নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৭

পরীক্ষার তারিখ : ২০.১১.২০১৭; সময় : ১ ঘন্টা ; পূর্ণমান : ১০০
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]

১। শিশু জন্মের পর Umbilical cord বাধতে হয়—
(ক) ১ মি. পর
(খ) ২ মি. পর
(গ) ৩ মি. পর
(ঘ) ৪ মি. পর
.

২। কোনটি ANC (Ante Natal Care) এর Routine test?
(ক) Urine R/E
(খ) S. Creatinine
(গ) Liver function test
(ঘ) Thyroad function test

৩। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) শেক শুভােদয়া
(ঘ) শূন্য পুরাণ

৪। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) পল্লী কবি জসীমউদ্দীন
(ঘ) মুহম্মদ শহীদুল্লা 

৫। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোনটি সমকোণী ত্রিভুজ হবে?
(ক) 2, 3, 4
(খ) 4, 5, 6
(গ) 3, 4, 7
(ঘ) 3, 4, 5

৬। Complete the sentence : The train had started before—
(ক) We had reached the station.
(খ) We reached the station.
(গ) We were reaching the station.
(ঘ) We had been reaching the station.

৭। বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে—
(ক) ৩ মাস
(খ) ৬ মাস
(গ) ৯ মাস
(ঘ) ১২ মাস

৮। বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) রক্তে
(খ) কিডনীতে
(গ) লিভারে
(ঘ) অস্থিতে

৯।  What is the meaning of 'a bed of roses'?
(ক) bed full of roses
(খ) a comfortable bedroom
(গ) a life only of joy and happiness
(ঘ) a soft rosy hed

১০। ‘লেডি উইথ দি ল্যাম্প’ কার উপাধি?
(ক) সারেজিনি নাইডু
(খ) ফ্লোরেন্স নাইটিংগেল
(গ) মাদার তেরেসা
(ঘ) মারগারেট থেচার

১১। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হলাে—
(ক) নাগরিক অধিকার আইন ১৯৭২
(খ) প্রজাস্বত্ব আইন ১৯৫৫
(গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
(ঘ) বাংলাদেশ পেনাল কোড


১২। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৫ বিয়ােগ করলে বিয়ােগফল ৬ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
(ক) ৩০
(খ) ৩৫
(গ) ৬৫
(ঘ) ১২৫

১৩। সােনিয়ার LMP ০২.০১.২০১৭, ওর EDD- হবে
(ক) ১২.১২.২০১৭
(খ) ৯.১১.২০১৭
(গ) ৯.১০.২০১৭
(ঘ) ৯.১২.২০১৭

১৪। Foetal lie সবচাইতে বেশি হয় কোনটি?
(ক) Longitudinal Lie
(খ) Transverse Lie
(গ) Oblique Lie
(ঘ) Unstalbe Lie

১৫। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৮
(খ) ১৯৪৫
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৪৬

১৬। Apgar Score এ বাচ্চার কোন Condition ধরা হয় না?
(ক) Skin colourate
(খ) Respiratory movement
(গ) Muscle tone
(ঘ) Body weight

১৭। He — home yesterday.
(ক) has come
(খ) came
(গ) comes
(ঘ) come

১৮। মাতৃদুগ্ধদান কালীন mastitis এর complication—
(ক) Breast lump
(খ) Breast nodule
(গ) Breast cancer
(ঘ) Breast abscess

১৯। ‘বেগম’ পত্রিকার সম্পাদক কে?
(ক) নূরজাহান বেগম
(খ) সুলতানা কামাল
(গ) সুফিয়া কামাল
(ঘ) হেনা দাস
.

২০। The bird sings sweetly. Here the underlined word is—
(ক) a verb
(খ) an adverb
(গ) an adjective
(ঘ) a conjunction
.

২১।  এশিয়ার নােবেল নামে খ্যাত—
(ক) পদ্মভূষণ
(খ) ম্যাগসেসে
(গ) আগাখান পুরস্কার
(ঘ) পুলিতজার

২২। 'কারাগারের রােজনামচা' কার রচনা?
(ক) শেখ হাসিনা
(খ) শেখ মুজিবুর রহমান
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আবদুর রব সেরনিয়াবাত

২৩। Female urethra এর length—
(ক) 4 cm
(খ) 6 cm
(গ) 8 cm
(ঘ) 12 cm

২৪। 'ধূমকেতু' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) মীর মশাররফ হােসেন
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) মুহম্মদ আবদুল হাই


২৫। Surgical instrument জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালাে পদ্ধতি কোনটি?
(ক) Boiling
(খ) Autoclave
(গ) Hot air oven
(ঘ) Formaline

২৬। Abortion বলা হয় কত সপ্তাহের আগে?
(ক) ২৮
(খ) ২৯
(গ) ৩০
(ঘ) ৩৬

২৭। নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
(ক) ২৪ মে
(খ) ২৬ মে
(গ) ২৮ মে
(ঘ) ৩০ মে

২৮। কোনটি Uterus এর Contraction করে?
(ক) Inj MgSO4
(খ) Inj Ergometrine
(গ) Inj Pethidine
(ঘ) Inj Cefiaxone

২৯। Ventous delivery কখন করতে হয়?
(ক) 1st stage of labour
(খ) 2nd stage of labour
(গ) Membrane rupture হওয়ার পূর্বে
(ঘ) Fetus এ caput Formation হলে

৩০। Which one is the reflexive pronoun?
(ক) who
(খ) himself
(গ) one
(ঘ) they

৩১। ০.০২ x ০.০১ x ০.০৫ = কত?
(ক) ০.০০০১
(খ) ০.০০০০১
(গ) ০.০০০০০১
(ঘ) ০.০০১

৩২। ‘শর্বরী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) দিবস
(খ) সুন্দর
(গ) শোভা
(ঘ) শীতল

৩৩। জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়?
(ক) Macrocephalus
(খ) Cephalo hematoma
(গ) Hydrocephalus
(ঘ) Hydronephrosis

৩৪। (x/6) + 2 = (x/2) হলে x এর মান নিচের কোনটি?
(ক) 3
(খ) 4
(গ) 6
(ঘ) 8

৩৫। কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম?
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) পানি
(খ) পানি
(ঘ) তেল

৩৬। EDD (Expected date of Delivery) গোণা হয়—
(ক) LMP থেকে ৯ মাস + ৭ দিন
(খ) LMP থেকে ১০ মাস + ৭ দিন
(গ) LMP থেকে ৯ মাস বিয়ােগ ৭ দিন
(ঘ) LMP থেকে ১০ মাস ১০ দিন

৩৭। Loading does of MgSO4 এ দেয়া হয়—
(ক) 10 gm  MgSO4
(খ) 8 gm MgSO4
(গ) 12 gm  MgSO4
(ঘ) 6 gm  MgSO4

৩৮। গর্ভবতী মায়ের পা ফুলে গেলে কিভাবে শােয়ার উপদেশ দিতে হয়?
(ক) বাম কাতে
(খ) ডান কাতে
(গ) চিত হয়ে
(ঘ) উপুর হয়ে

৩৯। বাংলা ভাষায় বর্ণ কয়টি?
(ক) ৩৯টি
(খ) ৪৯টি
(গ) ৪৫টি
(ঘ) ৪২টি
.

৪০। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
(ক) কে আর্তনাদ
(খ) শঙ্খনীল কারাগার
(গ) জাহান্নাম হইতে বিদায়
(ঘ) কাঁটাতারে প্রজাপতি

৪১। কোনটি Obstetrics Emergency?
(ক) Hyperemesis
(খ) PPH
(গ) Post maturity
(ঘ) Previous 2 c/s

৪২। রক্ত সগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে?
(ক) সেফালিক
(খ) র্যাসিলিক
(গ) ফিমােরাল
(ঘ) মিডিয়ান কিউবিটাল

৪৩। What is the verb of the word 'ability'?
(ক) enable
(খ) ableness
(গ) ably
(ঘ) able

৪৪। বাংলাদেশের সংবিধান এ যাবৎ কতবার সংশােধন করা হয়েছে?
(ক) ১৪
(খ) ১৬
(গ) ১২
(ঘ) ৭৫
.

৪৫। a + 3 + (1/a) = 0 হলে a3 + (1/a3 )= কত?
(ক) 18
(খ) 20
(গ) – 18
(ঘ) – 20
 
৪৬। Some days— since my father died.
(ক) are passed
(খ) passed
(গ) have passed
(ঘ) had passed

৪৭। কোনটি Early Pregnancy এর Symptom নয়?
(ক) Nausea
(খ) Frequency of micturation
(গ) P/V bleeding
(ঘ) Morning sickness

৪৮। Ligation অপারেশন কোথায় করা হয়?
(ক) Uterus
(খ) Ovary
(গ) Cervix
(ঘ) Fallopian tube

৪৯। পােলিও রােগের টিকার নাম কি?
(ক) DPT
(খ) OPV
(গ) BCG
(ঘ) TT

৫০। কোনটি Newbom baby’র Umbilical stump এ apply করা হয়?
(ক) povidon iodine
(খ) chlorhexidine
(গ) clotrimazol
(ঘ) Antibiotic

৫১। I said to him, "Is he a Doctor?" Turn the sentence into indirect speech.
(ক) I said to him that he was a doctor.
(খ) I said to him whether he is a doctor.
(গ) I asked him whether he is a doctor.
(ঘ) I asked him whether he was a doctor.

৫২। যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে তাকে কী বলে?
(ক) বন্ধ্যা
(খ) কাকবন্ধ্যা
(গ) অনূঢ়া
(ঘ) ফুলটুসি

৫৩। বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার (MMR) কত?
(ক) 1.7/100 live birth
(খ) 1.47/1000 live birth
(গ) 2.7/1000 live birth
(ঘ) 0.7/1000 live birth

৫৪। Umbilical cord-এ কয়টি Vessel থাকে? 
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি 

৫৫। No sooner had he left— I came
(ক) then
(খ) than
(গ) when
(ঘ) after

৫৬। BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি?
(ক) বাংলাদেশ
(খ) মিয়ানমার
(গ) থাইল্যান্ড
(ঘ) নেপাল

৫৭। Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয়।
(ক) Ovary তে হয়
(খ) Fallopian tube এ হয়
(গ) Cervix এ হয়
(ঘ) Uterus এ হয়

৫৮। ‘গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ—
(ক) বেহিসাবি
(খ) ভূমিকা
(গ) অলস
(ঘ) অপদার্থ

৫৯। LARC এর অন্তর্গত নয়—
(ক) Inj DMPA
(খ) CT insertion
(গ) Implanon
(ঘ) OC pill

৬০। কিভাবে Fetal distress বুঝা যায়?
(ক) FHR দেখে
(খ) Fetal wt নির্ণয় করে
(গ) Amniotic fluid এর পরিমাণ দেখে
(ঘ) মায়ের Blood pressure দেখে

৬১। WHO অনুযায়ী কমপক্ষে কতবার ANC করা উচিত?
(ক) ৩ বার
(খ) ৪ বার
(গ) ২ বার
(ঘ) ৫ বার

৬২। Primary PPH-এর কারণ—
(ক) Puerperal sepsis
(খ) Mastitis
(গ) Prolong labour
(ঘ) Maternal DM

৬৩। IUGR Baby'র ক্ষেত্রে বেশি হয় কোনটি?
(ক) Asphyxia
(খ) Hypoglycaemia
(গ) Hypothermia
(ঘ) Hyperthermia

৬৪। He pleaded with me— justice.
(ক) about
(খ) with
(গ) for
(ঘ) on

৬৫। কোনটি Prolong labour-এর কারণ?
(ক) Multipara
(খ) PROM
(গ) Inadequate uterine
(ঘ) Multiple pregnancy

৬৬। চোখের বালি' শব্দের অর্থ কী?
(ক) প্রতারণা
(খ) ক্ষণমাত্র
(গ) চক্ষুশূল
(ঘ) দিশেহারা

৬৭। AABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB ও AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
(ক) ২৪০°
(খ) ২৭০°
(গ) ২৮০°
(ঘ) ৩২০°

৬৮। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল—
(ক) আরাকান
(খ) চন্দ্রদ্বীপ
(গ) মগধরাজ্য
(ঘ) ইয়াঙ্গুন

৬৯। Eclampsia সাধারণত কি পরীক্ষা করে বুঝা যায়?
(ক) Pulse
(খ) Blood pressure
(গ) Temperature
(ঘ) Heartsound

৭০। ‘আত্মজা’র সমার্থক শব্দ কোনটি?
(ক) দুহিতা
(খ) রমণী
(গ) ঈশ্বর
(ঘ) জায়া

৭১। উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম—
(ক) পানি খাওয়া
(খ) দুধ খাওয়া
(গ) দুধ খাবার খাওয়া
(ঘ) ভাত খাওয়া

৭২। বাংলা সাহিত্যে প্রথম নাটক—
(ক) ভদ্রার্জুন
(খ) আলালের ঘরের দুলাল
(গ) দুর্গেশ নন্দিনী
(ঘ) বসন্ত কুমারী

৭৩। Growing mile stone বলতে বুঝায় না—
(ক) বসতে শিখা
(খ) হাটতে পারা
(গ) দৌড়াইতে পারা
(ঘ) দাঁত উঠা

৭৪। কোনটি জরায়ুর অংশ নয়?
(ক) Fundus
(খ) Body
(গ) Vagina
(ঘ) Cervix

৭৫। Neonatal jaundice এর চিকিৎসা—
(ক) পূর্ণ বিশ্রাম
(খ) বেশি করে পানি খাওয়া
(গ) সকালের সূর্যের আলাে
(ঘ) দুপুরের সূর্যের আলাে

৭৬। I prefer tea - coffee.
(ক) than
(খ) with
(গ) to
(ঘ) since

৭৭। Which one is plural?
(ক) Each
(খ) Someone
(গ) Anyone
(ঘ) None of these

৭৮। চাচা কাহিনী' কার রচনা?
(ক) আবুল মনসুর আহমদ
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ শামসুল হক

৭৯। কোনটি Hypovolumic Shock এর লক্ষণ?
(ক) Bradycardia
(খ) BP Headache
(গ) Headache
(ঘ) Urine output

৮০। হাসাহাসি' কোন সমাস?
(ক) দ্বিগু
(খ) তৎপুরুষ
(গ) কর্মধারয়
(ঘ) ব্যতিহার বহুব্রীহি সমাস

৮১। বাংলা সাহিত্যে সনেট' রচনার প্রবর্তক কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) বিদ্যাসাগর
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) বিহারীলাল চক্রবর্তী

৮২। Everyone should respect — teachers.
(ক) one's
(খ) own
(গ) their
(ঘ) his

৮৩। প্রসব পরবর্তী জটিলতা—
(ক) চোখে ঝাপসা দেখা
(খ) পিউপােরিয়াল সেপসিস
(গ) অপুষ্টি
(ঘ) ভিটামিনের অভাব

৮৪। HIV ছড়ায়—
(ক) অনিরাপদ পানির মাধ্যমে
(খ) খাদ্যের মাধ্যমে
(গ) কাপড়ের মাধ্যমে
(ঘ) রক্তের মাধ্যমে

৮৫। কোনটি High risk pregnancy?
(ক) মায়ের উচ্চতা > ৫'২”
(খ) Hypertension in pregnancy
(গ) Primigravida < 30 years
(ঘ) UTI in pregnancy

৮৬। নিম্নের কোন ভগ্নাংশটি ২-এর চেয়ে বড়?
(ক) (৩০/৬১)
(খ) (৩২/৬৫)
(গ) (২৯/৫৯)
(ঘ) (৩১/৬০)

৮৭। নবজাতকের ওজন বেশি ধরা হয়—
(ক) ৩ kg র বেশি হলে
(খ) ৪ kg র বেশি হলে
(গ) ৩.৫ kg র বেশি হলে
(ঘ) ৫ kg র বেশি হলে

৮৮। Pregnancy তে কোনটি Breast change নয়?
(ক) Breast size increases
(খ) Areola becomes pink
(গ) Breast secretion
(ঘ) Secondary areola appear

৮৯। চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়?
(ক) মনােসাইড
(খ) এডিস
(গ) এ্যানােফিলিস
(ঘ) কিউলেক্স
৯০। Post nature pregnancy কখন হয়?
(ক) >36 wks
(খ) > 40 wks
(গ) > 42 wks
(ঘ) > 43 wks

৯১। পেন্টা Vaccine এ কয়টি রােগের টিকা থাকে—
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি

৯২। Cx dilatation কত cm হলে partograph রু করা হয়?
(ক) 6 cm
(খ) 4 cm
(গ) 5 cm
(ঘ) 8 cm

৯৩। The word 'paranoid' is connected with—
(ক) philosophy
(খ) psychology
(গ) anthropology
(ঘ) theology

৯৪। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘােষণা করে জাতিসংঘের কোন সংস্থা?
(ক) ইউএনডিপি
(খ) ইউনেস্কো
(গ) ইউনিসেফ
(ঘ) আইএলও

৯৫। বৃক্ষ সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) ভিটামিন

৯৬। ধারালাে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালাে পদ্ধতি
(ক) Autoclave
(খ) Chemical Sterilization
(গ) Boiling
(ঘ) Formaline

৯৭। a(a + b), ab(a +b)2 এর গ. সা. গু কত?
(ক) a(a + b)
(খ) ab(a +b)
(গ) a + b
(ঘ) a(a +b)2

৯৮। Try hard lest you—fall.
(ক) may
(খ) might
(গ) should
(ঘ) would

৯৯। কোনটি True labour এর বৈশিষ্ট্য ?
(ক) Continuous pain
(খ) Cervical dilatation
(গ) Excessive p/v bleeding
(ঘ) Formation of caput

১০০। সাধারণত Pulse দেখা হয় কোন ধমনীতে?
(ক) Brachial
(খ) Ulnar
(গ) Radial
(ঘ) Axillary

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous June 2, 2024 at 9:24 PM

    47 এর উত্তর ভুল আছে উত্তর B হবে

  • Anonymous
    Anonymous June 2, 2024 at 9:27 PM

    50 এর উত্তর ভুল উত্তর B হবে

Add Comment
comment url