We sleep with the windows open - it's very cold.
(ক) Whenever
(খ) unless
(গ) because
✓ (ঘ) yet
ব্যাখ্যা:
We sleep with the windows open - it's very cold. এর বাংলা অর্থ: আমরা জানালা খোলা রেখে ঘুমাই __ এটা খুব ঠান্ডা।
এই বাক্যে দুইটি অংশ রয়েছে। কিন্তু দুইটি অংশ আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে। আমরা জানি যখন গরম পড়ে তখন আমরা জানালা খোলা রাখি। কিন্তু এখানে খুব ঠান্ডায় খোলা রাখার কথা বলছে। অর্থাৎ বাক্যটিতে দুটি বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে।
আমরা জানি দুটি বিপরিতার্থক clause যুক্ত করতে yet ব্যাবহার করা হয়। এখানে conjunction হিসাবে yet ব্যাবহৃত হবে।
তখন বাক্যটির অর্থ দাড়াবে: খুব ঠান্ডা থাকা সত্ত্বেও (yet) আমরা জানালা খোলা রেখে ঘুমাই।
======================
বিগতসালের প্রশ্ন: কারা অধিদপ্তরের ডিপ্লোমা নার্স নিয়োগ পরীক্ষা ২০১৭