Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (মানবদেহ ও দেহের তন্ত্র)

(Part - 3)....  Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ মানবদেহ ও দেহের তন্ত্র। Part - 3 তে মোট প্রশ্ন রয়েছে ৫৫টি।  পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
⏪ Prev Part - 2
মানবদেহ ও দেহের
তন্ত্র
Next 

১। কোনটি মানব দেহের জন্য ভাল কোলেষ্টেরল? (Bsmmu-20)
(ক) VLDL
(খ) LDL
(গ) Triglyceride
(ঘ) HDL

২। নীচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক? (Bsmmu-20)
(ক) Crude death rate
(খ) Infant mortality rate
(গ) Maternal mortality rate
(ঘ) Health service utilization rate

৩। Arterial wall consists of— (Bsmmu-20)
(ক) one layer
(খ) two layer
(গ) three layer
(ঘ) four layer

৪। কোষের পাওয়ার হাউজ বলা হয় কোনটিকে? (Bsmmu-20)
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) লাইসােজম
(ঘ) কোষ গহবর 

৫। প্রারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযােগকারী সুচারের নাম— (Bsmmu-20)
(ক) করােনাল
(খ) স্কোয়ামাস
(গ) প্যারেইটাল
(ঘ) ল্যাম্বডয়ড

৬। প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন অংশে? (Bsmmu-20)
(ক) গ্যালাকটোজ
(খ) গ্লুকোজ
(গ) গ্লুটামিন
(ঘ) গ্লাইকোজেন

৭। স্নায়ুতন্ত্রের এককের নাম কি? (Bsmmu-20)
(ক) নেফ্রন
(খ) নিউরন
(গ) কিউটিকল
(ঘ) ম্যাটিক্স

৮। মহিলাদের কত বৎসর বয়সে Pap smear স্ক্রিনিং করা উচিত? (Bsmmu-20)
(ক) ২১ বছর বয়সে
(খ) ৩০ বৎসর বয়সের পরে
(গ) ১৮ বৎসর বয়সের নীচে
(ঘ) ৪০ বৎসর বয়সে

৯। হার্ট এর কোন প্রকোষ্টে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে? (Bsmmu-20)
(ক) বাম অলিন্দ
(খ) ডান অলিন্দ
(গ) বাম নিলয়
(ঘ) ডান নিলয়

১০। Umblical cord এ কয়টি vessel থাকে? (Bsmmu-20)
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি

১১। মানবদেহ এর Ph স্বাভাবিক কত? (Bsmmu-20)
(ক) ৭.২০-৭.৩০
(খ) ৭.৩৫-৭.৪৫
(গ) ৭.৫০-৭.৬০
(ঘ) ৭.১৫-৭.২৫

১২। নীচের কোনটি Cranial Nerve দিয়ে আমরা কোন কিছুর ঘ্রাণ পাই? (Bsmmu-20)
(ক) Facial
(খ) Hypoglossal
(গ) Olfactory
(ঘ) Trochlear

১৩। গ্লাসগাে কোমা স্কেলের সবােচ্চ স্কোর কত? (Bsmmu-20)
(ক) ১৫
(খ) ০৯
(গ) ০৩
(ঘ) ০৬

১৪। মানুষের শরীরে কতভাগ পানি? (Bsmmu-20)
(ক) প্রায় ৫০ ভাগ
(খ) প্রায় ৭০ ভাগ
(গ) প্রায় ৬০ ভাগ
(ঘ) প্রায় ৮০ ভাগ

১৫। Oxytocin is a hormone release from— (Bsmmu-20)
(ক) the thyroid gland
(খ) the adrenal gland
(গ) the pituitary gland
(ঘ) the thymus
১৬। মানবদেহের কশেরুকার সংখ্যা কয়টি? (Bsmmu-20)
(ক) ৩২ টি
(খ) ৩৩ টি
(গ) ৩৪ টি
(ঘ) ৩৫ টি 
 
১৭। রক্তে অনুচক্রিকা এর কাজ কি? (Bsmmu-20)
(ক) অক্সিজেন পরিবহণ
(খ) সংক্রমণ প্রতিরােধ 
(গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা
(ঘ) রক্তের পি এইচ এর পরিমাণ নির্ধারণ করা

১৮। কোন গ্রুপের রক্তে A ও B উভয় ধরনের এন্টিবডি থাকে? (Bsmmu-20)
(ক) A
(খ) B
(গ) O
(ঘ) AB

১৯। Core temperature কোথায় দেখা হয়? (Bsmmu-20)
(ক) মুখ গহ্বর
(খ) বগল
(গ) মলদ্বার
(ঘ) কুচকি

২০। what is the commonest site of bed sore? (Bsmmu-20)
(ক) Thigh
(খ) Abdomen
(গ) Back
(ঘ) Secrum

২১। লুপ অফ হেনলি মানব শরীরের কোন অঙ্গের অংশ? (Bsmmu-20)
(ক) নিউরন
(খ) নিউক্লিয়াস
(গ) নেফ্রন
(ঘ) যকৃত

২২। মানব দেহের লিঙ্গ নির্ধারণের জন্য ক্রোমােজমের সংখ্যা কত? (Bsmmu-20)
(ক) ২৩ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ১ জোড়া
(ঘ) ২ জোড়া

২৩। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়ােজন নেই (BSMMU-19)
(ক) ক) অণুচক্রিকা
(খ) হরমােন
(গ) প্রথােম্ববিন
(ঘ) ফিব্রিনােজেন


২৪। মূত্র তৈরী হয় কোথায়? (BSMMU-19)
(ক) যকৃতে
(খ) বৃক্ক
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা


২৫। সাধারণত নাভিতে কতটি ধমনী ও শিরা থাকে? (BSMMU-19)
(ক) ১ টি ধমনী ও ২ টি শিরা
(খ) ২ টি ধমনী ও ১ টি শিরা 
(গ) ১ টি ধমনী ও ১ টি শিরা
(ঘ) কোনটিই নয়

২৬। মানবদেহের সঠিক তাপমাত্রা নিচের কোনটি? (BSMMU-19)
(ক) ৯৫ ডিগ্রি ফারেনহাইট
(খ) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট 
(গ) ৯৯ ডিগ্রি ফারেনহাইট 
(ঘ)  ৯৭.৮ ডিগ্রি ফারেনহাইট


২৭।  ইনসুলিন উৎপাদন হয় কোন গ্রন্থি থেকে (BSMMU-19)
(ক) যকৃত থেকে
(খ) পিটুইটারি গ্রন্থি থেকে 
(গ) অগ্ন্যাশয় থেকে
(ঘ) থাইরয়েড গ্রন্থি থেকে

২৮। মানবদেহের সবচেয়ে লম্বা হাড় কোনটি? (BSMMU-19)
(ক) আলনা
(খ) ফিমার
(গ) হিউমেরাস
(ঘ) টিবিয়া


২৯। লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল (BSMMU -19)
(ক) ১০ দিন
(খ) ১৩০ দিন
(গ) ১২০ দিন
(ঘ) ১৫ দিন

৩০। রক্তে কোন উপাদান কম থাকলে Hypokalemia বলে? (Bsmmu-16) 
(ক) Potassium 
(খ) Calcium 
(গ) Sodium
(ঘ) None
উত্তর: ??


৩১। Vital sign-এর কোনটি নার্স দেখেনা--  (Bsmmu-16) 
(ক) Temperature 
(খ) Pulse
(গ) Blood pressure 
(ঘ) Intracranial pressure
উত্তর: ??

৩২। WBC- তে কোন উপাদান বেশি থাকে? (Bsimmu-16)
(ক) Basophil 
(খ) Neutrophil
(গ) Lymphocyte 
(ঘ) Monocyte 
উত্তর: ??


৩৩। কিসের কারণে রক্ত জমাট বাধে? (Bsimmu-16)
(ক) ফাইব্রিনােজেন
(খ) লােহিত কণিকা
(গ) রক্তরস
(ঘ) কোনটি নয়
উত্তর: ??

৩৪। RBC-এর কাজ নয় কোনটি? (Bsmmu-16) 
(ক) Water balance
(খ) Maintain temperature 
(গ) Maintain BP 
(ঘ) কোনটিই নয়
উত্তর: ??


৩৫। রক্ত দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে Immediately কি করতে হয়? (Bsmmu-16)
(ক) Stop BT 
(খ) Dexamethasone 
(গ) Phenergan 
(ঘ) None
উত্তর: ??

৩৬। Stroke-এর রােগীকে কোন Position-এ রাখতে হয়? (Bsmmu-16)
(ক) Fowler's Position
(খ) Supine Position
(গ) Lateral Position
(ঘ) Semi-fowler's position
উত্তর: ??


৩৭। Pneumonia-এর Symptoms কোনটি? (Bsmmu-16)
(ক) Chill & rigor
(খ) Vomiting & Convulsion 
(গ) High fever 
(ঘ) All of above
উত্তর: ??

৩৮। ঘনঘন শ্বাস নেওয়া কোন রােগের লক্ষণ? (Bsmmu-16) 
(ক) Pneumonia 
(খ) Pneumothorax 
(গ) Tuberculosis
(ঘ) None
উত্তর: ??


৩৯। What is normal fetal heart rate? (Bsmmu-13)
(ক) 130-200 b/min
(খ) 120-190 b/min 
(গ) 80-120 b/min 
(ঘ) 110-160 b/min
উত্তর: ??

৪০। Following infection can be transferred through transfusion? (Bsmmu-13)
(ক) Tuberculosis 
(খ) Enteric fever 
(গ) Leprosy 
(ঘ) Hepatitis C virus
উত্তর: ??


৪১। About blood pressure measurement? (Bsmmu-13)
(ক) Systolic pressure measured by palpation
(খ) Sphygmomanometer is not always essential
(গ) Cuff pressure should be raised about 80-100 mm of Hg abov
(ঘ) Cuff size in adult and children are not different 
উত্তর: ??

৪২। Normal birth weight of a newborn is? (Bsmmu-11)
(ক) 2500gm-3999gm
(খ) >4000 gm
(গ) 1800 gm
(ঘ) 1550gm – 2499 gm
উত্তর: ??


৪৩। Normal serum potassium level? (Bsmmu-13) 
(ক) 2.5 to 3.5 mmol/l
(খ) 3.5 to 5 mmol/l 
(গ) 5.5 to 7 mmol/l
(ঘ) 1.5 to 3.5 mmol/l 
উত্তর: ??

৪৪। Risk factor for deep vein thrombosis? (Bsmmu-13)
(ক) Early mobilization
(খ) Aspirin
(গ) Young age
(ঘ) Oral contraceptive pills
উত্তর: ??


৪৫। Condition in which tube feeding is mandatory? (Bsmmu-13)
(ক) Coma
(খ) Pyrexia
(গ) Jaundice
(ঘ) Malnutrition
উত্তর: ??


৪৬। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ - (Bsmmu-13)
(ক) ত্বক
(খ) চোখ
(গ) যকৃত
(ঘ) কিডনি
উত্তর: ??

৪৭। Which gland secrets thyroxin? (Bsmmu-13)
(ক) Pituitary gland
(খ) Hypothalamus 
(গ) Adrenal gland 
(ঘ) Thyroid gland
উত্তর: ??


৪৮। What is the normal level of serum creatinine? (Bsmmu-11,13)
(ক) 10-20 ugm/L
(খ) 5-17 mmg/ml
(গ) 0.8-1.2 mg/dl
(ঘ) 70-150 mmol/l 
উত্তর: ??

৪৯। Complication of urinary catheter is? (Bsmmu-13) 
(ক) Urinary tract infection
(খ) Deep vein thrombosis 
(গ) Injury to the bladder 
(ঘ) Sepsis
উত্তর: ??


৫০। Normal level of serum creatinine is (Bsmmu-11, 13)
(ক) 0.4 to 1.2 mg/dl 
(খ) 1.2-2 mg/dl 
(গ) 2-1.8 mg/dl
(ঘ) 2.8-3.5 mg/dl 
উত্তর: ??

৫১। How many numbers of cranial nerve present in our body? (Bsmmu-13)
(ক) 12 pairs
(খ) 12 numbers
(গ) 31 pairs
(ঘ) 10 pairs
উত্তর: ??


৫২। What is the first management of a neonate found to be apnocic? (Bsmmu-13)
(ক) Oxygen inhalation
(খ) Bag and mask ventilation 
(গ) Injection dexamethasone
(ঘ) Tactile stimulation
উত্তর: ??

৫৩। Stridor or abnormal breathing sound is found in a post-operative patient in - (Bsmmu-13) 
(ক) Pneumonia
(খ) Pulmonary TB 
(গ) Chronic tonsillitis
(ঘ) Foreign body in the upper airway tract
উত্তর: ??


৫৪। About chest drain management? (Bsmmu-13)
(ক) Bottle must be filled up with 200ml antiseptic solution
(খ) Drain tube must be under 2 cm of water
(গ) Clamp tube during change position
(ঘ) Bottle must keep at chest level
উত্তর: ??

৫৫। Longest bone of the body (Bsmmu-13)
(ক) Humerus
(খ) Tibia
(গ) Femur
(ঘ) Radius
উত্তর: ??


৫৬। Which area of the body more prone to bed sore? (Bsmmu-13)
(ক) Abdomen
(খ) Sacrum
(গ) Scrotum
(ঘ) Thigh
উত্তর: ??


৫৭। The longest bone in the body is-- (Bsmmu-12)
(ক) Tibia
(খ) Fibula 
(গ) Femur
(ঘ) vetebrae
উত্তর: ??


৫৮। Most of the haman body is made of-- (Bsmmu-12)
(ক) Oxygen, Hydrogen, carbon
(খ) Hydrogen, corbon, nitrogen
(গ) Carbon, oxygen, nitrogen 
(ঘ) Carbon, nitrogen, calcium
উত্তর: ??

৫৯। স্ত্রী মানবদেহে শতকরা কতভাগ পানি থাকে? (Bsmmu-11)
(ক) ৪৫ ভাগ
(খ) ৫৫ ভাগ 
(গ) ৫৮ ভাগ 
(ঘ) ৭০ ভাগ
উত্তর: ??


৬০। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই?-(Bsmmu- 11)
(ক) হাতের
(খ) পায়ের
(গ) চোয়ালের
(ঘ) পাকস্থলীর
উত্তর: ??

৬১। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? (Bsmmu-10)
(ক) পায়ের
(খ) চোখের
(গ) হাতের
(ঘ) পাকস্থলীর
উত্তর: ??


৬২। A baby is hypoglycemic when blood glucose? (Bsmmu- 11)
(ক) <2.5 mmol/L
(খ) <5 mmol/L
(গ) <7.5 mmol/L
(ঘ) <2 mmol/L
উত্তর: ??

৬৩। নিউরন দিয়ে নিচের কোনটি গঠিত? (Bsmmu-11)
(ক) ফুসফুস
(খ) গলাবলি
(গ) পাকস্থলি
(ঘ) মস্তিস্ক
উত্তর: ??

৬৪। বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণ- (Bsmmu-11)
(ক) ২০.৬০% + ৭৭.১৬%।
(খ) ২৩.৬% + ৭২.২৩% 
(গ) ১৮.৭৭% + ৭৯.৮৮% 
(ঘ) ২০.৬%+৭২.৮৮%
উত্তর: ??

৬৫। During chest drain management, tube must be--(Bsmmu-11) 
(ক) Under water
(খ) Under 10 cc of water 
(গ) Never cleaned 
(ঘ) X-Ray
উত্তর: ??

৬৬। Which one is the symptoms of difficulty in breathing? (Bsmmu-11)
(ক) Cough
(খ) Sputumn 
(গ) Pain
(ঘ) Stridor
উত্তর: ??


৬৭। The structural and functional unit of lung is? (Bsmmu-11)
(ক) Trachea
(খ) Nephron 
(গ) Bronchus 
(ঘ) Alveoli
উত্তর: ??

৬৮। Pneumohydrothorax means? (Bsmmu-11)
(ক) Air in lung
(খ) Water and air in lung 
(গ) Water and air in plural cavity
(ঘ) Water in thoracic cavity
উত্তর: ??


৬৯। জীবের গঠনগত ও কার্যকরী একক কে কি বলে? (Bsmmu-11)
(ক) কলা
(খ) কোষ
(গ) অঙ্গ
(ঘ) তন্ত্র
উত্তর: ??

৭০। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? (Bsmmu-10,11)
(ক) নিউক্লিয়াস
(খ) সেন্ট্রিওল
(গ) সেন্ট্রোজোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: ??


৭১। In primary trauma care, initial management of fracture is- (Bsmmu-11)
(ক) Internal fixation
(খ) Closed reduction
(গ) Internal fixation & closed reduction
(ঘ) Immobilization
উত্তর: ??

৭২। ABC of resuscitation stands for-(Bsmmu-10)
(ক) Airway, Blood Pressure, Circulation
(খ) Airway, Blood Pressure, Conversion 
(গ) Airway, Breathing, Circulation 
(ঘ) Airway, Breathing, Convulsion
উত্তর: ??


৭৩। Which one cannot used with antacid? (Bsmmu-10)
(ক) Ranitidine
(খ) Famotidine
(গ) Oxytetracycline
(ঘ) Esomeprazole
উত্তর: ??

৭৪। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
(ক) H. pylorie
(খ) Infection
(গ) Steroids intake
(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??

 
৭৫। Antiemetics drug is-- (Bsmmu-10)
(ক) Ondansatrone
(খ) Pethidine
(গ) Dopamine
(ঘ) Paracetamol
উত্তর: ??

৭৬। Which one cannot used with antacid? (Bsmmu-10)
(ক) Ranitidine
(খ) Famotidine
(গ) Oxytetracycline
(ঘ) Esomeprazole
উত্তর: ??


৭৭। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
(ক) H. pylorie
(খ) Infection 
(গ) Steroids intake
(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??

৭৮। Antiemetics drug is-- (Bsmmu-10)
(ক) Ondansatrone
(খ) Pethidine
(গ) Dopamine
(ঘ) Paracetamol
উত্তর: ??


৭৯। Largest gland in our body is? (Bsmmu-10)
(ক) Liver
(খ) Pancreas
(গ) Kidney 
(ঘ) Parathyroid gland 
উত্তর: ??

৮০। Organ can not be transplanted still-- (Bsmmu-10)
(ক) Liver
(খ) Kidney
(গ) Brain
(ঘ) Cornea
উত্তর: ??


৮১। The upper respiratory system consists of - (Bsmmu-10) 
(ক) Trachea 
(খ) Alveoli 
(গ) Respiratory tract 
(ঘ) Bronchi
উত্তর: ??

৮২। Pneumothorax is -(Bsmmu-10) 
(ক) Free gas under the diaphragm
(খ) Gas in the peritoneum
(গ) Air in the pleural cavity
(ঘ) Blood in the pleural cavity
উত্তর: ??


৮৩। The following are skull bone except? (Bsmmu-10)
(ক) Occipital
(খ) Parietal
(গ) Temporal
(ঘ) Hyoid
উত্তর: ??

৮৪। Anatomy is the branch of medical science which deals with? (Bsmmu-10)
(ক) Structure of animal parts
(খ) Structure of human body 
(গ) Structure of human dead body
(ঘ) Structure of cells & tissues
উত্তর: ??

কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url