হবে।
  • ক্যানোলা, মাইক্রোফোর/ট্যাপ, টুনিকেট/ বাটারফ্লাই, কটন/তুলা, একটা ৫সিসি সিরিনজে ডিসটিল ওয়াটার ভরে একটা ট্রেতে নিবেন।
  • তারপর অ্যালকোহল ক্লিনজার ব্যবহার করে আপনার হাত স্যানিটাইজ করে নিবেন।
  • এরপর রোগির ভেইন পরীক্ষা করে এমন একটি ভেইন বা শিরা নির্বাচন করবেন যেখানে ক্যানোলা করা হলে সহজে নষ্ট হবেনা এবং স্বাভাবিক নড়াচড়ায় ক্যানোলায় কোনো ব্যাঘাত ঘটবেনা।
  • এরপর অ্যালকোহল দিয়ে রোগীর ত্বক পরিষ্কার করতে হবে যেখানে ক্যানোলা করা হবে)।
  • কথা বলতে বলতে রোগীর হাত ধরে দেখে নিবেন কোন সাইজের ক্যানোলা ফিট করা যাবে।
  • এরপর যেখানে ক্যানোলা ফিট করবেন তার ২ সেন্টিমিটার উপরে টুনিকেট/ বাটারফ্লাই দিয়ে বাধ দিবেন )খুব বেশি জোরে বাধবেন না আবার একেবারে হালকাও না) যাতে করে ভেইন বা শিরাটি ক্যানোলা করার সময় নরাচরা করতে না পারে।
  • এরপর ভেইন বা শিরা হাত দিয়ে অনুভব করেন।
  • তারপর ক্যানোলাটার ঢাকনা খুলুন এবং এক হতে ক্যানোলা এবং অন্য হাত দিয়ে রোগীর যেখানে ক্যানোলা করবেন সেখানে ধরুন।
  • তারপর আস্তে করে ক্যানোলাটির কিছু আংশ শিরার মধ্যে ঢুকিয়ে দিন এবং ক্যানোলার সুইচটি পিছনের দিকে টান দিয়ে দেখুন হাবের মধ্যে রক্তের প্রবাহ আছে কিনা। যদি দেখেন রক্তের প্রবাহ রয়েছে তাহলে বুঝবেন ক্যানোলাটি সফল হয়েছে।
  • এরপর ক্যানোলাটির বাকি আংশ শিরার মধ্যে ঢুকিয়ে দিন এবং সুন্দর করে মাইক্রোফোর/ট্যাপ লাগিয়ে দিন।
  • এরপর সুই বের করে আগের থেকে ভরে রাখা ডিসটিল ওয়াটার পুশ করে পুরোপুরি সিয়র হয়ে নিতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url