Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (মানবদেহ ও দেহের তন্ত্র)
(Part - 3).... Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ মানবদেহ ও দেহের তন্ত্র। Part - 3 তে মোট প্রশ্ন রয়েছে ৫৫টি। পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
৩। Arterial wall consists of— (Bsmmu-20)
৬। প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন অংশে? (Bsmmu-20)
৯। হার্ট এর কোন প্রকোষ্টে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে? (Bsmmu-20)
১০। Umblical cord এ কয়টি vessel থাকে? (Bsmmu-20)
১২। নীচের কোনটি Cranial Nerve দিয়ে আমরা কোন কিছুর ঘ্রাণ পাই? (Bsmmu-20)
১৪। মানুষের শরীরে কতভাগ পানি? (Bsmmu-20)
১৮। কোন গ্রুপের রক্তে A ও B উভয় ধরনের এন্টিবডি থাকে? (Bsmmu-20)
২৬। মানবদেহের সঠিক তাপমাত্রা নিচের কোনটি? (BSMMU-19)
২৮। মানবদেহের সবচেয়ে লম্বা হাড় কোনটি? (BSMMU-19)
৩২। WBC- তে কোন উপাদান বেশি থাকে? (Bsimmu-16)
৩৪। RBC-এর কাজ নয় কোনটি? (Bsmmu-16)
৩৬। Stroke-এর রােগীকে কোন Position-এ রাখতে হয়? (Bsmmu-16)
৩৮। ঘনঘন শ্বাস নেওয়া কোন রােগের লক্ষণ? (Bsmmu-16)
৪০। Following infection can be transferred through transfusion? (Bsmmu-13)
৪২। Normal birth weight of a newborn is? (Bsmmu-11)
৪৪। Risk factor for deep vein thrombosis? (Bsmmu-13)
৪৯। Complication of urinary catheter is? (Bsmmu-13)
৫১। How many numbers of cranial nerve present in our body? (Bsmmu-13)
৫৩। Stridor or abnormal breathing sound is found in a post-operative patient in - (Bsmmu-13)
৫৫। Longest bone of the body (Bsmmu-13)
৫৭। The longest bone in the body is-- (Bsmmu-12)
৫৯। স্ত্রী মানবদেহে শতকরা কতভাগ পানি থাকে? (Bsmmu-11)
৬১। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? (Bsmmu-10)
৬৬। Which one is the symptoms of difficulty in breathing? (Bsmmu-11)
৬৮। Pneumohydrothorax means? (Bsmmu-11)
৭২। ABC of resuscitation stands for-(Bsmmu-10)
৭৪। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
৭৬। Which one cannot used with antacid? (Bsmmu-10)
৭৮। Antiemetics drug is-- (Bsmmu-10)
৮০। Organ can not be transplanted still-- (Bsmmu-10)
৮২। Pneumothorax is -(Bsmmu-10)
৮৪। Anatomy is the branch of medical science which deals with? (Bsmmu-10)
⏪ Prev | Part - 2 মানবদেহ ও দেহের তন্ত্র |
Next ⏩ |
১। কোনটি মানব দেহের জন্য ভাল কোলেষ্টেরল? (Bsmmu-20)
(ক) VLDL
(খ) LDL
(গ) Triglyceride
(ঘ) HDL
২। নীচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক? (Bsmmu-20)
(ক) Crude death rate
(খ) Infant mortality rate
(গ) Maternal mortality rate
(ঘ) Health service utilization rate
(ক) one layer
(খ) two layer
(গ) three layer
(ঘ) four layer
৪। কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে? (Bsmmu-20)
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) লাইসােজম
(ঘ) কোষ গহবর
৫। প্রারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযােগকারী সুচারের নাম— (Bsmmu-20)
(ক) করােনাল
(খ) স্কোয়ামাস
(গ) প্যারেইটাল
(ঘ) ল্যাম্বডয়ড
(ক) গ্যালাকটোজ
(খ) গ্লুকোজ
(গ) গ্লুটামিন
(ঘ) গ্লাইকোজেন
৭। স্নায়ুতন্ত্রের এককের নাম কি? (Bsmmu-20)
(ক) নেফ্রন
(খ) নিউরন
(গ) কিউটিকল
(ঘ) ম্যাটিক্স
৮। মহিলাদের কত বৎসর বয়সে Pap smear স্ক্রিনিং করা উচিত? (Bsmmu-20)
(ক) ২১ বছর বয়সে
(খ) ৩০ বৎসর বয়সের পরে
(গ) ১৮ বৎসর বয়সের নীচে
(ঘ) ৪০ বৎসর বয়সে
(ক) বাম অলিন্দ
(খ) ডান অলিন্দ
(গ) বাম নিলয়
(ঘ) ডান নিলয়
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
১১। মানবদেহ এর Ph স্বাভাবিক কত? (Bsmmu-20)
(ক) ৭.২০-৭.৩০
(খ) ৭.৩৫-৭.৪৫
(গ) ৭.৫০-৭.৬০
(ঘ) ৭.১৫-৭.২৫
(ক) Facial
(খ) Hypoglossal
(গ) Olfactory
(ঘ) Trochlear
১৩। গ্লাসগাে কোমা স্কেলের সবােচ্চ স্কোর কত? (Bsmmu-20)
(ক) ১৫
(খ) ০৯
(গ) ০৩
(ঘ) ০৬
(ক) প্রায় ৫০ ভাগ
(খ) প্রায় ৭০ ভাগ
(গ) প্রায় ৬০ ভাগ
(ঘ) প্রায় ৮০ ভাগ
১৫। Oxytocin is a hormone release from— (Bsmmu-20)
(ক) the thyroid gland
(খ) the adrenal gland
(গ) the pituitary gland
(ঘ) the thymus
১৬। মানবদেহের কশেরুকার সংখ্যা কয়টি? (Bsmmu-20)
(ক) ৩২ টি
(খ) ৩৩ টি
(গ) ৩৪ টি
(ঘ) ৩৫ টি
১৭। রক্তে অনুচক্রিকা এর কাজ কি? (Bsmmu-20)
(ক) অক্সিজেন পরিবহণ
(খ) সংক্রমণ প্রতিরােধ
(গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা
(ঘ) রক্তের পি এইচ এর পরিমাণ নির্ধারণ করা
(ক) A
(খ) B
(গ) O
(ঘ) AB
১৯। Core temperature কোথায় দেখা হয়? (Bsmmu-20)
(ক) মুখ গহ্বর
(খ) বগল
(গ) মলদ্বার
(ঘ) কুচকি
২০। what is the commonest site of bed sore? (Bsmmu-20)
(ক) Thigh
(খ) Abdomen
(গ) Back
(ঘ) Secrum
২১। লুপ অফ হেনলি মানব শরীরের কোন অঙ্গের অংশ? (Bsmmu-20)
(ক) নিউরন
(খ) নিউক্লিয়াস
(গ) নেফ্রন
(ঘ) যকৃত
২২। মানব দেহের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমােজমের সংখ্যা কত? (Bsmmu-20)
(ক) ২৩ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ১ জোড়া
(ঘ) ২ জোড়া
২৩। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়ােজন নেই (BSMMU-19)
(ক) ক) অণুচক্রিকা
(খ) হরমােন
(গ) প্রথােম্ববিন
(ঘ) ফিব্রিনােজেন
২৪। মূত্র তৈরী হয় কোথায়? (BSMMU-19)
(ক) যকৃতে
(খ) বৃক্ক
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা
২৫। সাধারণত নাভিতে কতটি ধমনী ও শিরা থাকে? (BSMMU-19)
(ক) ১ টি ধমনী ও ২ টি শিরা
(খ) ২ টি ধমনী ও ১ টি শিরা
(গ) ১ টি ধমনী ও ১ টি শিরা
(ঘ) কোনটিই নয়
(ক) ৯৫ ডিগ্রি ফারেনহাইট
(খ) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
(গ) ৯৯ ডিগ্রি ফারেনহাইট
(ঘ) ৯৭.৮ ডিগ্রি ফারেনহাইট
২৭। ইনসুলিন উৎপাদন হয় কোন গ্রন্থি থেকে (BSMMU-19)
(ক) যকৃত থেকে
(খ) পিটুইটারি গ্রন্থি থেকে
(গ) অগ্ন্যাশয় থেকে
(ঘ) থাইরয়েড গ্রন্থি থেকে
(ক) আলনা
(খ) ফিমার
(গ) হিউমেরাস
(ঘ) টিবিয়া
২৯। লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল (BSMMU -19)
(ক) ১০ দিন
(খ) ১৩০ দিন
(গ) ১২০ দিন
(ঘ) ১৫ দিন
৩০। রক্তে কোন উপাদান কম থাকলে Hypokalemia বলে? (Bsmmu-16)
(ক) Potassium(খ) Calcium(গ) Sodium(ঘ) None
উত্তর: ??
৩১। Vital sign-এর কোনটি নার্স দেখেনা-- (Bsmmu-16)
(ক) Temperature(খ) Pulse(গ) Blood pressure(ঘ) Intracranial pressure
উত্তর: ??
(ক) Basophil(খ) Neutrophil(গ) Lymphocyte(ঘ) Monocyte
উত্তর: ??
৩৩। কিসের কারণে রক্ত জমাট বাধে? (Bsimmu-16)
(ক) ফাইব্রিনােজেন(খ) লােহিত কণিকা(গ) রক্তরস(ঘ) কোনটি নয়
উত্তর: ??
(ক) Water balance(খ) Maintain temperature(গ) Maintain BP(ঘ) কোনটিই নয়
উত্তর: ??
৩৫। রক্ত দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে Immediately কি করতে হয়? (Bsmmu-16)
(ক) Stop BT(খ) Dexamethasone(গ) Phenergan(ঘ) None
উত্তর: ??
(ক) Fowler's Position(খ) Supine Position(গ) Lateral Position(ঘ) Semi-fowler's position
উত্তর: ??
৩৭। Pneumonia-এর Symptoms কোনটি? (Bsmmu-16)
(ক) Chill & rigor(খ) Vomiting & Convulsion(গ) High fever(ঘ) All of above
উত্তর: ??
(ক) Pneumonia(খ) Pneumothorax(গ) Tuberculosis(ঘ) None
উত্তর: ??
৩৯। What is normal fetal heart rate? (Bsmmu-13)
(ক) 130-200 b/min(খ) 120-190 b/min(গ) 80-120 b/min(ঘ) 110-160 b/min
উত্তর: ??
(ক) Tuberculosis(খ) Enteric fever(গ) Leprosy(ঘ) Hepatitis C virus
উত্তর: ??
৪১। About blood pressure measurement? (Bsmmu-13)
(ক) Systolic pressure measured by palpation(খ) Sphygmomanometer is not always essential(গ) Cuff pressure should be raised about 80-100 mm of Hg abov(ঘ) Cuff size in adult and children are not different
উত্তর: ??
(ক) 2500gm-3999gm(খ) >4000 gm(গ) 1800 gm(ঘ) 1550gm – 2499 gm
উত্তর: ??
৪৩। Normal serum potassium level? (Bsmmu-13)
(ক) 2.5 to 3.5 mmol/l(খ) 3.5 to 5 mmol/l(গ) 5.5 to 7 mmol/l(ঘ) 1.5 to 3.5 mmol/l
উত্তর: ??
(ক) Early mobilization(খ) Aspirin(গ) Young age(ঘ) Oral contraceptive pills
উত্তর: ??
৪৫। Condition in which tube feeding is mandatory? (Bsmmu-13)
(ক) Coma(খ) Pyrexia(গ) Jaundice(ঘ) Malnutrition
উত্তর: ??
৪৬। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ - (Bsmmu-13)
(ক) ত্বক(খ) চোখ(গ) যকৃত(ঘ) কিডনি
উত্তর: ??
৪৭। Which gland secrets thyroxin? (Bsmmu-13)
(ক) Pituitary gland(খ) Hypothalamus(গ) Adrenal gland(ঘ) Thyroid gland
উত্তর: ??
৪৮। What is the normal level of serum creatinine? (Bsmmu-11,13)
(ক) 10-20 ugm/L(খ) 5-17 mmg/ml(গ) 0.8-1.2 mg/dl(ঘ) 70-150 mmol/l
উত্তর: ??
(ক) Urinary tract infection(খ) Deep vein thrombosis(গ) Injury to the bladder(ঘ) Sepsis
উত্তর: ??
৫০। Normal level of serum creatinine is (Bsmmu-11, 13)
(ক) 0.4 to 1.2 mg/dl(খ) 1.2-2 mg/dl(গ) 2-1.8 mg/dl(ঘ) 2.8-3.5 mg/dl
উত্তর: ??
(ক) 12 pairs(খ) 12 numbers(গ) 31 pairs(ঘ) 10 pairs
উত্তর: ??
৫২। What is the first management of a neonate found to be apnocic? (Bsmmu-13)
(ক) Oxygen inhalation(খ) Bag and mask ventilation(গ) Injection dexamethasone(ঘ) Tactile stimulation
উত্তর: ??
(ক) Pneumonia(খ) Pulmonary TB(গ) Chronic tonsillitis(ঘ) Foreign body in the upper airway tract
উত্তর: ??
৫৪। About chest drain management? (Bsmmu-13)
(ক) Bottle must be filled up with 200ml antiseptic solution(খ) Drain tube must be under 2 cm of water(গ) Clamp tube during change position(ঘ) Bottle must keep at chest level
উত্তর: ??
(ক) Humerus(খ) Tibia(গ) Femur(ঘ) Radius
উত্তর: ??
৫৬। Which area of the body more prone to bed sore? (Bsmmu-13)
(ক) Abdomen(খ) Sacrum(গ) Scrotum(ঘ) Thigh
উত্তর: ??
(ক) Tibia(খ) Fibula(গ) Femur(ঘ) vetebrae
উত্তর: ??
৫৮। Most of the haman body is made of-- (Bsmmu-12)
(ক) Oxygen, Hydrogen, carbon(খ) Hydrogen, corbon, nitrogen(গ) Carbon, oxygen, nitrogen(ঘ) Carbon, nitrogen, calcium
উত্তর: ??
(ক) ৪৫ ভাগ(খ) ৫৫ ভাগ(গ) ৫৮ ভাগ(ঘ) ৭০ ভাগ
উত্তর: ??
৬০। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই?-(Bsmmu- 11)
(ক) হাতের(খ) পায়ের(গ) চোয়ালের(ঘ) পাকস্থলীর
উত্তর: ??
(ক) পায়ের(খ) চোখের(গ) হাতের(ঘ) পাকস্থলীর
উত্তর: ??
৬২। A baby is hypoglycemic when blood glucose? (Bsmmu- 11)
(ক) <2.5 mmol/L(খ) <5 mmol/L(গ) <7.5 mmol/L(ঘ) <2 mmol/L
উত্তর: ??
৬৩। নিউরন দিয়ে নিচের কোনটি গঠিত? (Bsmmu-11)
(ক) ফুসফুস(খ) গলাবলি(গ) পাকস্থলি(ঘ) মস্তিস্ক
উত্তর: ??
৬৪। বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ- (Bsmmu-11)
(ক) ২০.৬০% + ৭৭.১৬%।(খ) ২৩.৬% + ৭২.২৩%(গ) ১৮.৭৭% + ৭৯.৮৮%(ঘ) ২০.৬%+৭২.৮৮%
উত্তর: ??
৬৫। During chest drain management, tube must be--(Bsmmu-11)
(ক) Under water(খ) Under 10 cc of water(গ) Never cleaned(ঘ) X-Ray
উত্তর: ??
(ক) Cough(খ) Sputumn(গ) Pain(ঘ) Stridor
উত্তর: ??
৬৭। The structural and functional unit of lung is? (Bsmmu-11)
(ক) Trachea(খ) Nephron(গ) Bronchus(ঘ) Alveoli
উত্তর: ??
(ক) Air in lung(খ) Water and air in lung(গ) Water and air in plural cavity(ঘ) Water in thoracic cavity
উত্তর: ??
৬৯। জীবের গঠনগত ও কার্যকরী একক কে কি বলে? (Bsmmu-11)
(ক) কলা(খ) কোষ(গ) অঙ্গ(ঘ) তন্ত্র
উত্তর: ??
৭০। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? (Bsmmu-10,11)
(ক) নিউক্লিয়াস(খ) সেন্ট্রিওল(গ) সেন্ট্রোজোম(ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: ??
৭১। In primary trauma care, initial management of fracture is- (Bsmmu-11)
(ক) Internal fixation(খ) Closed reduction(গ) Internal fixation & closed reduction(ঘ) Immobilization
উত্তর: ??
(ক) Airway, Blood Pressure, Circulation(খ) Airway, Blood Pressure, Conversion(গ) Airway, Breathing, Circulation(ঘ) Airway, Breathing, Convulsion
উত্তর: ??
৭৩। Which one cannot used with antacid? (Bsmmu-10)
(ক) Ranitidine(খ) Famotidine(গ) Oxytetracycline(ঘ) Esomeprazole
উত্তর: ??
(ক) H. pylorie(খ) Infection(গ) Steroids intake(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??
৭৫। Antiemetics drug is-- (Bsmmu-10)
(ক) Ondansatrone(খ) Pethidine(গ) Dopamine(ঘ) Paracetamol
উত্তর: ??
(ক) Ranitidine(খ) Famotidine(গ) Oxytetracycline(ঘ) Esomeprazole
উত্তর: ??
৭৭। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
(ক) H. pylorie(খ) Infection(গ) Steroids intake(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??
(ক) Ondansatrone(খ) Pethidine(গ) Dopamine(ঘ) Paracetamol
উত্তর: ??
৭৯। Largest gland in our body is? (Bsmmu-10)
(ক) Liver(খ) Pancreas(গ) Kidney(ঘ) Parathyroid gland
উত্তর: ??
(ক) Liver(খ) Kidney(গ) Brain(ঘ) Cornea
উত্তর: ??
৮১। The upper respiratory system consists of - (Bsmmu-10)
(ক) Trachea(খ) Alveoli(গ) Respiratory tract(ঘ) Bronchi
উত্তর: ??
(ক) Free gas under the diaphragm(খ) Gas in the peritoneum(গ) Air in the pleural cavity(ঘ) Blood in the pleural cavity
উত্তর: ??
৮৩। The following are skull bone except? (Bsmmu-10)
(ক) Occipital(খ) Parietal(গ) Temporal(ঘ) Hyoid
উত্তর: ??
(ক) Structure of animal parts(খ) Structure of human body(গ) Structure of human dead body(ঘ) Structure of cells & tissues
উত্তর: ??
কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....