BSMMU নিয়োগ পরীক্ষা ২০১৯ থেকে ১৬ টি টেকনিক্যাল প্রশ্ন
১। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়ােজন নেই (BSMMU-19)
৩। মূত্র তৈরী হয় কোথায়? (BSMMU-19)
৫। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত? (BSMMU-19)
৭। যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে? (BSMMU-19)
৯। মানবদেহের সঠিক তাপমাত্রা নিচের কোনটি? (BSMMU-19)
১১। মানবদেহের সবচেয়ে লম্বা হাড় কোনটি? (BSMMU-19)
১৪। লাইভ ভ্যাকসিন নিচের কোনাট (BSMMU-I9)
(ক) ক) অণুচক্রিকা
(খ) হরমােন
(গ) প্রথােম্ববিন
(ঘ) ফিব্রিনােজেন
২। মায়ের বুকের দুধে নিচের কোন এন্টিবডি থাকে? (BSMMU-19)
(ক) IgA
(খ) IgG
(গ) IgE
(ঘ) IgD
(ক) যকৃতে
(খ) বৃক্ক
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা
৪। কলেরা বা ডায়েরিয়ায় রােগীকে খাবার স্যালাইন দেয়া হয় কেন? (BSMMU-19)
(ক) ডায়েরিয়ায় প্রতিরােধ করার জন্য
(খ) পানির ঘাটতি পূরণের জন্য
(গ) দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
(ঘ) শক্তি বৃদ্ধির জন্য
(ক) ডিম এর শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
(খ) বরফ বা পরিষ্কার কলের পানি দেয়া
(গ) লবণ পানি দেয়া
(ঘ) নারিকেলের তেল দেয়া
৬। কোন বয়সের শিশুকে Neonate বলে? (BSMMU-19)
(ক) ২৮ দিন
(খ) ৭ থেকে ৬০ দিন
(গ) ৫০-৯০ দিন
(ঘ) ১-৩ বছরের উপর
(ক) রবার্ট কচ
(খ) লুই পাস্তুর
(গ) লিয়েন হুক
(ঘ) লোনাল্ড রস
৮। সাধারণত নাভিতে কতটি ধমনী ও শিরা থাকে? (BSMMU-19)
(ক) ১ টি ধমনী ও ২ টি শিরা
(খ) ২ টি ধমনী ও ১ টি শিরা
(গ) ১ টি ধমনী ও ১ টি শিরা
(ঘ) কোনটিই নয়
(ক) ৯৫ ডিগ্রি ফারেনহাইট
(খ) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
(গ) ৯৯ ডিগ্রি ফারেনহাইট
(ঘ) ৯৭.৮ ডিগ্রি ফারেনহাইট
১০। ইনসুলিন উৎপাদন হয় কোন গ্রন্থি থেকে (BSMMU-19)
(ক) যকৃত থেকে
(খ) পিটুইটারি গ্রন্থি থেকে
(গ) অগ্ন্যাশয় থেকে
(ঘ) থাইরয়েড গ্রন্থি থেকে
(ক) আলনা
(খ) ফিমার
(গ) হিউমেরাস
(ঘ) টিবিয়া
১২। কখন আপনি গ্লাভস ব্যবহার করবেন ? (BSMMU-19)
(ক) ফিডিং খাওয়ানাের পূর্বে
(খ) কাজ করার পর
(গ) হাত ধােয়ার পরে
(ঘ) যখন-তখন ব্যবহার করা যাবে
১৩। এক জন মিডওয়াইফ হিসেবে ফিটাল ডিসট্রেস কিভাবে সনাক্ত করবে? (BSMMU-19)
(ক) বাচ্চার নড়াচড়া কমে গেলে
(খ) পরিষ্কার লাইকার দেখে
(গ) মিউকনিয়াম স্টেইন লাইকার দেখে
(ঘ) কোনটিই নয়
(ক) কলেরা
(খ) হেপাটাইটিস
(গ) বিসিজি
(ঘ) মামস
১৫। ইন্ট্রাডারমাল- কোন ভ্যাকসিন দেয়া হয়? (BSMMU19)
(ক) হেপাটাইটিস
(খ) কলেরা
(গ) বিসিজি
(ঘ) মামস
১৬। লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল (BSMMU -19)
(ক) ১০ দিন
(খ) ১৩০ দিন
(গ) ১২০ দিন
(ঘ) ১৫ দিন