'পিপিলীকা পরিশ্রমী' বাক্যের সঠিক ইংরেজী কোনটি?
(ক) An ant is industrious
(খ) The ant is industrious
(গ) Ant is industrious
✓ (ঘ) Ants are industrious
ব্যাখ্যা:
(ক) An ant is industrious অর্থ একটি পিপিলীকা পরিশ্রমী
(খ) The ant is industrious অর্থ পিপিলীকাটি পরিশ্রমী ( একটি পিপিলীকাকে বুঝাচ্ছে)
(গ) Ant is industrious, এখানেও একটি পিপিলীকার কথাই বলা হচ্ছে।
কিন্তু প্রশ্নে উল্লেখ করা নেই, একটি পিপিলীকা নাকি সকল পিপিলীকা। কিন্তু বলা হয়েছে 'পিপিলীকা পরিশ্রমী' এটি একটি চিরন্তন সত্য কথা। যেকারণে এখানে একটি পিপিলীকাকে না বুঝিয়ে সকল পিপিলীকাকে ইঙ্গিত করা হচ্ছে।
সুতরাং অপশন (ঘ) Ants are industrious সঠিক উত্তর হবে। এখানে শাব্দিক অর্থ পিপিলীকারা পরিশ্রমী কিন্তু ভাবার্থ হলো: পিপিলীকা পরিশ্রমী। যদি পরীক্ষায় The ants are industrious থাকে তবে সেটিও সঠিক হবে।
======================
বিগতসালের প্রশ্ন: (Bsmmu-11)