Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ - (ব্যাধি, ভ্যাকসিন ও ড্রাগস)
(Part - 4).... Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ ব্যাধি, ভ্যাকসিন ও ড্রাগস। Part - 4 তে মোট প্রশ্ন রয়েছে ৪১ টি। পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
২। APGAR Score এর লক্ষণ নয় নীচের কোনটি? (Bsmmu-20)
৪। নিম্নের কোনটি মানবদেহে রােগ প্রতিরােধে সাহায্য করে? (Bsmmu-20)
৫। Febrile convulsion কি? (Bsmmu-20)
৮। কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায়? (Bsmmu-20)
১০। The following are the vertically transmitted disease except— (Bsmmu-20)
১৫। নিচের কোনটি ক্রোমােজোমাল ডিজিস? (Bsmmu-20)
১৮। Burn-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কি? (Bsmmu-20)
২১। নিম্নের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় (Bsmmu-20)
২৩। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত? (BSMMU-19)
⏪ Prev | Part - 4 ব্যাধি, ভ্যাকসিন ও ড্রাগস |
Next ⏩ |
১। Shock এর লক্ষণ কোনটি? (Bsmmu-20)
(ক) পাতলা পায়খানা হবে
(খ) কাশি হবে
(গ) শরীর ঠান্ডা ও চামড়া নীল রং হয়ে যাবে
(ঘ) ঘনঘন প্রস্রাব হবে
(ক) চামড়ার রং
(খ) শ্বাস-প্রশ্বাস বাড়া
(গ) শরীরের মাংশ পেশির দূর্বলতা
(ঘ) ওজন
৩। হিউম্যান পেপিলােমা ভাইরাস কোথায় ক্যান্সার করে? (Bsmmu-20)
(ক) পাকস্থলীতে
(খ) জরায়ুর মুখে
(গ) যকৃতে
(ঘ) মূত্রথলিতে
(ক) লােহিত রক্ত কণিকা
(খ) শ্বেত রক্ত কণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) গ্লোবিন
(ক) খিচুনি
(খ) জ্বর ও মাথা ব্যাথা
(গ) জ্বর
(ঘ) জ্বর ও খিচুনি
৬। ০.৯% সােডিয়াম ক্লোরাইড ফ্লুইড নীচের কোন রােগীর জন্য দেওয়া সঠিক নয়? (Bsmmu-20)
(ক) ৭০% বার্ন
(খ) হাইপারটেনশন
(গ) হাইপােটেনশন
(ঘ) ডায়রিয়া
৭। Radio-opaque Tablets কখন দেওয়া হয়? (Bsmmu-20)
(ক) চেস্ট এক্সরে এর পূর্বে
(খ) চেস্ট এক্সরে এর পরে
(গ) বেরিয়াম মিল এক্সরে এর পূর্বে
(ঘ) বেরিয়াম মিল এক্সরে এর পরে
(ক) সিরাম ক্যালসিয়াম
(খ) সিরাম কোলেষ্টেরল
(গ) সিরাম ক্রিয়েটিনিন
(ঘ) কার্বন-ডাই-অক্সাইড
৯। কোন রােগের জ্বর ‘step ladder’ ধরনের হয়? (Bsmmu-20)
(ক) ম্যালেরিয়া
(খ) চিকেনগুনিয়া
(গ) ডেঙ্গু
(ঘ) টাইফয়েড
(ক) AIDS
(খ) Hepatitis
(গ) Syphilis
(ঘ) Tuberculosis
১১। ECG তে সঠিক lead এর পরিমান কত? (Bsmmu-20)
(ক) ০৩
(খ) ০৯
(গ) ১২
(ঘ) ০৬
১২। গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয়? (Bsmmu-20)
(ক) বিসিজি
(খ) ডিপিটি
(গ) টিটি
(ঘ) হাম
১৩। রক্ত দেওয়ার পাশপ্রতিক্রিয়া হলে immediately কি করতে হয়? (Bsmmu-20)
(ক) Stop blood transfusion
(খ) Give dexamethason
(গ) Give antihistamin
(ঘ) Give adrenalin
১৪। কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডারমাল দেওয়া হয়? (Bsmmu-20)
(ক) বিসিজি
(খ) মামস
(গ) কলেরা
(ঘ) ডিপথেরিয়া
(ক) এ্যাস্কারিয়াসিস
(খ) ডাউন সিনড্রোম
(গ) এইডস
(ঘ) নেফ্রটিক সিনডােম
১৬। লাইভ ভেকসিন কোনটি? (Bsmmu-20)
(ক) ডিপিটি
(খ) বিসিজি
(গ) ডিটি
(ঘ) টিটি
১৭। নিচের কোনটি রক্তক্ষরণ জনিত স্ট্রোকের উপসর্গ? (Bsmmu-20)
(ক) ত্বকের অনুভূতি না থাকা
(খ) উচ্চ রক্তচাপ
(গ) মাংশপেশীর দূর্বলতা
(ঘ) হঠাৎ প্রচন্ড মাথা
(ক) ড্রেসিং
(খ) এন্টিবায়ােটিক
(গ) Fluid রিসাসসিটেশন
(ঘ) ব্যাথা নাশক প্রয়ােগ
১৯। মারমার (Murmur) হলাে— (Bsmmu-20)
(ক) ফুসফুসের শব্দ
(খ) হৃদপিন্ডের শব্দ
(গ) পাকস্থলির শব্দ
(ঘ) যকৃতের শব্দ
২০। Eclampsia সাধারণত নিম্নের কোন পরীক্ষা করে বােঝা যায়? (Bsmmu-20)
(ক) Pulse
(খ) Blood pressure
(গ) Temperature
(ঘ) Heart sound
(ক) কেসিন
(খ) অ্যামাইনাে এসিড
(গ) ওমেগা ৩ ফ্যাটি এসিড
(ঘ) গ্লুকোজ
২২। কলেরা বা ডায়েরিয়ায় রােগীকে খাবার স্যালাইন দেয়া হয় কেন? (BSMMU-19)
(ক) ডায়েরিয়ায় প্রতিরােধ করার জন্য
(খ) পানির ঘাটতি পূরণের জন্য
(গ) দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
(ঘ) শক্তি বৃদ্ধির জন্য
(ক) ডিম এর শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
(খ) বরফ বা পরিষ্কার কলের পানি দেয়া
(গ) লবণ পানি দেয়া
(ঘ) নারিকেলের তেল দেয়া
২৪। যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে? (Bsmmu-19)
(ক) রবার্ট কচ
(খ) লুই পাস্তুর
(গ) লিয়েন হুক
(ঘ) লোনাল্ড রস
২৫। লাইভ ভ্যাকসিন নিচের কোনাট (Bsmmu-19)
(ক) কলেরা
(খ) হেপাটাইটিস
(গ) বিসিজি
(ঘ) মামস
২৬। ইন্ট্রাডারমাল- কোন ভ্যাকসিন দেয়া হয়? (Bsmmu-19)
(ক) হেপাটাইটিস
(খ) কলেরা
(গ) বিসিজি
(ঘ) মামস
২৭। Following infection can be transferred through transfusion? (Bsmmu-16)
২৯। Whooping cough-এর জীবাণুর নাম কি? (Bsmmu-16)
৩১। নবজাতকের ডায়ারিয়া কোন জীবানু দ্বারা হয়? (Bsmmu-16)
৩৩। Parasite জনিত রােগ কোনটি?(BsImmu-16)
৩৫। Hypokalemia দেখা দেয় যখন রক্তে কম থাকে-- (Bsmmu-16)
৩৭। কোনটি Isotoaic Solution? (Bsmmu-16)
৩৯। Complication of urinary catheter is? (Bsmmu-13)
৪১। Infectious disease such as hepatitis B & C become a reservoir for pathogen in-- (Bsmmu-13)
৪৬. Common complication of IV infusion? (Bsmmu-13)
৪৮. নবজাতকের Convulsion হলে Immediately কী করতে হয়? (Bsmmu-13)
৫০. Signs and symptoms of diabetes isn't includes..
৫২. HIV has been isolated from-- (Bsmmu-11)
৫৪। কোনটি ছোঁয়াচে রােগ?(Bsmmu-10, 11 )
৫৬। What type of fluid does a newborn of weight 3000gms should get within 24 hours? (BSMMU-11)
৫৮। Following infection can be prevented by vaccination except? (Bsmmu-13)
৬৩। Anticoagulant drug is-- (Bsmmu-10)
৬৫। এইচআইভি ভাইরাস দেহের কি ক্ষতি করে? (Bsmmu-10)
(ক) Tuberculosis(খ) Enteric fever(গ) Leprosy(ঘ) Hepatitis C virus
উত্তর: ??
২৮। পানিবাহিত রােগ কোনটি? (Bsmmu-16)
(ক) Rabies(খ) AIDS(গ) Diarrhea(ঘ) Jaundice
উত্তর: ??
(ক) Bordetella pertussis(খ) Yersinia pestius(গ) Treponema pallidum(ঘ) Cl. Tetani
উত্তর: ??
৩০। Bird Flue-এর জীবানুর নাম কি? (Bsmmu-16)
(ক) Avian Influenza(খ) H5N1(গ) BacillasAnthrasis(ঘ) None
উত্তর: ??
(ক) Rota virus(খ) Vibrio cholera(গ) Bordetella pertusis(ঘ) Shigella
উত্তর: ??
৩২। জিকা ভাইরাস কোন মসার কামড়ে হয়? (Bsmmu-16)
(ক) Ades Mosquito(খ) Taste Fly(গ) House fly(ঘ) Culex mosquito
উত্তর: ??
(ক) AIDS(খ) Jondice(গ) Malaria(ঘ) Rabies
উত্তর: ??
৩৪। Communicable disease কোনটি নয়? (Bsmmu-16)
(ক) Diarhoea(খ) Cholera(গ) Malaria(ঘ) IHD
উত্তর: ??
(ক) Potassium(খ) Calcium(গ) Sodium(ঘ) None
উত্তর: ??
৩৬। ঘনঘন শ্বাস নেওয়া কোন রােগের লক্ষণ? (Bsmmu-16)
(ক) Pneumonia(খ) Pneumothorax(গ) Tuberculosis(ঘ) None
উত্তর: ??
(ক) 0.9% normal saline(খ) 5% DA(গ) 5% DNS(ঘ) কোনটিই নয়
উত্তর: ??
৩৮। Most common organism of diarrhea in children? (Bsmmu-13)
(ক) Rota virus(খ) E. coli(গ) V. cholera(ঘ) Salmonella
উত্তর: ??
(ক) Urinary tract infection(খ) Deep vein thrombosis(গ) Injury to the bladder(ঘ) Sepsis
উত্তর: ??
৪০। AIDS means-- (Bsmmu- 11, 13)
(ক) Acute immune deficiency syndrome(খ) Acute immune disease syndrome(গ) Acquired immune deficiency syndrome(ঘ) Acquired immune disease syndrome
উত্তর: ??
(ক) The urinary tract(খ) The reproductive tract(গ) Blood(ঘ) The respiratory tract
উত্তর: ??
৪২. For destruction of spore bearing organism which method is effective? (Bsmmu-13)
(ক) Wash with sprit(খ) Wash with soap water(গ) Heat sterilization(ঘ) Autoclave
উত্তর: ??
৪৩. Following are antibiotic except? (Bsmmu-13)
(ক) Nalidixic acid(খ) Fusidic acid(গ) Frusemide(ঘ) Vancimycin
উত্তর: ??
৪৪. Following vaccine are given in EPI except? (Bsmmu-13)
(ক) BCG(খ) Measles(গ) Polio(ঘ) Mumps
উত্তর: ??
৪৫. About mannitol which one is correct? (Bsmmu-13)
(ক) Used in shock patient(খ) Given very slowly(গ) Only used in neurological patient(ঘ) Give within 20-30 min for reducing ICP
উত্তর: ??
(ক) Hypotension(খ) Vomiting(গ) Pyrogenic reaction(ঘ) DVT
উত্তর: ??
৪৭. Which drug is used in nebulization? (Bsmmu-13)
(ক) Adrenalin(খ) Dexamethasone(গ) Hydrocortisone(ঘ) Salbutamol
উত্তর: ??
(ক) P/R Paracetamol(খ) Phenobarbiton(গ) P/R Diazepam(ঘ) Hydrodcortisone
উত্তর: ??
৪৯. Shock is a... (Bsmmu-12)
(ক) severe diseases(খ) a symptom(গ) syndrome(ঘ) cardiac arrest
উত্তর: ??
(ক) Polynuria (Bsmmu-12)(খ) Anuria(গ) Polyphagia(ঘ) Polydipsia
উত্তর: ??
৫১. Dengue fever causes by? (Bsmmu-11)
(ক) Parasite(খ) Bacteria(গ) Fungus(ঘ) RNA virus
উত্তর: ??
(ক) Blood(খ) Tears(গ) Saliva(গ) All of above
উত্তর: ??
৫৩. কোনটি পানিবাহিত রােগ?(Bsmmu-11)
(ক) হাম(খ) যক্ষ্মা(গ) ইনফ্লুয়েঞ্জা(ঘ) টাইফয়েড
উত্তর: ??
(ক) বাতজ্বর। |(খ) পাঁচড়া(গ) হাঁপানি(ঘ) রাতকানা
উত্তর: ??
৫৫। Protective isolation is an essential for the treatment of-- (Bsmmu-11)
(ক) Peptic ulcer disease(খ) LVF(গ) Chronic bronchial asthma(ঘ) Burn patient
উত্তর: ??
(ক) 10% dextrose in 0.225% normal saline(খ) 5% DNS(গ) 5% dextrose in 0.225% normal saline(ঘ) 10% DA
উত্তর: ??
৫৭। পেনিসিলিন তৈরিতে কি ব্যবহৃত হয়? (Bsmmu-10,11)
(ক) শৈবাল(খ) ফার্ণ(গ) ছত্রাক(ঘ) মস
উত্তর: ??
(ক) Hepatitis B virus(খ) Hepatitis C virus(গ) Poliomyelitis(ঘ) Tetanus
উত্তর: ??
৫৯। Components of the oral saline? (Bsmmu-10)
(ক) Na+, K+Cl+, HCO3(খ) Na+, k+, Cl+, Ca+(গ) K+, CI+, HCO3, Ca(ঘ) Na+, K+, HCO3, Mg+
উত্তর: ??
৬০। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
(ক) H. pylorie(খ) Infection(গ) Steroids intake(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??
৬১। নিচের কোন রােগটির জন্য সাধারণত অপরিচ্ছন্নতা দায়ী? (Bsmmu-10)
(ক) আমাশয(খ) ডায়রিয়া(গ) কলেরা(ঘ) খােস-পাচড়া
উত্তর: ??
৬২। Following are anticonvulsant drug except-(Bsmmu-10)
(ক) Diazepam(খ) Phenytoin(গ) Amphetamine(ঘ) Midazolam
উত্তর: ??
(ক) Warfarin(খ) Aspirin(গ) Dopamine(ঘ) Adrenalin
উত্তর: ??
৬৪। কোন রােগের কারণে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়? (Bsmmu-10)
(ক) চোখের অঞ্জলী(খ) কামেলা (জন্ডিস)(গ) চোখের ছানি(ঘ) চোখ উঠা
উত্তর: ??
(ক) রক্ত শােষণ করে(খ) রােগ প্রতিরােধ কোষকে আক্রমণ করে(গ) অন্ত্রে ক্যান্সার সৃষ্টি করে(ঘ) কানের লতিতে গুটি সৃষ্টি করে
উত্তর: ??
৬৬। Antiemetics drug is-(Bsmmu-10)
(ক) Ondansatrone(খ) Pethidine(গ) Dopamine(ঘ) Paracetamol
উত্তর: ??
৬৭। Which one is antibiotic? (Bsmmu-10)
(ক) Meropenem(খ) Frusemide(গ) Phenobarbitone(ঘ) Omeprazole
উত্তর: ??