Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (গর্ভবতী, নবজাতক ও শিশু)

(Part - 3)....  Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ গর্ভবতী, নবজাতক ও শিশু। Part - 3 তে মোট প্রশ্ন রয়েছে ৩৪টি।  পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
⏪ Prev Part - 3
গর্ভবতী, নবজাতক
ও শিশু
Next 

১। WHO অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার Antenatal visit করতে হবে? (Bsmmu-20)
(ক) ৪ বার
(খ) ৫ বার
(গ) ৬ বার
(ঘ) ৭ বার

২। মহিলাদের কত বৎসর বয়সে Pap smear স্ক্রিনিং করা উচিত? (Bsmmu-20)
(ক) ২১ বছর বয়সে
(খ) ৩০ বৎসর বয়সের পরে
(গ) ১৮ বৎসর বয়সের নীচে
(ঘ) ৪০ বৎসর বয়সে

৩। নবজাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এর হার প্রতি মিনিটে কত? (Bsmmu-20)
(ক) ২০-৩০ বার
(খ) ৪০-৬০ বার
(গ) ৮০-১২০ বার
(ঘ) ১৬-২০ বার

৪। জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে— (Bsmmu-20)
(ক) গােসল দিতে হবে
(খ) শ্বাস নিতে সাহায্য করতে হবে
(গ) মায়ের বুকের দুধ খাওয়াতে হবে
(ঘ) মধু খাওয়াতে হবে

৫। সাধারণত একটি শিশু জন্মের পর ওজন দ্বিগুণ হয় (Bsmmu-20)
(ক) ৫ মাস বয়সে
(খ) ৮ মাস বয়সে
(গ) ১০ মাস বয়সে
(ঘ) ১২ মাস বয়সে

৬। গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয়? (Bsmmu-20)
(ক) বিসিজি
(খ) ডিপিটি
(গ) টিটি
(ঘ) হাম

৭। জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে—
(ক) গােসল দিতে হবে
(খ) শ্বাস নিতে সাহায্য করতে হবে
(গ) শ্বাস নিতে সাহায্য করতে হবে
(ঘ) মধু খাওয়াতে হবে

৮। কোন ধরনের fracture শিশুদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় ? (Bsmmu-20)
(ক) কেলিস fracture
(খ) পটস fracture
(গ) গ্রীনস্টিক fracture
(ঘ) প্যাথলজিক্যাল fracture

৯। নবজাতকের কত ওজন হলে জন্মের ওজন কম বলা হয় ? (Bsmmu-20)
(ক) ১.৫ কেজির কম
(খ) ২ কেজি কম
(গ) ২.৫ কেজি কম
(ঘ) ৩ কেজি কম

১০। নবজাতকের সময়কাল কতদিন? (Bsmmu-20)
(ক) ১ মাস
(খ) ২৮ দিন
(গ) ২ মাস
(ঘ) ২৫ দিন


১১। সদ্য জন্ম নেওয়া বাচ্চার খিচুনীর কারণ কি? (Bsmmu-20)
(ক) হাইপারগ্লাইসেমিয়া
(খ) জন্ডিস
(গ) কেফালােহেমাটোমা
(ঘ) হাইপােগ্লাইসেমিয়া

১২। breast feeding মায়েদের জন্য কোন জন্মনিয়ন্ত্রণ বড়ি উপযােগী? (Bsmmu-20)
(ক) Combined pill
(খ) Sequential pill
(গ) Mini pill
(ঘ) Triphasic pill

১৩। Daily requirement of iron in female is— (Bsmmu-20)
(ক) 5-10 mg
(খ) 10-20 mg
(গ) 25-35 mg
(ঘ) 35-50 mg

১৪। মায়ের বুকের দুধে নিচের কোন এন্টিবডি থাকে? (Bsmmu-19)
(ক) IgA
(খ) IgG
(গ) IgE
(ঘ) IgD


১৫। কোন বয়সের শিশুকে Neonate বলে? (Bsmmu-19)
(ক) ২৮ দিন
(খ) ৭ থেকে ৬০ দিন
(গ) ৫০-৯০ দিন 
(ঘ) ১-৩ বছরের উপর 

১৬। STD কোনটি? (Bsmmu-16)
(ক) Gonorrhoea
(খ) Cancer
(গ) Tetanus
(ঘ) Small Pox
উত্তর: ??


১৭। STD নয় কোনটি? (Bsmmu-16)
(ক) Gonorrhoea
(খ) AIDS
(গ) Syphilis
(ঘ) Small Pox
উত্তর: ??

১৮। LBW কোনটি? (Bsmmu-16)
(ক) Weight less than 500 gm
(খ) Weight less than 1000 gm
(গ) Weight less than 1500 gm
(ঘ) Weight less than 2500 gm
উত্তর: ??


১৯। বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় কত দিন পর্যন্ত? - (Bsmmu-13, 16) 
(ক) ৬ মাস
(খ) ৪ মাস 
(গ) ৯ মাস
(ঘ) ১২ মাস
উত্তর: ??

২০। নবজাতকের Convulsion হলে Immediately কী করতে হয়? (Bsmmu-13)
(ক) P/R Paracetamol
(খ) Phenobarbiton
(গ) P/R Diazepam
(ঘ) Hydrodcortisone
উত্তর: ??


২১। মায়ের শাল দুধের মূল উপাদান? (Bsmmu-13)
(ক) ক্যালসিয়াম 
(খ) আয়ােডিন
(গ) ফসফরাস
(ঘ) ইমিউনােগ্রেবিউলিন
উত্তর: ??

২২। Immediately after delivery of a healthy baby which is the first step to do? (Bsmmu-13)
(ক) Suction
(খ) Dry the baby
(গ) Start oxygen
(ঘ) Take weight of the baby
উত্তর: ??


২৩। Diazepam injection is given to infant for control for convulsion? (Bsmmu-13)
(ক) By intravenous route
(খ) Intra muscular route
(গ) Subcutaneous
(ঘ) Per-rectal
উত্তর: ??

২৪। Which one is the prime duty of a nurse for caring of a child suffering of AGN? (Bsmmu-13)
(ক) To maintain intake/ output chart
(খ) To record BP, pulse, weight
(গ) To record daily respiratory rate
(ঘ) To give IV medication
উত্তর: ??


২৫। Just after delivery what should be given to the baby? (Bsmmu-13)
(ক) Water
(খ) Honey
(গ) Mother’s milk
(ঘ) Formula milk
উত্তর: ??

২৬। EDD (expected date of delivery) গোনা হয়-(BSMMU-13)
(ক) LMP থেকে ৯ মাস + ৭ দিন
(গ) LMP থেকে ১০ মাস + ৭ দিন 
(গ) LMP থেকে ৯ মাস বিয়োগ ৭ দিন
(ঘ) LMP থেকে ১০ মাস ১০ দিন
উত্তর: ??


২৭। If a patient came with an incomplete abortion with bleeding what will be your first duty? (BSMMU-13)
(ক) Check pulse, BP
(খ) Call the doctor & start IV channel simultaneously
(গ) Check amount of PV bleeding
(ঘ) Check fundal height
উত্তর: ??

২৮। Which one is intrauterine contraceptive device? (Bsmmu-13)
(ক) Norplant
(খ) Cu T
(গ) Depo Provera 
(ঘ) Implant
উত্তর: ??


২৯। Which organism may be transmitted from mother to fetus? (Bsmmu-13)
(ক) HIV
(খ) Hepatitis A
(গ) Rota virus 
(ঘ) Salmonella
উত্তর: ??

৩০। During active management of third stage of labour how will you give oxytocin? (Bsmmu-13)
(ক) 2 amp I/V stat
(খ) 1 amp I/V stat
(গ) 2 amp 1/M stat
(ঘ) 2 amp I/V drip
উত্তর: ??


৩১। Which of the following points is included in normal vaginal delivery? (Bsmmu-13)
(ক) Presentation will be vertex
(খ) Presentation will be cephalic
(গ) To give episiotomy
(ঘ) Forcep delivery
উত্তর: ??


৩২। জীব জীবনের ধারা বজায় রাখে? (Bsmmu- 11,13)
(ক) অনুভূতির মাধ্যমে
(খ) বুদ্ধির মাধ্যমে
(গ) শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে
(ঘ) প্রজননের মাধ্যমে
উত্তর: ??

৩৩। ছোট বাচ্চাদের সূর্যের আলােতে রাখলে কি ভিটামিন পাওয়া যায়? (Bsmmu-11,12) 
(ক) ভিটামিন-এ
(খ) ভিটামিন-বি 
(গ) ভিটামিন-ই 
(ঘ) ভিটামিন-ডি
উত্তর: ??


৩৪। Most Common organism of diarrhea in children? (Bsmmu-13)
(ক) Rota virus 
(খ) E. coil
(গ) V. cholera
(ঘ) Salmonella
উত্তর: ??

৩৫। মানবদেহে লিঙ্গ নির্ধারনের জন্য ক্রোমােজোমের সংখ্যা কত? (Bsmmu-11)
(ক) ২৩ জোড়া
(খ) (খ) জোড়া
(গ) ২ জোড়া
(ঘ) ১ জোড়া 
উত্তর: ??


৩৬। Immediately after birth what you will do? (Bsmmu-11)
(ক) Dry the baby
(খ) Bath the baby
(গ) Cut umbilical cord
(ঘ) Start breast feeding
উত্তর: ??

৩৭। Normal urine output in children is? (Bsmmu-11)
(ক) 0.5ml/kg/hour
(খ) 1-2 ml/kg/hour
(গ) 5 ml/kg/hour
(ঘ) 10ml/kg/hour
উত্তর: ??


৩৮। Normal birth weight of a newborn is? (Bsmmu-11)
(ক) 2500gm-3999gm
(খ) >4000 gm
(গ) 1800 gm
(ঘ) 1550gm – 2499 gm
উত্তর: ??

৩৯। EPI schedule start at the age of- (Bsmmu-11)
(ক) One-month
(খ) Six months
(গ) Fifteen days
(ঘ) Just after birth
উত্তর: ??


৪০। When to start breast feeding in a newborn of diabetic mother (Bsmmu-11)
(ক) Within one hour
(খ) Just after birth
(গ) As early as possible
(ঘ) Within six hours
উত্তর: ??

৪১। You have found a baby to be apnoeic in neonatal ward, what will you do? (Bsmmu-11)
(ক) Oxygen inhalation
(খ) Bag and mask ventilation
(গ) Tactile stimulation
(ঘ) Call duty doctor
উত্তর: ??


৪২। Normal temperature of a newborn is-- (Bsmmu-11)
(ক) <95°F
(খ) (98 +/- 0.2) °F
(গ) (100+1) °F
(ঘ) >38.5°C
উত্তর: ??


৪৩। How to take umbilical care of a newborn? (Bsmmu-11)
(ক) To prevent compression
(খ) To give splint
(গ) To give iodine
(ঘ) To keep open, clean and dry
উত্তর: ??


৪৪। What is the first line of anticonvulsant to control convulsion in newborn? (Bsmmu-11)
(ক) IV diazepam
(খ) P/R Diazepam
(গ) IV phenobarbitone
(ঘ) IV phosphenyton
উত্তর: ??

৪৫। Ideal distance of phototherapy machine from a baby is? (Bsmnmu-11)
(ক) 45 cm
(খ) 25 cm
(গ) 60 cm
(ঘ) 40 cm
উত্তর: ??


৪৬। When you will not give NG tube feeding to a newborn baby? (Bsmmu-11)
(ক) When the baby is vomiting
(খ) When abdomen is distended
(গ) When respiratory rate is >80/minute
(ঘ) Consider all given condition
উত্তর: ??

৪৭। What type of fluid does a newborn of weight 3000gms should get within 24 hours? (Bsmmu-11)
(ক) 10% dextrose in 0.225% normal saline
(খ) 5% DNS
(গ) 5% dextrose in 0.225% normal saline
(ঘ) 10% DA
উত্তর: ??


৪৮। About pregnancy, which statement is true? (Bsmmu-10)
(ক) Usually last 10 months
(খ) Decrease heart rate
(গ) Decrease body water
(ঘ) Dilutional anemia occur
উত্তর: ??

৪৯। মায়ের শাল দুধে থাকে-(Bsmmu-10)
(ক) ক্যালসিয়াম
(খ) আয়োডিন
(গ) ফসফরাস
(ঘ) কলোস্ট্রাম
উত্তর: ??


কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....

Next Post Previous Post
4 Comments
  • Anonymous
    Anonymous February 19, 2023 at 5:42 PM

    15.Ans:C ,2amp im stat
    16.Ans:B , Cephalic ata porci Kcu boi a...konta right akhn to confused

  • Anonymous
    Anonymous August 15, 2023 at 10:18 AM

    5. নবজাতকের convulsion হলে phenobarbiton দেওয়া হয়

  • Anonymous
    Anonymous November 14, 2023 at 7:39 AM

    Daily requirement of iron in female is 25-35mg

  • Anonymous
    Anonymous November 14, 2023 at 7:41 AM

    31. Presentation will be cephalic

Add Comment
comment url