স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ প্রশ্ন
পরীক্ষার তারিখ : ২২-০৪-২০১৬
সেটঃ ১, কোডঃ শকুন্তলা
১। বাংলার আদি জনগােষ্ঠীর ভাষা কী?
(ক) অস্ট্রিক
(খ) দ্রাবিড়
(গ) কামরুপী
(ঘ) ঝাড়খণ্ডী
২। বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' কোথায় পাওয়া যায়?
(ক) আহসান মঞ্জিল
(খ) নেপাল রাজ দরবার গ্রন্থাগার
(গ) কলিকাতা
(ঘ) মুর্শিদাবাদ রাজ দরবার
(ক) মুকুন্দ রাম চক্রবর্তী
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) ভারতচন্দ্র
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪। ‘পদ্মাবতী’ কার রচনা?
(ক) সৈয়দ সুলতান
(খ) শাহ মুহম্মদ সগীর
(গ) আব্দুল হাকিম
(ঘ) আলাওল
(ক) উইলিয়াম কেরী
(খ) বিদ্যাসাগর
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(ঘ) রাম রাম বসু
৬। ‘বঙ্গভাষা’ কবিতার রচয়িতা কে?
(ক) ঈশ্বর গুপ্ত
(খ) আবদুল হাকিম
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
(ক) চিত্রা
(খ) সেঁজুতী
(গ) সোনারতরী
(ঘ) চক্রবাক
৮। 'শেষের কবিতা’ কোন জাতীয় রচনা?
(ক) কাব্যগ্রন্থ
(খ) উপন্যাস
(গ) প্রবন্ধ গ্রন্থ
(ঘ) নাটক
(ক) আচার্য
(খ) উপাচার্য
(গ) অধ্যক্ষ
(ঘ) প্রাধ্যক্ষ
১০। একুশে গ্রন্থমেলার আয়ােজক সংস্থার নাম কী?
(ক) শিল্পকলা একাডেমি
(খ) গ্রন্থাগার অধিদপ্তর
(গ) শিক্ষা অধিদপ্তর
(ঘ) বাংলা একাডেমি
(ক) বিশেষ বাশি
(খ) নখ সর্বহারা
(গ) সাম্যবাদী
(ঘ) সিন্দুহিন্দোল
১২। ‘এলাচি’ কোন ভাষার শব্দ?
(ক) আরবি
(খ) হিন্দি
(গ) চীনা
(ঘ) ফরাসি
(ক) বােকা
(খ) মুর্খ
(গ) নির্বোধ
(ঘ) সরল
.
১৪। ‘খয়ের খ’ বাগধারার অর্থ কী?
(ক) দিনমজুর
(খ) গণ্যমান্য ব্যক্তি
(গ) দীনমজুর
(ঘ) তোষামদকারী
(ক) পরিণয়
(খ) পাণিগ্রহণ
(গ) পাণিপীড়ন
(ঘ) পাণিপ্রার্থী
১৬। ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে?
(ক) কারক
(খ) কাল
(গ) মহাকাল
(ঘ) প্রতিপাদিক
১৭। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?
(ক) ধ্বনি
(খ) যতি
(গ) মাত্রা
(ঘ) ছেদ
১৮। কোনটি রূপক সমাস নয়?
(ক) বাহুলতা
(খ) কমলমুখ
(গ) বিষাদসিন্ধু
(ঘ) জ্ঞানবৃক্ষ
১৯। কোন বানানটি সঠিক?
(ক) রিতীনীতি
(খ) রীতিনিতী
(গ) রিতিনিতি
(ঘ) রীতিনীতি
(ক) জটিল
(খ) যৌগিক
(গ) সরল
(ঘ) মিশ্র
২১। ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
(ক) চতুরতা
(খ) চতুরালি
(গ) চতুর
(ঘ) চৈতন্য
(ক) প্রমথ চৌধুরী
(খ) আহমদ শরীফ
(গ) আবদুল হক
(ঘ) কাজী আবদুল ওদুদ
২৩। কাকে যুগসন্ধির কবি বলা হয়?
(ক) বিহারীলাল চক্রবর্তী
(খ) ঈশ্বরগুপ্ত
(গ) ভারতচন্দ্র
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ক) অচলা
(খ) বিমলা
(গ) মৃণাল
(ঘ) ইন্দিরা
২৫। ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের লেখক কে?
(ক) হাসান আজিজুল হক
(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(গ) আখতারুজ্জামান ইলিয়াস
(ঘ) শওকত ওসমান
(ক) group of words
(খ) collection of words
(গ) group of words that make a complete sense
(ঘ) part of paragraph
২৭। It is you who ---- to blame.
(ক) is
(খ) was
(গ) are
(ঘ) were
(ক) laid
(খ) lied
(গ) lain
(ঘ) given
২৯। What is the antonym of 'famous'?
(ক) illiterate
(খ) obscure
(গ) immature
(ঘ) literate
(ক) His name has been cut off
(খ) His name has been stroke off
(গ) His name has been struck off
(ঘ) His name is cut off
৩১। What is the synonym of the word 'homogeneous'?
(ক) Heterogeneous
(খ) Scrambled
(গ) Mote
(ঘ) Similar
(ক) verb
(খ) noun
(গ) adverb
(ঘ) adjective
৩৩। I wish I --- a king
(ক) was
(খ) am
(গ) is
(ঘ) were
৩৪। What is the verb of the word 'antagonism'?
(ক) Antagonistic
(খ) Antagonistically
(গ) Antagonise
(ঘ) Antagonisely
৩৫। If you read, you will learn. This sentence is a ---
(ক) simple
(খ) complex
(গ) compound
(ঘ) negative
৩৬। We had tasty and ---- meals.
(ক) nutritious
(খ) nutritional
(গ) nutritive
(ঘ) nutrient
(ক) an one-eyed
(খ) an one eye
(গ) a one-eye
(ঘ) a one-eyed
৩৮। At last the beast in him got — upper hand.
(ক) an
(খ) a
(গ) the
(ঘ) No article
(ক) imprisonment
(খ) freedom
(গ) death penalty
(ঘ) misery
৪০। One who is specialist in heart and its diseases is ----
(ক) a cardiologist
(খ) a neurologist
(গ) an ophthalmologist
(ঘ) a pharmacologist
৪১। The river has --- its banks.
(ক) overflown
(খ) overflowed
(গ) overflew
(ঘ) overloaded
৪২। 'Flora' means___
(ক) elaborate decoration with flowers
(খ) all the flowers of an area
(গ) a garland of flowers
(ঘ) the plants of a particular area
(ক) was
(খ) were
(গ) have been
(ঘ) are
৪৪। The word 'walking' in the sentence 'Walking is good for health' is___
(ক) a participle
(খ) a gerund
(গ) an adjective
(ঘ) an object
(ক) there is some hope
(খ) there is ample hope
(গ) there is no hope
(ঘ) none of the above
৪৬। No man can — alone.
(ক) lives
(খ) live
(গ) lived
(ঘ) living
(ক) has passed
(খ) have passed
(গ) pass
(ঘ) passed
৪৮। Who is known as 'the poet of nature' in English literature?
(ক) Lord Tennyson
(খ) John Milton
(গ) William Wordsworth
(ঘ) John Keatsaus
(ক) He wished Mr. Kamal good morning
(খ) He has wised Mr. Kamal good morning
(গ) He said Mr. Kamal good morning
(ঘ) He told Mr. Kamal good morning
৫০। The word 'Lunar' is related to___
(ক) moon
(খ) sun
(গ) earth
(ঘ) light
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
৫২। ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত?
(ক) ১১১৫ মার্কিন ডলার
(খ) ১১৯০ মার্কিন ডলার
(গ) ১৩১৪ মার্কিন ডলার
(ঘ) ১০৪৪ মার্কিন ডলার
(ক) শীতলক্ষা
(খ) বুড়িগঙ্গা
(গ) ধরলা
(ঘ) বংশী
৫৪। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?
(ক) ফখরুদ্দিন মােবারক শাহ
(খ) ইলিয়াস শাহ
(গ) মুহম্মদ ঘুরি
(ঘ) মুহাম্মদ বিন কাসিম
(ক) লর্ড ডালহৌসী
(খ) লর্ড কর্নওয়ালিস
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
৫৬। ৬ দফা আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘােষণা করা হয়?
(ক) ২৩ মার্চ ১৯৬৬
(খ) ২১ মে ১৯৬৬
(গ) ২৩ সেপ্টেম্বর ১৯৬৬
(ঘ) ২৩ অক্টোর ১৯৬৬
৫৭। বাংলাদেশের বৃহত্তর সেচ প্রকল্পের নাম কি?
(ক) মেঘনা ধনাগােদা সেচ প্রকল্প
(খ) উত্তর নারায়ণগঞ্জ বেড়িবাঁধ প্রকল্প
(গ) কপােতাক্ষ সেচ প্রকল
(ঘ) তিস্তা সেচ প্রকল্প
(ক) ড. মােহাম্মদ সিদ্দিকুল্লাহ
(খ) ড. কুদরাত-ই-খুদা
(গ) ড. মাকসুদুল আলম
(ঘ) ড. এ. আই মােস্তফা
৫৯। বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
(ক) ২৩ জুন ১৯৯৯
(খ) ২৬ জুন ২০০০
(গ) ২৩ জুন ২০০১
(ঘ) ২৬ জুন ২০০১
(ক) বুড়িগঙ্গা
(খ) শীতলক্ষা
(গ) যমুনা
(ঘ) কর্ণফুলী
(ক) ভােলা
(খ) বরিশাল
(গ) বাগেরহাট
(ঘ) লক্ষীপুর
৬২। জাফনা দ্বীপ কোথায়?
(ক) জাপান
(খ) শ্রীলংকা
(গ) মালদ্বীপ
(ঘ) ইন্দোনেশিয়া
(ক) Cyclone
(খ) Eye
(গ) Ear
(ঘ) Wind
৬৪। ব্লাক সেপ্টেম্বর কি?
(ক) একটি গােয়েন্দা সংস্থা
(খ) গেরিলা সংস্থা
(গ) রাজনৈতিক সংগঠন
(ঘ) একটি সন্ত্রাসী সংগঠন
(ক) ২৭টি
(খ) ২৮টি
(গ) ৩০টি
(ঘ) ২৫টি
৬৬। ন্যাটো (NATO)-তে কোন মুসলিম রাষ্ট্র সদস্য?
(ক) সৌদি আরব
(খ) ইরান
(গ) মিশর
(ঘ) তুরস্ক
৬৭। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মােট সদস্য সংখ্যা কত?
(ক) পাঁচ
(খ) দশ
(গ) পনের
(ঘ) বিশ
(ক) ফ্রান্স
(খ) যুক্তরাজ্য
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) পানামা
৬৯। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সংখ্যা কয়টি?
(ক) ১৩টি
(খ) ১৭টি
(গ) ১৫টি
(ঘ) ১৯টি
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) রাশিয়া
(ঘ) জার্মানি
(ক) বাংলাদেশ
(খ) ভারত
(গ) পাকিস্তান
(ঘ) শ্রীলংকা
৭২। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
(ক) তুরস্ক
(খ) ইরাক
(গ) মিশর
(ঘ) ইরান
(ক) ইকুয়েডর
(খ) আর্জেন্টিনা
(গ) ব্রাজিল
(ঘ) চিলি
৭৪। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়।
(ক) টোডা
(খ) দ্রাবিড়
(গ) সুর
(ঘ) আফ্রিদি
(ক) জাপান
(খ) ইন্দোনেশিয়া
(গ) তুরস্ক
(ঘ) উজবেকিস্তান
৭৬। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী গ্রহণ করে?
(ক) কার্বন
(খ) ক্যালসিয়াম
(গ) নাইট্রোজেন
(ঘ) অক্সিজেন
৭৭। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
(ক) শুক্র
(খ) মঙ্গল
(গ) বুধ
(ঘ) শনি
(ক) হিলিয়াম
(খ) হাইড্রোজেন
(গ) সালফারসি
(ঘ) নাইট্রোজেন
৭৯। কোনটি ভাইরাসজনিত রােগ নয়?
(ক) জন্ডিস
(খ) ডেঙ্গ
(গ) হাম
(ঘ) বসন্ত
.
(ক) গ্লাইকোজেন
(খ) লাইপেজ
(গ) ইনসুলিন
(ঘ) এ্যামিনাে এসিড
(ক) ডাব
(খ) শস্যদানা
(গ) ভােজ্যতেল
(ঘ) দুধ
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....