Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ - (ব্যাধি, ভ্যাকসিন ও ড্রাগস)

(Part - 4)....  Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ ব্যাধি, ভ্যাকসিন ও ড্রাগস। Part - 4 তে মোট প্রশ্ন রয়েছে ৪১ টি।  পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
⏪ Prev Part - 4
ব্যাধি, ভ্যাকসিন
ও ড্রাগস
Next 

১। Shock এর লক্ষণ কোনটি? (Bsmmu-20)
(ক) পাতলা পায়খানা হবে
(খ) কাশি হবে
(গ) শরীর ঠান্ডা ও চামড়া নীল রং হয়ে যাবে
(ঘ) ঘনঘন প্রস্রাব হবে 

২। APGAR Score এর লক্ষণ নয় নীচের কোনটি? (Bsmmu-20)
(ক) চামড়ার রং
(খ) শ্বাস-প্রশ্বাস বাড়া
(গ) শরীরের মাংশ পেশির দূর্বলতা
(ঘ) ওজন

৩। হিউম্যান পেপিলােমা ভাইরাস কোথায় ক্যান্সার করে? (Bsmmu-20)
(ক) পাকস্থলীতে
(খ) জরায়ুর মুখে
(গ) যকৃতে
(ঘ) মূত্রথলিতে

৪। নিম্নের কোনটি মানবদেহে রােগ প্রতিরােধে সাহায্য করে? (Bsmmu-20)
(ক) লােহিত রক্ত কণিকা
(খ) শ্বেত রক্ত কণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) গ্লোবিন

৫। Febrile convulsion কি? (Bsmmu-20)
(ক) খিচুনি
(খ) জ্বর ও মাথা ব্যাথা
(গ) জ্বর
(ঘ) জ্বর ও খিচুনি

৬। ০.৯% সােডিয়াম ক্লোরাইড ফ্লুইড নীচের কোন রােগীর জন্য দেওয়া সঠিক নয়? (Bsmmu-20)
(ক) ৭০% বার্ন
(খ) হাইপারটেনশন
(গ) হাইপােটেনশন
(ঘ) ডায়রিয়া

৭। Radio-opaque Tablets কখন দেওয়া হয়? (Bsmmu-20)
(ক) চেস্ট এক্সরে এর পূর্বে 
(খ) চেস্ট এক্সরে এর পরে
(গ) বেরিয়াম মিল এক্সরে এর পূর্বে
(ঘ) বেরিয়াম মিল এক্সরে এর পরে

৮। কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায়? (Bsmmu-20)
(ক) সিরাম ক্যালসিয়াম
(খ) সিরাম কোলেষ্টেরল
(গ) সিরাম ক্রিয়েটিনিন
(ঘ) কার্বন-ডাই-অক্সাইড

৯। কোন রােগের জ্বর ‘step ladder’ ধরনের হয়? (Bsmmu-20)
(ক) ম্যালেরিয়া
(খ) চিকেনগুনিয়া
(গ) ডেঙ্গু
(ঘ) টাইফয়েড

১০। The following are the vertically transmitted disease except— (Bsmmu-20)
(ক) AIDS
(খ) Hepatitis
(গ) Syphilis
(ঘ) Tuberculosis

১১। ECG তে সঠিক lead এর পরিমান কত? (Bsmmu-20)
(ক) ০৩
(খ) ০৯
(গ) ১২
(ঘ) ০৬

১২। গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয়? (Bsmmu-20)
(ক) বিসিজি
(খ) ডিপিটি
(গ) টিটি
(ঘ) হাম

১৩। রক্ত দেওয়ার পাশপ্রতিক্রিয়া হলে immediately কি করতে হয়? (Bsmmu-20)
(ক) Stop blood transfusion
(খ) Give dexamethason
(গ) Give antihistamin
(ঘ) Give adrenalin

১৪। কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডারমাল দেওয়া হয়? (Bsmmu-20)
(ক) বিসিজি
(খ) মামস
(গ) কলেরা
(ঘ) ডিপথেরিয়া

১৫। নিচের কোনটি ক্রোমােজোমাল ডিজিস? (Bsmmu-20)
(ক) এ্যাস্কারিয়াসিস
(খ) ডাউন সিনড্রোম
(গ) এইডস
(ঘ) নেফ্রটিক সিনডােম
১৬। লাইভ ভেকসিন কোনটি? (Bsmmu-20)
(ক) ডিপিটি
(খ) বিসিজি
(গ) ডিটি
(ঘ) টিটি

১৭। নিচের কোনটি রক্তক্ষরণ জনিত স্ট্রোকের উপসর্গ? (Bsmmu-20)
(ক) ত্বকের অনুভূতি না থাকা
(খ) উচ্চ রক্তচাপ
(গ) মাংশপেশীর দূর্বলতা
(ঘ) হঠাৎ প্রচন্ড মাথা

১৮। Burn-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কি? (Bsmmu-20)
(ক) ড্রেসিং
(খ) এন্টিবায়ােটিক
(গ) Fluid রিসাসসিটেশন
(ঘ) ব্যাথা নাশক প্রয়ােগ

১৯। মারমার (Murmur) হলাে— (Bsmmu-20)
(ক) ফুসফুসের শব্দ
(খ) হৃদপিন্ডের শব্দ
(গ) পাকস্থলির শব্দ
(ঘ) যকৃতের শব্দ

২০। Eclampsia সাধারণত নিম্নের কোন পরীক্ষা করে বােঝা যায়? (Bsmmu-20)
(ক) Pulse
(খ) Blood pressure
(গ) Temperature
(ঘ) Heart sound

২১। নিম্নের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় (Bsmmu-20)
(ক) কেসিন
(খ) অ্যামাইনাে এসিড
(গ) ওমেগা ৩ ফ্যাটি এসিড
(ঘ) গ্লুকোজ


২২। কলেরা বা ডায়েরিয়ায় রােগীকে খাবার স্যালাইন দেয়া হয় কেন? (BSMMU-19)
(ক) ডায়েরিয়ায় প্রতিরােধ করার জন্য
(খ) পানির ঘাটতি পূরণের জন্য 
(গ) দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
(ঘ)  শক্তি বৃদ্ধির জন্য

২৩। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত? (BSMMU-19)
(ক) ডিম এর শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
(খ) বরফ বা পরিষ্কার কলের পানি দেয়া
(গ) লবণ পানি দেয়া 
(ঘ) নারিকেলের তেল দেয়া


২৪। যক্ষার জীবাণু আবিষ্কার করেন কে? (Bsmmu-19) 
(ক) রবার্ট কচ
(খ) লুই পাস্তুর 
(গ) লিয়েন হুক
(ঘ) লোনাল্ড রস 


২৫। লাইভ ভ্যাকসিন নিচের কোনাট (Bsmmu-19)
(ক) কলেরা
(খ) হেপাটাইটিস
(গ) বিসিজি
(ঘ) মামস


২৬।  ইন্ট্রাডারমাল- কোন ভ্যাকসিন দেয়া হয়? (Bsmmu-19)
(ক) হেপাটাইটিস
(খ) কলেরা
(গ) বিসিজি
(ঘ) মামস



২৭। Following infection can be transferred through transfusion? (Bsmmu-16)
(ক) Tuberculosis 
(খ) Enteric fever 
(গ) Leprosy 
(ঘ) Hepatitis C virus
উত্তর: ??


২৮। পানিবাহিত রােগ কোনটি? (Bsmmu-16)
(ক) Rabies
(খ) AIDS
(গ) Diarrhea
(ঘ) Jaundice
উত্তর: ??

২৯। Whooping cough-এর জীবাণুর নাম কি? (Bsmmu-16)
(ক) Bordetella pertussis
(খ) Yersinia pestius
(গ) Treponema pallidum
(ঘ) Cl. Tetani
উত্তর: ??


৩০। Bird Flue-এর জীবানুর নাম কি? (Bsmmu-16)
(ক) Avian Influenza
(খ) H5N1
(গ) BacillasAnthrasis
(ঘ) None
উত্তর: ??

৩১। নবজাতকের ডায়ারিয়া কোন জীবানু দ্বারা হয়? (Bsmmu-16)
(ক) Rota virus
(খ) Vibrio cholera
(গ) Bordetella pertusis
(ঘ) Shigella
উত্তর: ??


৩২। জিকা ভাইরাস কোন মসার কামড়ে হয়? (Bsmmu-16)
(ক) Ades Mosquito
(খ) Taste Fly
(গ) House fly
(ঘ) Culex mosquito
উত্তর: ??

৩৩। Parasite জনিত রােগ কোনটি?(BsImmu-16)
(ক) AIDS
(খ) Jondice
(গ) Malaria
(ঘ) Rabies
উত্তর: ??


৩৪। Communicable disease কোনটি নয়? (Bsmmu-16)
(ক) Diarhoea
(খ) Cholera
(গ) Malaria
(ঘ) IHD
উত্তর: ??

৩৫। Hypokalemia দেখা দেয় যখন রক্তে কম থাকে-- (Bsmmu-16) 
(ক) Potassium 
(খ) Calcium 
(গ) Sodium
(ঘ) None
উত্তর: ??


৩৬। ঘনঘন শ্বাস নেওয়া কোন রােগের লক্ষণ? (Bsmmu-16) 
(ক) Pneumonia 
(খ) Pneumothorax 
(গ) Tuberculosis
(ঘ) None
উত্তর: ??

৩৭। কোনটি Isotoaic Solution? (Bsmmu-16)
(ক) 0.9% normal saline
(খ) 5% DA
(গ) 5% DNS
(ঘ) কোনটিই নয়
উত্তর: ??


৩৮। Most common organism of diarrhea in children? (Bsmmu-13)
(ক) Rota virus
(খ) E. coli
(গ) V. cholera
(ঘ) Salmonella
উত্তর: ??

৩৯। Complication of urinary catheter is? (Bsmmu-13) 
(ক) Urinary tract infection
(খ) Deep vein thrombosis 
(গ) Injury to the bladder 
(ঘ) Sepsis
উত্তর: ??


৪০। AIDS means-- (Bsmmu- 11, 13)
(ক) Acute immune deficiency syndrome
(খ) Acute immune disease syndrome
(গ) Acquired immune deficiency syndrome
(ঘ) Acquired immune disease syndrome
উত্তর: ??

৪১। Infectious disease such as hepatitis B & C become a reservoir for pathogen in-- (Bsmmu-13)
(ক) The urinary tract
(খ) The reproductive tract
(গ) Blood
(ঘ) The respiratory tract
উত্তর: ??


৪২. For destruction of spore bearing organism which method is effective? (Bsmmu-13)
(ক) Wash with sprit
(খ) Wash with soap water
(গ) Heat sterilization
(ঘ) Autoclave
উত্তর: ??


৪৩. Following are antibiotic except? (Bsmmu-13)
(ক) Nalidixic acid
(খ) Fusidic acid
(গ) Frusemide
(ঘ) Vancimycin
উত্তর: ??

৪৪. Following vaccine are given in EPI except? (Bsmmu-13)
(ক) BCG
(খ) Measles
(গ) Polio
(ঘ) Mumps
উত্তর: ??


৪৫. About mannitol which one is correct? (Bsmmu-13)
(ক) Used in shock patient
(খ) Given very slowly
(গ) Only used in neurological patient
(ঘ) Give within 20-30 min for reducing ICP
উত্তর: ??

৪৬. Common complication of IV infusion? (Bsmmu-13)
(ক) Hypotension
(খ) Vomiting
(গ) Pyrogenic reaction
(ঘ) DVT
উত্তর: ??


৪৭. Which drug is used in nebulization? (Bsmmu-13)
(ক) Adrenalin
(খ) Dexamethasone
(গ) Hydrocortisone
(ঘ) Salbutamol
উত্তর: ??

৪৮. নবজাতকের Convulsion হলে Immediately কী করতে হয়? (Bsmmu-13)
(ক) P/R Paracetamol
(খ) Phenobarbiton
(গ) P/R Diazepam
(ঘ) Hydrodcortisone
উত্তর: ??


৪৯. Shock is a... (Bsmmu-12)
(ক) severe diseases
(খ) a symptom 
(গ) syndrome
(ঘ) cardiac arrest
উত্তর: ??

৫০. Signs and symptoms of diabetes isn't includes..
(ক) Polynuria (Bsmmu-12)
(খ) Anuria
(গ) Polyphagia
(ঘ) Polydipsia
উত্তর: ??


৫১. Dengue fever causes by? (Bsmmu-11)
(ক) Parasite
(খ) Bacteria
(গ) Fungus
(ঘ) RNA virus 
উত্তর: ??

৫২. HIV has been isolated from-- (Bsmmu-11)
(ক) Blood
(খ) Tears
(গ) Saliva
(গ) All of above
উত্তর: ??


৫৩. কোনটি পানিবাহিত রােগ?(Bsmmu-11)
(ক) হাম
(খ) যক্ষ্মা
(গ) ইনফ্লুয়েঞ্জা
(ঘ) টাইফয়েড
উত্তর: ??


৫৪। কোনটি ছোঁয়াচে রােগ?(Bsmmu-10, 11 )
(ক) বাতজ্বর। |
(খ) পাঁচড়া
(গ) হাঁপানি
(ঘ) রাতকানা
উত্তর: ??


৫৫। Protective isolation is an essential for the treatment of-- (Bsmmu-11)
(ক) Peptic ulcer disease
(খ) LVF
(গ) Chronic bronchial asthma
(ঘ) Burn patient
উত্তর: ??

৫৬। What type of fluid does a newborn of weight 3000gms should get within 24 hours? (BSMMU-11)
(ক) 10% dextrose in 0.225% normal saline
(খ) 5% DNS
(গ) 5% dextrose in 0.225% normal saline
(ঘ) 10% DA
উত্তর: ??


৫৭। পেনিসিলিন তৈরিতে কি ব্যবহৃত হয়? (Bsmmu-10,11)
(ক) শৈবাল 
(খ) ফার্ণ 
(গ) ছত্রাক 
(ঘ) মস
উত্তর: ??

৫৮। Following infection can be prevented by vaccination except? (Bsmmu-13)
(ক) Hepatitis B virus
(খ) Hepatitis C virus
(গ) Poliomyelitis
(ঘ) Tetanus
উত্তর: ??


৫৯। Components of the oral saline? (Bsmmu-10)
(ক) Na+, K+Cl+, HCO3
(খ) Na+, k+, Cl+, Ca+
(গ) K+, CI+, HCO3, Ca
(ঘ) Na+, K+, HCO3, Mg+
উত্তর: ??

৬০। Peptic ulcer diseases may occur except? (Bsmmu-10)
(ক) H. pylorie
(খ) Infection 
(গ) Steroids intake
(ঘ) Sodium citrate ingestion
উত্তর: ??

৬১। নিচের কোন রােগটির জন্য সাধারণত অপরিচ্ছন্নতা দায়ী? (Bsmmu-10)
(ক) আমাশয
(খ) ডায়রিয়া
(গ) কলেরা
(ঘ) খােস-পাচড়া
উত্তর: ??

৬২। Following are anticonvulsant drug except-(Bsmmu-10)
(ক) Diazepam
(খ) Phenytoin
(গ) Amphetamine
(ঘ) Midazolam
উত্তর: ??

৬৩। Anticoagulant drug is-- (Bsmmu-10)
(ক) Warfarin
(খ) Aspirin
(গ) Dopamine
(ঘ) Adrenalin
উত্তর: ??


৬৪। কোন রােগের কারণে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়? (Bsmmu-10)
(ক) চোখের অঞ্জলী
(খ) কামেলা (জন্ডিস)
(গ) চোখের ছানি
(ঘ) চোখ উঠা
উত্তর: ??

৬৫। এইচআইভি ভাইরাস দেহের কি ক্ষতি করে? (Bsmmu-10)
(ক) রক্ত শােষণ করে
(খ) রােগ প্রতিরােধ কোষকে আক্রমণ করে
(গ) অন্ত্রে ক্যান্সার সৃষ্টি করে
(ঘ) কানের লতিতে গুটি সৃষ্টি করে
উত্তর: ??


৬৬। Antiemetics drug is-(Bsmmu-10)
(ক) Ondansatrone
(খ) Pethidine
(গ) Dopamine
(ঘ) Paracetamol
উত্তর: ??

৬৭। Which one is antibiotic? (Bsmmu-10)
(ক) Meropenem
(খ) Frusemide
(গ) Phenobarbitone
(ঘ) Omeprazole
উত্তর: ??


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url