পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৮

পরীক্ষার তারিখ : ১১.০৫.২০১৮; সময় : ৪৫ মিনিট; পূর্ণমান : ৭০

১। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর' কার উপাধি?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


২। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা' এর প্রণেতা কে?
(ক) কাজী আব্দুল ওদুদ
(খ) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) রাজশেখর বসু
(ঘ) সুবলচন্দ্র মিত্র

৩। শ্রীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
(ক) প্রাচীন যুগ
(খ) মধ্যযুগ
(গ) প্রাগৈতিহাসিক যুগ
(ঘ)  আধুনিক যুগ


৪। সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ১০টি
(ঘ) ৪টি

৫। উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলাে কত ভাগে বিভক্ত?
(ক) ৫ ভাগে
(খ) ৬ ভাগে
(গ) ৭ ভাগে
(ঘ) ৮ ভাগে


৬। নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
(ক) নিবাস
(খ) বড়াই
(গ) মনমাঝি
(ঘ) ছাত্রকে

৭। নিষ্পত্তি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নিঃ + পত্তি
(খ) নিঃ + স্পত্তি
(গ) নি + পত্তি
(ঘ) নিস্ + পত্তি


৮। তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
(ক) ইংরেজি
(খ) ফারসি
(গ) পর্তুগিজ
(ঘ) তুর্কি
.

৯। বীজন' শব্দের অর্থ কী?
(ক) পাখা
(খ) জনহীন
(গ) বীজবপন
(ঘ) মজন


১০। কোনটি দেশি শব্দ?
(ক) পেঁপে
(খ) আসন
(গ) চেহারা
(ঘ) ঢেঁকি

১১। Practice makes a man perfecť—
(ক) অভ্যাস মানুষকে নিখুঁত করে
(খ) মানুষ অভ্যাসের দাস
(গ) গাইতে গাইতে গায়েন
(ঘ) চর্চা সাফল্যের চাবিকাঠি


১২। ‘বানি’ শব্দের অর্থ কী?
(ক) স্বর্ণকারের মজুরি
(খ) কথা
(গ) বক্তব্য
(ঘ) তীর

১৩। দুহাত যার সমানে চলে'- এর বাক্যসংকোচন কোনটি?
(ক) দেহাতি
(খ) সব্যসাচি
(গ) সব্যসাচী
(ঘ) দোহাতি


১৪। 'Consul' এর বাংলা পরিভাষা কোনটি?
(ক) পরামর্শক
(খ) বাণিজ্যদূত
(গ) সুপারিশকারী
(ঘ) উপদেষ্টা

১৫। নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন?
(ক) কমল
(খ)  উৎপল
(গ) শতদল
(ঘ) মধুকর


১৬। নিত্য সমাসের উদাহরণ :
(ক) প্রতিপক্ষ
(খ) প্রতিবাদ
(গ) দর্শনমাত্র
(ঘ) সেতার


১৭। ফুলে ফুলে ভরেছে বাসর'-কোন কারকে কোন বিভক্তি :
(ক) অধিকরণে ৭মী
(খ) অপাদানে ৭মী
(গ) কর্মে ৭মী
(ঘ) করণে ৭মী

১৮। “আঁশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তােমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা' বলে বন্ধ করােনি প্রভু, - চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ?
(ক) বিদ্রোহ
(খ) প্রার্থনা
(গ) মানুষ
(ঘ) আবেদন


১৯। নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) জেষ্ঠ্য
(খ) জ্যেষ্ঠ্য
(গ) জ্যেষ্ঠ
(ঘ) জ্যাষ্ঠ

২০। ‘চাদের পাহাড়’ কার রচনা?
(ক) জীবনানন্দ দাশ
(খ) আল মাহমুদ
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) অবধূত


২১। In the interest--- safety, smoking is forbidden.
(ক) for
(খ) of
(গ) with
(ঘ) to

২২। What is the synonym of lunatic'?
(ক) same
(খ) hap
(গ) plain
(ঘ) mad


২৩। Which of the following is in plural form?
(ক) datum
(খ) media
(গ) analysis
(ঘ) radius

২৪। There were --- guests than I expected.
(ক) less
(খ) lesser
(গ) few
(ঘ) fewer


২৫। Safina wore a beautiful necklace made __ silver.
(ক) by
(খ) with
(গ) of
(ঘ) off

২৬। 'Brain-box' means :
(ক) idea
(খ) intelligent person
(গ) thought
(ঘ) wit


২৭। Which one of the following words is in feminine form?
(ক) nun
(খ) boar
(গ) drone
(ঘ) emperor


২৮। The plural form 'ox':
(ক) oxes
(খ) oxen
(গ) oxis
(ঘ) bullock


২৯। Which one of the following is a neuter gender?
(ক) student
(খ) chairman
(গ) vixen
(ঘ) table

৩০। Which one is not synonym of definite?
(ক) bound
(খ) certain
(গ) guaranteed
(ঘ) vague


৩১। 'We read novels' - passive voice
(ক) Novels is read by us.
(খ) Novels are read by us.
(গ) Novels are read by we.
(ঘ) Novels are being read by us.

৩২। Find the pair of words similar to Hospital : Patient.
(ক) Spouse : Divorce
(খ) Artist : Imitation 
(গ) Counselor : Advice
(ঘ) Restaurant : Customer


৩৩। The synonym of 'exposed' is :
(ক) open
(খ) backyard
(গ) hidden
(ঘ) canvass

৩৪। The antonym of pure' is :
(ক) hard
(খ) rough
(গ) adultarated
(ঘ) acute

৩৫। Which is correctly spelt?
(ক) coffi
(খ) coffee
(গ) coffee
(ঘ) coffe
.

৩৬। The act of doing deliberate damage to something is called :
(ক) sabbath 
(খ) sabolage
(গ) saboteur
(ঘ) subpar

৩৭। Many a little pickle makes a—. Fill in the blank space
(ক) tickle
(খ) sickle
(গ) mickle
(ঘ) blackle


৩৮। 'Pay careful attention to something' is meant by
word :
(ক) look
(খ) see
(গ) feel
(ঘ) heed

৩৯। 'In black and white' means :
(ক) verbally
(খ) in writing
(গ) falsely
(ঘ) in color


৪০। It is time for—his bad habits.
(ক) changes
(খ) changed
(গ) changing
(ঘ) change

৪১। ২০, ২৩, ২৬, ২৯, ....... ধারাটির ৩১তম পদ কত?
(ক) ১০৩
(খ) ১০৭
(গ) ১১০
(ঘ) ১১৩


৪২। ১ হতে ৫০ এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে?
(ক) ১৪টি
(খ) ১৫টি
(গ) ১৬টি
(ঘ) ১৭টি

৪৩। কোনাে আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত?
(ক) ৪৫০০ টাকা 
(খ) ৪৮০০ টাকা
(গ) ৫১০০ টাকা
(ঘ) ৫৪০০ টাকা


৪৪। নিচের ভগ্নাংশগুলাের মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
(ক) ৫/৬
(খ) ১১/১২
(গ) ৭৫/১০০
(ঘ) ৯/১১

৪৫। ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
(ক) ৮৮০ টাকা
(খ) ৯৪০ টাকা
(গ) ৯৬০ টাকা
(ঘ) ৯৮০ টাকা

 
৪৬। ১.৮ হেক্টর সমান কত একর?
(ক) ৪.৮ একর
(খ) ৪.৭৫ একর
(গ) ৪.২ একর
(ঘ) ৪.৫ একর

৪৭। a + b = ৪ ও ab = 15 হলে a2 – b2 সমান কত?
(ক) 16
(খ) 39
(গ) 36
(ঘ) 49


৪৮। ৪: ১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
(ক) ১ : ৪
(খ) ২ : ৪
(গ) ৪ : ২
(ঘ) ৪ : ১

৪৯। ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে ১টি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু
হ্রাস পেল?
(ক) ৬৪%
(খ) ৪৪%
(গ) ৩৬%
(ঘ) ২০%


৫০। x=3 হলে 9x2 + 17x + 25 এর মান কত?
(ক) 1
(খ) 64
(গ) 19
(ঘ) –71
.

৫১। (x/3) – (x/5) = 2 এর সমাধান নিচের কোনটি?
(ক) 1
(খ) 3
(গ) 12
(ঘ) 15


৫২। কোন ৯সংখ্যার এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের পার্থক্য ২.৫?
(ক) ৯
(খ) ১৮
(গ) ৩০
(ঘ) ৩৬

৫৩। If 24y = 256, then 3y equals :
(ক) 3
(খ) 8
(গ) 9
(ঘ) 10


৫৪। x2  – √5x + 1 = 0, find value of {x – (1/ x2}
(ক) 1
(খ) √5
(গ) 3
(ঘ) 2√5

৫৫। ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ সময় বেশি লাগবে?
(ক) ২ গুণ
(খ) ২.৫ গুণ
(গ) ২.৭৫ গুণ
(ঘ) ৩ গুণ

৫৬। এ বছর কোন তারিখে World Hand Hygiene Day পালন করা হয়েছে?
(ক) ৫ মে
(খ) ৭ মে
(গ) ৮ মে
(ঘ) ৬ মে


৫৭। স্বাধীনতা যুদ্ধে সমগ্র রণাঙ্গনকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
(ক) ৯টি
(খ) ১০টি
(গ) ১১টি
(ঘ) ১২টি

৫৮। মানুষের শরীরে কত জোড়া ক্রোমােজোম রয়েছে?
(ক) ৬ জোড়া
(খ) ২৩ জোড়া
(গ) ৩৩ জোড়া
(ঘ) ৪৬ জোড়া


৫৯। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
(ক) ৩০০
(খ) ৩৩০
(গ) ৩৪৫
(ঘ) ৩৫০

৬০।  বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ৩%
(খ) ২.৮%
(গ) ১.৮%
(ঘ) ১.১%

৬১। ২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
(ক) ২৩তম
(খ) ২৪তম
(গ) ২৫তম
(ঘ) ২৬তম
.


৬২। Ebola কী?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) রােগ
(ঘ) ফসলের জাত

৬৩। চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় :
(ক) রােবেটিক্সে
(খ) বায়ােমেট্রিক্সে
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ
(ঘ) বায়ােইনফরমেটিক্সে


৬৪। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ রাষ্ট্র?
(ক) ৫ম
(খ) ৬ষ্ঠ
(গ) ৭ম
(ঘ) ৮ম

৬৫। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ?
(ক) বাংলাদেশ
(খ) মােনাকো
(গ) সিঙ্গাপুর
(ঘ) দ্য ম্যাকাও

৬৬। DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
(ক) বায়ােমেট্রিক্স
(খ) বায়ােইনফরমেটিক্স
(গ) রােবােটিক্স
(ঘ) জেনেটিক্স


৬৭। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৯
(খ) ১৯৫১
(গ) ১৯৫৬
(ঘ) ১৯৫৭

৬৮। টেন্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বশেষ র্যাঙ্কিং কত?
(ক) ৭ম
(খ) ৮ম
(গ) ৯ম
(ঘ) ১০ম


৬৯। এখন হিজরি সনের কততম মাস চলছে?
(ক) ৬ষ্ঠ মাস
(খ) ৭ম মাস
(গ) ৮ম মাস
(ঘ) ৯ম মাস

৭০। বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
(ক) ১১ এপ্রিল
(খ) ১১ মে
(গ) ১১ জুন
(ঘ) ১১ জুলাই

কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url