Introduce Yourself tips for Viva
প্রথমে অনুমতি নিবেন ভিতরে প্রবেশের জন্য। যদি আপনি ইংরেজিতে ভালো কথা বলতে পারেন তবে ইংরেজিতেই অনুমতি নেবেন, কেননা, ভিতরে প্রবেশের সময় ইংরেজিতে বললে ওনারাও ইংরেজিতে অনুমতি দেবেন, অতপরঃ ইংরেজিতেই প্রশ্ন শুরু করার একটা ঝোক থাকে।
- আসতে পারি স্যার?
- (May I coming, sir?)
এরপর বসতে বললে বসবেন, না বললে দাড়িয়েই থাকবেন, খুব বেশি সমস্যা হলে অনুমতি চাইবেন বসবার জন্য। অনেক সময় বসার চেয়ার টেবিলের দিকে ঠোকানো থাকে, সেক্ষেত্রে চেয়ারটা পিছন দিকে টান দিয়ে বসবেন, টান দেয়া সম্ভব না হলে যতটা সম্ভব টেবিল না ছুয়ে বসার চেষ্টা করবেন
অতপর কাধে ব্যাগ থাকলে তা নামিয়ে কোলে রাখবেন, টেবিলে রাখবেননা।
ইন্টারভিউতে বাংলায় প্রশ্ন করা হলে বাংলায় উত্তর দিতে হবে এবং ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর করতে হবে। ইন্টারভিও টেবিলে যদি দুই বা ততোধিক ব্যাক্তি থাকেন তবে কথার মধ্যে এর ওর দিকে ঘুরে ফিরে তাকাবেন। তবে যার প্রশ্নের উত্তর দেবেন তার দিকে তাকিয়েই উত্তর দেবেন, উত্তর শেষে অন্যদের দিকে তাকাবেন। কোনো কোনো প্রশ্নের উত্তর অনেকটা দীর্ঘ বা লম্বা হয় (যেমনঃ "Introduce Yourself") , সেক্ষেত্রে অন্যদের দিকেও তাকাবেন। তবে মনে রাখবেন চোখের ব্যালেন্স রাখতে গিয়ে মূল প্রশ্নের উত্তর যেন ভুলে না যান। সম্ভব না হলে চোখের ব্যালেন্স রাখার প্রয়োজন নেই।
এখন আমি শুধু মাত্র Introduce Yourself (আপনার সম্পর্কে বলুন ) এর উপর কিছু দিক নির্দেশনা তুলে ধরবো।
প্রশ্নঃ Introduce Yourself অথবা, Tell me something about you. অথবা, আপনার সম্পর্কে বলুন
উত্তরঃ অবশ্যই সহজভাবে উত্তর দেবেন এক্ষেত্রে একটি পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করবেন।⇊
Place
⇊
Highest Qualification
⇊
Skills and Experience
⇊
Family Background
⇊
Hobbies
⇊
That's all About me sir.
Name:
I am Sadia Akter.
or, My Name is Sadia Akter.
or, আমি সাদিয়া আক্তার
Place: I am from Rangpur. (আমি রংপুর থেকে এসেছি)
Note: ঠিকানা বলার ক্ষেত্রে শুধুমাত্র নিজ জেলার নাম বলবেন। গ্রাম, পোস্ট, থানা এসব বলার প্রয়োজন নেই
Highest Qualification: আপনার সবচেয়ে বড় ডিগ্রীটা বলবেন। SSC, HSC এর কথা বলার দরকার নেই।
II graduated in 2018 from Bardem Nursing College in B. Sc Nursing and I am a Registered Nurse.
or, I successfully completed Diploma in Nursing Science and Midwifery from Rangpur Nursing Institute in 2018 and I am a Registered Nurse.
or I have recently done my B.Sc / Diploma in Nursing from ............. .........
Skills and Experience: অনেকের নার্সিং এর ওপর অথবা নার্সিং রেলাটেড বিভিন্ন কোর্স করা থাকে সেগুলো বলবেন এবং Experience বলবেন। যাদের নেই তাদের কিছু বলতে হবেনা।
or, I have good knowledge on Computer use. I have 2 years of Experience in the nursing profession
or, I have some training such as breastfeeding counselor training, hand wash training and I have 2 years of working experience in Nursing.
or, I have experience of 2 years on nursing.
or, I am Carrying Experience of 2 years on nursing
Family Background: নিজের ফ্যামেলি সম্পর্কেতো বলতেই হবে। ফ্যামিলিতে যদি কোনো নার্স থেকে থাকে তবে তার কথা আলাদাভাবে উল্লেখ করে বলবেন, না থাকলে কারো নাম উল্লেখ করার দরকার নেই।
If I talk about my Family, we are 4 member in my family and my elder sister is also a professional nurse
or, In my family background, we are 4 member.
Hobies: নার্সিং প্রফেশনের সাথে maching হয় এমন কোনো হবি আপনার থাকলে বলবেন, না থাকলে, উল্টা পাল্টা কিছু বলার দরকার নেই।
I have a couple of hobbies. If I mention my hobbies.. I have fond of reading books, writing diary etc.
সর্বশেষ বলবেন That's all About me sir.
Sir, I am Sadia Akter. I am from Rangpur. I successfully completed my Diploma in Nursing Science & Midwifery from Rangpur Nursing Institute in 2018 & I am a registered nurse. I have some training such as breastfeeding counselor training, hand wash training and I have 2 years of Working experience in Nursing. In my family background, we are 4 members. I have a couple of hobbies. If I mention my hobbies.. I have fond of reading books, writing diary etc.
That's all About me sir.
That's all About me sir.