নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৮

বাংলা অংশ
১। কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?(ক) সংবাদ প্রভাকর
(খ) বাঙ্গাল গেজেট
(গ)সম্বাদ কৌমদী
(ঘ)সমাচার দর্পণ
২। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা__
(ক) চণ্ডীদাস
(খ) মুকুন্দরাম চক্রবর্তী
(গ) ভারতচন্দ্র
(ঘ) বিপ্রদাস পিপিলাই
(ক) ঘরে বাইরে
(খ) শেষের কবিতা
(গ) কৃষ্ণকান্তের উইল
(ঘ) নৌকাডুবি
৪। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
(ক) আবু জাফর ওবায়দুল্লাহ্
(খ) শামসুর রাহমান
(গ) মাহবুব-উল-আলম চৌধুরী
(ঘ) নির্মলেন্দু গুণ
(ক) লাইলী মজনু
(খ) ইউসুফ জোলেখা
(গ) পদ্মাবতী
(ঘ) মনোহর মধুমালতী
৬। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
(ক) রাজা রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ক) ১৭৯৯
(খ) ১৮০০
(গ) ১৮০১
(ঘ) ১৮০২
৮। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে?
(ক) ১৯১২ সালে
(খ) ১৯১৩ সালে
(গ) ১৯১৪ সালে
(ঘ) ১৯১৯ সালে
(ক) প্যারীচাঁদ মিত্রকে
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(ঘ) রাজা রামমোহন রায়কে
১০। ‘ব্রজবুলি’ ভাষঅর স্রষ্ট্রা কে?
(ক) মাধবাচার্য
(খ) চণ্ডীদাস
(গ) গোবিন্দ দাস
(ঘ) বিদ্যাপতি
(ক) মাগুরা
(খ) যশোর
(গ) খুলনা
(ঘ) সাতক্ষীরা
১২। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য?
(ক) হাঙর নদী গ্রেনেড
(খ) চিলেকোঠার সেপাই
(গ) নেমেসিস
(ঘ) কবর
(ক) গৌড়ের
(খ) চট্রগ্রামের
(গ) মিথিলার
(ঘ) নেপালের
১৪। চর্যাপদের আদি কবি কে?
(ক) কাহুপা
(খ) লুইপা
(গ) ঢেণ্ডনপা
(ঘ) শবরুপা
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
EngLish
1. The passive form of the sentence ‘I have killed the bird ‘ is_
(a) The bird has killed by me.
(b) The bird has been killed by me.
(c) The bird have been killed by me.
(d) The bird has been being killed by me.
2. What type of noun is kindness?
(a) Common
(b) Abstract
(c) Proper
(d) Material
(a) on
(b) with
(c) from
(d) in
4. A mayor is an elected person who runs a _______
(a) State
(b) City
(c) County
(d) Country
(a) a
(b) an
(c) the
(d) none of these
6. What is the adjective of the ‘tax’?
(a) Texasion
(b) Taxing
(c) Tazable
(d) Taxability
(a) deers
(b) deerese
(c) deeres
(d) deer
8. I was waiting Ushoni ____she never came .
(a) but
(b) and
(c) while
(d) as
(a) from
(b) for
(c) of
(d) at
10. This children park _____half an hour before sunset.
(a) opens
(b) starts
(c) closes
(d) stops
(a) no
(b) none
(c) not
(d) nothing
12. A friend ___ need is a friend indeed.
(a) to
(b) for
(c) at
(d) in
গণিত অংশ
১। নিচের কোন সমীকরণের উপর (1,-1) ও (3,5) বিন্দুদ্বয় অবস্থিত?(ক) 2y=2x -4
(খ) 2y = 6x -8
(গ) 2y = 4x -6
(ঘ) 2y =2x +8
২। নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
(ক) ৯
(খ) ৮
(গ) ৪
(ঘ) ২
(ক) π cm^3
(খ) 4/3πcm^2
(গ) 2π cm^3
(ঘ) 4πcm^3
৪। ‘9×2-9x-4 এর উৎপাদক কোনটি?
(ক) (3x +1) (3x +4)
(খ) (3 + x ) ( 3x -4)
(গ) (3x + 1 ) (3x -4)
(ঘ) (3x +1) (4x +3)
(ক) সমকোণী
(খ) সমদ্বিবাহু
(গ) সূক্ষ্মকোণী
(ঘ) সমবাহু
৬। 4a2+1a2=2 হয়, তবে 8a3+1a3 এর মান কত?
(ক) 0
(খ) 1
(গ) 2
(ঘ) 5
৭। ‘১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
সাধারণ জ্ঞান অংশ
০১। সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
(ক) রাষ্ট্রপতির কাছে
(খ) প্রধানমন্ত্রীর কাছে
(গ) প্রধান বিচারপতির কাছে
(ঘ) আইনমন্ত্রীর কাছে
০২। বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে?
(ক) আকরাম খান
(খ) আমিনুল ইসলাম বুলবুল
(গ) হাবিবুল বাশার
(ঘ) নাইমুর রহমান দুর্জয়
(ক) পল রুডলফ
(খ) লুই আই কান
(গ) এফ. রহমান
(ঘ) এফ আর খান
০৪। নিচের কোনটি ব্রিটিশ রাজপরিবারের বাসভবন?
(ক) হোয়াইট হাউজ
(খ) ১৩ নং ডাউনিং স্ট্রিট
(গ) ক্রেমলিন
(ঘ) বাকিংহাম প্যালেস
(ক) ৩ অক্টোবর
(খ) ২৬ মার্চ
(গ) ২৫ মার্চ
(ঘ) ৩ নভেম্বর
০৬। কোন ক্ষেত্র Oral contraceptive pill দেওয়া উচিত নয়?
(ক) Osteoporosis
(খ) Anemia
(গ) Pelvic infection
(ঘ) Hepatic adenoma
০৭। নিচের কোনটি দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নয়?
(ক) কপারটি
(খ) কনডম
(গ) ইনজেকশন
(ঘ) ইমপ্ল্যান্ট
০৮। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?
(ক) ১ টি
(খ) ১৫ টি
(গ) ১২ টি
(ঘ) ১১ টি
(ক) Water
(খ) Glucose
(গ) Sodium
(ঘ) Potassium
১০। সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
(ক) রাষ্ট্রপতির কাছে
(খ) প্রধানমন্ত্রীর কাছে
(গ) প্রধান বিচারপতির কাছে
(ঘ) আইনমন্ত্রীর কাছে
(ক) হোয়াইট হাউজ
(খ) ১৩ নং ডাউনিং স্ট্রিট
(গ) ক্রেমলিন
(ঘ) বাকিংহাম প্যালেস
সাধারণ বিজ্ঞান অংশ
০১। সব ধরনের Micro-organism এর complete killing এর best procedure হলো-
(ক) Sterilization
(খ) Disinfectioon
(গ) Anisepsis
(ঘ) Decontamiation
(ক) Sphygmometer
(খ) Shygmanometer
(গ) Sphygmonomter
(ঘ) Shygmeter
০৩। Exclusive breast feeding কথাটি প্রতিদিন breast feeding করার কথা বুঝায়?
(ক) ১ বছর
(খ) ২ বছর
(গ) ৬ মাস
(ঘ) ১০ মাস
(ক) Veins
(খ) Arteries
(গ) Nerves
(ঘ) Lung
০৫। নিচের কোনটি সংক্রামক ব্যাধি?
(ক) ডায়াবেটিস
(খ) উচ্চরক্তচাপ
(গ) হাঁপানী
(ঘ) যক্ষা
(ক) Eosinophil
(খ) Platelet
(গ) Neutrophil
(ঘ) Red blood cell
০৭। নিচের কোনটি Milk ejection reflex করে?
(ক) Oxytocin
(খ) Estrogen
(গ) Progesteone
(ঘ) Thyroxin
(ক) ECG
(খ) Ultrasonogram
(গ) Partogram
(ঘ) Echocadiogram
০৯। Puerperium peroid কত দিন ?
(ক) ৪ সপ্তাহ
(খ) ২ সপ্তাহ
(গ) ৬ সপ্তাহ
(ঘ) ১ সপ্তাহ
(ক) চারটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
১১। কোনটি পানিবাহিত রোগ?_
(ক) ডেঙ্গু
(খ) টাইফয়েড
(গ) ম্যালেরিয়া
(ঘ) লেপ্রসি
১২। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি?
(ক) ওডোমিটার
(খ) ট্যাকোমিটার
(গ) সিগমোগ্রাফ
(ঘ) রিকটার স্কেল
(ক) Before death
(খ) Autopsy
(গ) Surgical operation
(ঘ) Declare dead
১৪। কোন রোগটি প্রতিষেধক DPT vaccine নয়?
(ক) Diphtheria
(খ) Pneumonia
(গ) Tetanus
(ঘ) Pertusis
(ক) Bronchitis
(খ) Arthritis
(গ) Cervicities
(ঘ) Chronic Kindey disease
(ক) ৩৬ টি
(খ) ৩২ টি
(গ) ৩৯টি
(ঘ) ৩৩টি
১৭। গর্ভাবস্তায় নিচের কোন ঔষুধটি অত্যাবশ্যকীয়?
(ক) ক্রিমির ঔষুধ
(খ) বমির ঔষুধ
(গ) মাথার ব্যথার জন্য প্যারাসিটামল
(ঘ) Folic acid
(ক) Hydrochloric Acid
(খ) Acetic Acid
(গ) Formic Acid
(ঘ) Sulphuric-acid
১৯। শরীরে Vitamin B12 এর ঘাটতি হলে কী হয়?
(ক) উচ্চ রক্তচাপ
(খ) রিকেট
(গ) রক্তশূণ্যতা
(ঘ) স্কার্ভি
(ক) Stemum
(খ) Cranium
(গ) Clavicle
(ঘ) Pelvis
২১। বুধ, বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা ৪০°C শনিবারের তাপমাত্রা ৪২°C হলে বুধবারের তাপমাত্রা কত?_
(ক) ৩৮°C
(খ) ৩৯°C
(গ) ৪১°C
(ঘ) ৪২°C
২২। যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_
(ক) Glucagon
(খ) Thyroxin
(গ) Insulin
(ঘ) Prolactin
(ক) এডিস মশা
(খ) এনোফিলিস মশা
(গ) মাছি
(ঘ) ইঁদুর
২৪। The Protein of breast Milk – কে বলা হয়?
(ক) Lacto albumin
(খ) Calcium
(গ) Globulin
(ঘ) Amino acid
(ক) ভেড়ামারায়
(খ) গোয়ালপাড়ায়
(গ) সিদ্ধিরগঞ্জে
(ঘ) আশুগঞ্জে
.
(ক) O2 পরিবহন
(খ) সংক্রমণ প্রতিরােধ
(গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা
(ঘ) রক্তের PHএর পরিমাণ নির্ধারণ করা
২৭। নিচের কোনটি মূত্রতন্ত্রের অংশ নয়?
(ক) Ureter
(খ) Kidney
(গ) Appendix
(ঘ) Urethra
(ক) ভিয়েনা
(খ) জেনেভা
(গ) রোম
(ঘ) লন্ডন
২৯। BMI কত হলে Obese বলা হয়?
(ক) >৩০
(খ) >১৫
(গ) >২৪
(ঘ) >২০
(ক) Fat
(খ) Antigen
(গ) Platelet
(ঘ) Protein
৩১। নিচের কোনটি শ্বাসতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?_
(ক) Pharynx
(খ) Trachea
(গ) Maxilla
(ঘ) Bronchus
৩২। Thalassemia হলো _
(ক) Thyroid জনিত রোগ
(খ) রক্তের জন্মগত ক্রটি
(গ) Osteoporosis
(ঘ) Atherosclerosis
(ক) Pleura
(খ) Pericardium
(গ) Peritoneum
(ঘ) Mucosa
৩৪। যে জীবাণুর সংক্রমণে জরায়ুর মুখে ক্যান্সার হয় তার নাম কী?
(ক) HIV
(খ) HPV
(গ) Hepatitis B Virus
(ঘ) Candida Albicans
(ক) Sternum
(খ) IIeum
(গ) Cranium
(ঘ) Humerous
(ক) মাকে
(খ) নবজাতককে
(গ) বাবাকে
(ঘ) নবজাতকরে রক্ত যদি Rh negative হয়
৩৭। নিচের কোন অংশে I/M injection দেয়া হয় না?
(ক) Upper arm
(খ) Thigh
(গ) Abdomen
(ঘ) Buttock
(ক) Adidarone
(খ) Lignocaine
(গ) Sodium
(ঘ) Atropine
৩৯। Eclampsia ‘র জন্য যখন আমরা Magnesium sulphate injection দেই তখন আমাদেরকে নিচের কোন বিষয়টি অবশ্যই monitor করতে হবে?
(ক) তাপমাত্রা
(খ) Pulse
(গ) ইউরিনের পরিমাণ
(ঘ) Lymph node
(ক) Anuria
(খ) Acidosis
(গ) Alkalosis
(ঘ) Anasarca
৪১। Larynx কোন তন্ত্রের অংশ ?
(ক) পরিপাকতন্ত্র
(খ) শ্বাসতন্ত্র
(গ) স্নায়ুতন্ত্র
(ঘ) রেচন তন্ত্র
৪২। Red blood cell – এর life span হলো __
(ক) ১০০ দিন
(খ) ১২০ দিন
(গ) ১৩০ দিন
(ঘ) ১৮০ দিন
(ক) Picturing an event
(খ) Narrating a story
(গ) Writing a letter
(ঘ) Creating a drawing
৪৪। Raw কোন দেশের গোয়েন্দা সংস্থা?
(ক) পাকিস্তান
(খ) ইসরাইল
(গ) আফগানিস্তান
(ঘ) ভারত
(ক) অ্যাডরেনালিন
(খ) ইনসুলিন
(গ) থাইরোক্সিন
(ঘ) গ্লুকাসন
(ক) ২ ঘণ্টা
(খ) ৫ ঘণ্টা
(গ) ৮ ঘণ্টা
(ঘ) ২৪ ঘণ্টা
৪৭। অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?
(ক) OT-staff- দের সঠিকভাবে চিহ্নিত করার জন্য
(খ) Infection prevention করার জন্য
(গ) নিজস্ব কাপড়ে রক্ত ও ময়লা লেগে যেতে পারে সেজন্য
(ঘ) সৌন্দর্য বর্ধন করার জন্য
(ক) Chloride
(খ) Sodium
(গ) calcium
(ঘ) Magnesium
৪৯। এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
(ক) Herpes simplex
(খ) Picoma virus
(গ) Coxsachie virus
(ঘ) Human immunodeficiency virus
(ক) Antepartum hemorrhage
(খ) post partum hermorrhage
(গ) Premature rupture of membrane
(ঘ) Antepartum eclampsia
৫১। Down syndrome হলো একটি __
(ক) Genetic disorder
(খ) রক্তের সমস্যা
(গ) Thyroid জনিত সমস্যা
(ঘ) কিডনির সমস্যা
৫২। Spinal nerve কয়টি?
(ক) ৩১জোড়া
(খ) ৩০ জোড়া
(গ) ১২ জোড়া
(ঘ) ৩৫ জোড়া
(ক) Lymphatic blockage
(খ) উচ্চ রক্তচাপ
(গ) প্রচুর পরিমাণে পানি পান করা
(ঘ) ডায়াবেটিস
৫৪। নিচের কোন ঔষধটি এনেসথেসিয়ায় ব্যবহৃত হয়?
(ক) Oxytocin
(খ) Amoxycillin
(গ) Salbutamol
(ঘ) Ketamine
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....