পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী ২০১৫
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের
১। ‘মসনদের মােহ’ নাটকটির রচয়িতা কে?
৩। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
৫। ইত্যাদি কোন সমাস?
৭। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ কার রচনা?
৯। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
১১। কোনটি নাটক?
১৩। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
১৫। ‘বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
২০। Tareq was a bright student. বাক্যটিতে bright শব্দটি কোন পদ?
২২। He was asked to --- a doctor.
২৪। Instead of 'continue', we can say---
২৬। Noun form of 'Deny' is ----
২৮। How gerund is formed?
৩০। কোনটি Abstract noun?
৩২। He is ___ FRCS. শূন্যস্থানের উপযুক্ত article কোনটি?
৩৭। দক্ষিণ তালপট্টি কোন নদীর মােহনায় অবস্থিত?
৩৯। নরওয়ের মুদ্রার নাম ---
৪৩। ‘কবর’ কবিতার লেখক কে?
৪৫। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা—
৪৭। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
৪৯। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
৫১। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনাে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ প্রশ্ন
পরীক্ষার তারিখ : ৩০.০১.২০১৫;
১। ‘মসনদের মােহ’ নাটকটির রচয়িতা কে?
(ক) আকবর উদ্দীন
(খ) ইব্রাহীম খাঁ
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) শাহাদৎ হােসেন
২। কোনটি শুদ্ধ বানান?
(ক) দধিচি
(খ) দধিচী
(গ) দধীচি
(ঘ) দধীচী
(ক) প্রাদি সমাস
(খ) নিত্য সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
(ঘ) অলুক সমাস
৪। ‘যা অধ্যয়ন করা হয়েছে'- এক কথায় কী হবে?
(ক) পঠিত
(খ) অধীত
(গ) অধ্যয়িত
(ঘ) অধ্যায়িত
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) কর্মধারয়
(ঘ) বহুব্রীহি
৬। ‘সূর্যদীঘল বাড়ী’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) জহির রায়হান
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) আবু ইসহাক
(ঘ) অন্নদাশঙ্কর রায়
(ক) দীনেশ চন্দ্র সেন
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন
৮। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) রক্তকরবী
(ক) মােহাম্মদ নাসিরউদ্দীন
(খ) আবুল কালাম শামসুদ্দীন
(গ) কাজী আব্দুল ওদুদ
(ঘ) সিকান্দার আবু জাফর
১০। কোনটি কাব্যগ্রন্থ?
(ক) কবিতা
(খ) কাব্য পরিক্রমা
(গ) কয়েকটি কবিতা
(ঘ) বাঙলার কাব্য
(ক) কর্তার ইচ্ছায় কর্ম
(খ) গড্ডালিকা
(গ) পল্লী সমাজ
(ঘ) সাজাহান
১২। কোনটি কাব্যগ্রন্থ?
(ক) শেষ প্রশ্ন
(খ) শেষ লেখা
(গ) শেষের কবিতা
(ঘ) শেষের পরিচয়
(ক) রাজবন্দীর জবানবন্দী
(খ) ব্যথার দান
(গ) অগ্নিবীণা
(ঘ) নবযুগ
১৪। সংশপ্তক কার রচনা?
(ক) মুনীর চৌধুরী
(খ) শহীদুল্লা কায়সার
(গ) জহির রায়হান
(ঘ) শওকত ওসমান
(ক) নীহাররঞ্জন রায়
(খ) আর. সি. মজুমদার
(গ) অধ্যাপক আব্দুল করিম
(ঘ) অধ্যাপক সুনীতি সেন
১৬। ‘একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
(ক) হাসান হাফিজুর রহমান
(খ) বেগম সুফিয়া কামাল
(গ) মুনীর চৌধুরী
(ঘ) আবুল বরকত
১৭। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৩৫৫ বঙ্গাব্দে
(গ) ১৯৫২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৩৫২ বঙ্গাব্দে
১৮। The correct spelling is---
(ক) Dilemma
(খ) Dillema
(গ) Dellima
(ঘ) Delemma
১৯। She sympathized ---- me. শূন্যস্থানের জন্য উপযুক্ত Preposition কোনটি?
(ক) to
(খ) at
(গ) with
(ঘ) in
(ক) noun
(খ) adjective
(গ) adverb
(ঘ) verb
২১। কোনটি Reflexive pronoun?
(ক) each
(খ) Who
(গ) myself
(ঘ) he
(ক) call off
(খ) call out
(গ) call up
(ঘ) call in
২৩। 'Syntax' means ---
(ক) Manner of speach
(খ) Sentence building
(গ) Supplementary tax
(ঘ) Synchronizing act
(ক) Carry on
(খ) Carry out
(গ) Carry off
(ঘ) Carry away
২৫। 'Bring to book' এর অর্থ হচ্ছে—
(ক) Rebuke
(খ) Valueless person
(গ) Books which are lost
(ঘ) Book written by famous writer
(ক) Denial
(খ) Deniable
(গ) Refuse
(ঘ) Deny
২৭। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) Paper is made of wood.
(খ) Paper is made by wood.
(গ) Paper is made from wood.
(ঘ) Paper is made with wood.
(ক) Verb+ing
(খ) Preposition+ing
(গ) Noun+ing
(ঘ) Adjective+ing
২৯। The up train is late. এখানে up শব্দটি___
(ক) Noun
(খ) Pronoun
(গ) Adverb
(ঘ) Adjective
(ক) Man
(খ) Jury
(গ) Long
(ঘ) Height
৩১। Do you know them? বাক্যের passive form হচ্ছে___
(ক) Are they known with you?
(খ) Are they known to you?
(গ) Is they known to you?
(ঘ) Are they known by you?
(ক) an
(খ) a
(গ) the
(ঘ) no article
৩৩। Scanty-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) Limited
(খ) Unlimited
(গ) Inflation
(ঘ) Bounded
৩৪। Which of the following word is singular?
(ক) Physics
(খ) Roofs
(গ) Bushes
(ঘ) Boxes
৩৫। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
(ক) ৭ মার্চ ১৯৭৩
(খ) ১০ মার্চ ১৯৭৩
(গ) ১৭ মার্চ ১৯৭৩
(ঘ) ১১ এপ্রিল ১৯৭৩
৩৬। বাংলাদেশ OIC-র সদস্য হয় কোন সালে?
(ক) ১৯৭৩
(খ) ১৯৭৪
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৬
(ক) তেতুলিয়া
(খ) নাফ
(গ) আড়িয়ালখাঁ
(ঘ) হাঁড়িয়াভাঙ্গা
৩৮। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন---
(ক) ফখরুদ্দিন মােবারক শাহ
(খ) ইলিয়াস শাহ
(গ) সম্রাট আকবর
(ঘ) সম্রাট বাবর
(ক) গিন্ডার
(খ) ইউরাে
(গ) ক্রোন
(ঘ) লিরা
৪০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
(ক) ১৭ জানুয়ারি
(খ) ১৭ ফেব্রুয়ারি
(গ) ১৭ মার্চ
(ঘ) ১৭ এপ্রিল
৪১। লন্ডনে BBC-এর প্রধান কার্যালয়ের নাম—
(ক) হােয়াইট হল
(খ) ব্যকিংহাম প্যালেস
(গ) ভিক্টোরিয়া প্যালেস
(ঘ) বুশ হাউজ
.
৪২। বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
(ক) সপ্তম
(খ) অষ্টম
(গ) নবম
(ঘ) দশম
(ক) মুনীর চৌধুরী
(খ) জীবনানন্দ দাস
(গ) জসিমউদ্দীন
(ঘ) কাজী নজরুল ইসলাম
৪৪। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ লাভ করেন কোন সালে?
(ক) ১৯৯৪
(খ) ১৯৯৫
(গ) ১৯৯৩
(ঘ) ১৯৯৬
(ক) ৩০টি
(খ) ২৫টি
(গ) ৪৫টি
(ঘ) ৫০টি
৪৬। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
(ক) ভিটামিন-সি
(খ) ভিটামিন-বি
(গ) ভিটামিন-কে
(ঘ) ভিটামিন-ডি
(ক) নজরুল ইসলাম
(খ) আবদুল গফফার চৌধুরী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুকুমার রায়
৪৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়—
(ক) ১০ এপ্রিল-১৯৭১
(খ) ১৭ এপ্রিল-১৯৭১
(গ) ৭ মার্চ-১৯৭১
(ঘ) ২৬ মার্চ-১৯৭১
(ক) লােহা
(খ) পারদ
(গ) প্লাটিনাম
(ঘ) নিকেল
৫০। বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান কার্যালয় কোথায়?
(ক) রােমে
(খ) প্যারিসে
(গ) জেনেভায়
(ঘ) শিকাগােতে
(ক) ৭ নং সেক্টর
(খ) ১০ নং সেক্টর
(গ) ৩ নং সেক্টর
(ঘ) ১ নং সেক্টর
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....