হামদর্দ ডায়াবেটিস ঔষধ

ডহামদর্দ ডায়াবেটিস ঔষধ (ডায়াবিট)

হামদর্দ ডায়াবেটিস ঔষধের নাম: (Diabeat) ডায়াবিট ক্যাপসুল

বর্ণনা:

ডায়াবিট ক্যাপসুল হামদর্দের হারবাল ডিভিশনের প্রডাক্ট। অর্থাৎ এটি একটি হারবাল ঔষধ যা কালোজিরা, নিম, কাসনী, মেথীর সমন্বয়ে প্রস্তুত একটি বিশেষ ফর্মুলেশন। ডায়াবিট টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা দীর্ঘসময় ধরে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এই ঔষধটি। এই ক্যাপসুলে থাকা প্রাকৃতিক উপাদানসমূহের সমন্বিত ক্রিয়ার ফলে প্যানক্রিয়াস উদ্দীপ্ত হয়, যার ফলে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি পায়, গ্লুকোজের সেকেন্ডারী বা সর্বোত্তম ব্যবহার উন্নত হয় এবং অন্ত্রে গ্লুকোজের শোষণ হ্রাস ঘটায়।

উপাদান:

প্রতটি ক্যাপসুলে রয়েছে-

  • Nigella sativa (কালোজিরা) ২৪০ গ্রাম,
  • Cichorium intybus (কাসনী) ১২০ মিগ্রা,
  • Trigonella foenum-graecum (মেথী) ১২০ মিগ্রা
  • Azadirachta indica (নিম) ২০ মিগ্রা।

সেবনবিধি : দৈনিক ২টি ক্যাপসুল ১২ ঘন্টা অন্তর সকালে এবং রাতে খাবারের আগে খেতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : ঔষধ বাজারজাত করার পর হতে নির্ধারিত মাত্রায় সেবনে এখনো পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতিনির্দেশ : কোন প্রতিনির্দেশ নেই।

সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন। রোগিকে ডাক্তারের পরামর্শ ব্যাতী রেখে ডোজ দেয়া যাবে না।

পরিবেশনা : প্রতি বাক্সে প্যাকে ৫টি পাতায় ৬টি করে ক্যাপসুল থাকে।

সংরক্ষণ : আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

মূল্য : প্রতিটি বক্সে থাকে ৩০ টি ট্যাবলেট, যার মূল্য ১৮০ টাকা, প্রডিটি ক্যাপসুলের মূল্য ৬ টাকা করে।

বি:দ্র: ডাক্তারের প্রেসকিপশন অনুসারে রোগিরা সেবন করার পর আশানুরুপ ফলাফল পাওয়া গিয়েছে এমনটিই আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। 

ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই ভিতরে থাকা ব্যাবহার নিদেশনা ভাল করে পড়ে নিবেন। নিজে নিজে ঔষধ গ্রহণ না করে আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং ডাক্তারের নির্দেশনা ফলো করে যে কোন ঔষধ সেবন করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url