জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৯
১। ভিটামিন B12 এর ঘাটতিতে কী হয়?
৩। রক্তচাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
৫। মানব শরীরে সর্বমােট vertebra- এর সংখ্যা কত?
৭। Phagocytosis প্রক্রিয়া করে কোনটি?
৯। কোনটি Negative charge?
১১। Full term pregnancy বলতে বুঝায়?
১৩। 'A rolling stone gathers no moss'. The complex form of the sentence is--
১৫। Down's Syndrome হলাে একটি--
২০. কোনটি TB এর ঔষধ নয় ?
২২। দুধের শর্করাকে কি বলে?
২৪। খনার বচন কী বিষয় সংক্রান্ত?
২৬। Fat Soluble vitamin কোনটি?
২৮। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণকে বলা হয়—
৩০। যিনি ব্যাকরণ রচনা করেন, তাকে কী বলে?
৩২। সাধুভাষা সাধারণত কোথায় অনুপযােগী?
৩৭। বমি হলে মানব শরীরে কোন খনিজের ঘাটতি হয়?
৩৯। যে হরমােনের ঘাটতির কারণে Diabetes হয় সেটা হলাে—
৪৩। They have returned home early. The underlined word is a/an...
৪৫। কোন দেশ SAARC এর সদস্য নয়?
৪৭। Fill in the blank. This could have worked if I __ been more cautious.
৪৯। 'তােমাকে অভিবাদন, বাংলাদেশ'-এর লেখক কে?
৫১। In English grammar deals with the information
৫৩। AFB test is done for what?
৫৫। 'ষড়ানন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
৫৮। The word 'omnivorous' means—
৬০। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়'? চরণটি কোন গ্রহের অন্তর্ভুক্ত?
৬১। সারা শরীরে পানি জমে যাওয়াকে কী বলে?
৬৩। Episiotomy কী?
৬৫। What would be the right antonym of 'initiative?
৬৮। রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কে?
৭০। “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য।
৭১। Fill in the blank. The President has given— to the bill.
৭৩। বুকের মাঝখানের Boneটি হলাে—
৭৫। Which of the following is singular?
৭৮। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
৮০।The idiom 'A stitch in time saves nine' means—
৮১। শিশুদের Immunization schedule অনুযায়ী কোন
৮৩। ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
৮৫। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়?
৮৮। সম্প্রতি ইরান কোন দেশের ড্রোন বিমানকে ভূপাতিত করার দাবি করেছে?
৯০। অতিরিক্ত রক্তক্ষরণের পর যে shock হয় সেটি হলাে—
৯১। কোনটি তুর্কি শব্দ নয়?
৯৩। প্রতি বছর আমাদের কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে?
৯৫। গর্ভবতী মহিলাদের Hemoglobin-এর কোন মাত্রাকে Anemia বলা হয়?
৯৮। দৈনিক নবযুগ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
১০০। DNA-এর পূর্ণাঙ্গরূপ কোনটি?
(ক) ডায়াবেটিস
(খ) উচ্চ রক্তচাপ
(গ) রিকেট
(ঘ) রক্তশূন্যতা
২। চোখের পানির উৎস কোনটি?
(ক) কনিয়া
(খ) ল্যাক্রিমাল গ্ল্যান্ড
(গ) পিউপিল
(ঘ) ফোবিয়া সেন্ট্রালিস
(ক) Sphygmomanometer
(খ) Stethoscope
(গ) Cardiograph
(ঘ) Echograph
৪। ঔষধ Prescription-এ 'TDPC' লেখা দিয়ে কী বুঝানাে হয়?
(ক) দুইবেলা খাওয়ার পর
(খ) খালি পেটে
(গ) তিন বেলা খাওয়ার পর
(ঘ) দুই বেলা খাওয়ার আগে।
(ক) ৩৬টি
(খ) ৩২টি
(গ) ৩৯টি
(ঘ) ৩৩টি
৬। Select the synonym of 'Slender
(ক) strong
(খ) weak
(গ) bulky
(ঘ) fat
(ক) Eosinophil
(খ) Neutrophil
(গ) Red blood cell
(ঘ) Platelet
৮। Fill in the blank. He is good __ English.
(ক) at
(খ) in
(গ) of
(ঘ) after
(ক) Chloride
(খ) Sodium
(গ) Calcium
(ঘ) Magnesium
১০। কোনটি 'হ্ন' এর শুদ্ধরূপ?
(ক) ণ্ + হ
(খ) হ্ + ণ
(গ) ন্ + হ
(ঘ) হ্ + ন
(ক) 9 months 7 days
(খ) 10 months 10 days
(গ) 9 months
(ঘ) 9 months 10 days
১২। হাইপােগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
(ক) ভিটামিন
(খ) ইনসুলিন
(গ) ব্লাডগ্নকোজ
(ঘ) ক্যালসিয়াম
(ক) Since a stone is rolling, it gathers no moss
(খ) Though a stone rolls, it gathers no moss
(গ) A stone what rolls gathers no moss
(ঘ) A stone that rolls gathers no moss
১৪। মানুষের পিত্তরস কোথায় তৈরি হয়?
(ক) বৃক্ক
(খ) যকৃৎ
(গ) থাইরয়েড
(ঘ) পিটুইটারী
(ক) Genetic disorder
(খ) রক্তের সমস্যা
(গ) Thyroid জনিত সমস্যা
(ঘ) কিডনির সমস্যা
১৬. ভায়াগ্রা কী?
(ক) জলপ্রপাত
(খ) ঔষধ
(গ) রােগ
(ঘ) যন্ত্র
১৭. বছরে আমাদের কয়লা খনি হতে কী পরিমাণ কয়লা উৎপাদিত হচ্ছে?
(ক) ৮-১৫ লক্ষ মে:টন
(খ) ২০-২৫ লক্ষ মে:টন
(গ) ২৫-৩০ লক্ষ মে:টন
(ঘ) ৩০-৩৫ লক্ষ মে:টন
১৮. ‘তার দর্শন পেলাম, তারপর আমরা প্রস্থান করলাম’-কী ধরনের বাক্
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১৯. Hypokaelamia means:
(ক) Low sodium
(খ) Low oxygen
(গ) Low potassium
(ঘ) Low bicarbonate
(ক) Rifampicim
(খ) Etambutol
(গ) INH
(ঘ) Ceftraixone
২১. 'পাখিসব করে রব রাতি পোহাইল' --- কার রচনা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) মদনমোহন তর্কালঙ্কার
(ঘ) অসীম সাহা
(ক) Glycogen
(খ) Starch
(গ) Glucose
(ঘ) Lactose
২৩। ব্রহ্মপুত্র নদের মৃতপ্রায় হওয়ার কারণ কী?
(ক) নদীর তলদেশ জমাট
(খ) ভূমিকম্পের কারণ
(গ) নদীর গতিপথে বাধা
(ঘ) নদীতে বাঁধ দেয়ার ফল
(ক) কৃষি
(খ) ব্যবসা
(গ) শিল্প
(ঘ) রাজনীতি
২৫। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
(ক) পর্তুগাল ও মরক্কো
(খ) মরক্কো ও স্পেন
(গ) ভারত ও শ্রীলংকা
(ঘ) মৌরিতানিয়া ও স্পেন
(ক) vitamin-B1
(খ) vitamin-B6
(গ) vitamin-B12
(ঘ) vitamin-E
২৭। Kidney বিকল হলে রক্তে কোনটির মাত্রা বাড়ে?
(ক) Creatinine
(খ) Glucose
(গ) Cholesterol
(ঘ) Amino acid
(ক) Dysmenorhae
(খ) Oligomenerhae
(গ) Menorrhagia
(ঘ) Amenorrhea
২৯। The mother sat vigilantly beside the sick boy. Here the word 'vigilantly' is--
(ক) noun
(খ) adverb
(গ) adjective
(ঘ) none of these
(ক) ব্যাকরণ লেখক
(খ) ব্যাকরণবিদ
(গ) বৈয়াকরণ
(ঘ) ব্যাকরণ সংকলক
৩১। This is the book I lost. Here 'I lost' is--
(ক) a noun clause
(খ) an adverbial clause
(গ) an adjective clause
(ঘ) none of these
(ক) কবিতার পঙক্তিতে
(খ) গানের কলিতে
(গ) গল্পের বর্ণনায়
(ঘ) নাটকের সংলাপে
৩৩। Fill in the blank. He insisted--- there.
(ক) on my going
(খ) is to go
(গ) over going
(ঘ) to go
৩৪। Who is known as 'The poet of nature' in English literature?
(ক) Lord Tennyson
(খ) John Milton
(গ) William Wordsworth
(ঘ) John Keats
৩৫। চাঁদে উড়ােজাহাজ উড়তে পারবে না কেন?
(ক) চাঁদে বাতাস নেই
(খ) চাঁদ অমসৃণ
(গ) আলােজনিত সমস্যার কারণে
(ঘ) মাধ্যাকর্ষণজনিত কারণে
৩৬। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
(ক) হংকং
(খ) জাকার্তা
(গ) ম্যানিলা
(ঘ) সিংগাপুর
(ক) সােডিয়াম
(খ) জিঙ্ক
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) আয়রন
৩৮। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলাে—
(ক) 96°E
(খ) 97.4°
(গ) 98.4° F
(ঘ) 99.4° F
(ক) Glucagon
(খ) Thyroxin
(গ) Insulin
(ঘ) Prolactin
৪০। ইনসােমনিয়া কী?
(ক) নিদ্রাহীনতাজনিত রােগ
(খ) স্নায়ুরােগ
(গ) চোখের রােগ
(ঘ) জেনিটিক্যাল রােগ
৪১। ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) সেলিনা হােসেন
(গ) শওকত ওসমান
(ঘ) শওকত আলী
৪২। ‘টুনি মেম’ কোন ধরনের রচনা?
(ক) কাব্য
(খ) ভ্রমণকাহিনী
(গ) উপন্যাস
(ঘ) রম্যরচনা
(ক) noun
(খ) adjective
(গ) adverb
(ঘ) preposition
৪৪। কবি বিহারীলালকে ভােরের পাখি’ উপাধি কে দিয়েছেন?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ক) বাংলাদেশ
(খ) ভুটান
(গ) ভারত
(ঘ) চীন
৪৬। Who wrote the novel ‘David Copperfield?
(ক) Thomas Merdy
(খ) Jane Austen
(গ) Charlse Dickens
(ঘ) George Eliot
(ক) had
(খ) have
(গ) might
(ঘ) would
৪৮। লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কী?
(ক) মস্কো
(খ) স্ট্যালিনগ্রাড
(গ) সেন্ট পিটার্সবার্গ
(ঘ) কিয়েন
(গ) সেন্ট পিটার্সবার্গ
(ক) মােহাম্মদ মনিরুজ্জামান
(খ) আসাদ চৌধুরী
(গ) আবু জাফর ওবায়দুল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
৫০। রক্ত জমাট বাঁধে কোন vitamin-এর কারণে?
(ক) vitamin A
(খ) vitamin B
(গ) vitamin C
(ঘ) vitamin K
of sentences—
(ক) Morphology
(খ) Etymology
(গ) Syntax
(ঘ) Semantics
৫২। Thalassemia কী?
(ক) Thyroid জনিত সমস্যা
(খ) রক্তের জন্মগত ত্রুট
(গ) Osteoporosis
(ঘ) হৃদরােগ
(ক) Leprosy
(খ) Tuberculosis
(গ) Food poisoning
(ঘ) Tetanus
৫৪। মানুষের শরীরে কয়টি হাড় আছে?
(ক) ১০৬টি
(খ) ২০৬টি
(গ) ৬০টি
(ঘ) ৫২টি
(ক) ষড় + আনন
(খ) ষট + আনন
(গ) ষড়া + আননা
(ঘ) ষটা + আনন
৫৬। গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?
(ক) ভিটামিন এ
(খ) ফলিক এসিড
(গ) বমির ঔষধ
(ঘ) ক্রিমির ঔষধ
৫৭। পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
(ক) আরিচা
(খ) ভৈরব
(গ) ভােলা
(ঘ) চাঁদপুর
(ক) eating all types of food
(খ) eating only fruits
(গ) eating only meat
(ঘ) eating grass and plants only
৫৯। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটির রচয়িতা কে?
(ক) কে ফকির মজনু শাহ
(খ) লালন শাহ
(গ) কাঙ্গাল হরিনাথ
(ঘ) হাছন রাজা
(ক) কালিকা মঙ্গল
(খ) অন্নদামঙ্গল
(গ) মনসা মঙ্গল
(ঘ) চণ্ডীমঙ্গল
(ক) Anuria
(খ) Acidosis
(গ) Alkalosis
(ঘ) Anasarca
৬২। ‘আমি বীরাঙ্গনা বলছি’ উপন্যাসটি কে লিখেছেন?
(ক) নীলিমা ইব্রাহীম
(খ) আনােয়ার পাশা
(গ) শহীদুল্লাহ কায়সার
(ঘ) তসলিমা নাসরিন
(ক) Planned incision of the perineum at posterior vaginal wall
(খ) Planned incision of uterus
(গ) Unplanned incision of uterus
(ঘ) Planned incision of rectum
৬৪। কোনটি ম্যালেরিয়া জীবাণুর সাথে সম্পর্কিত?
(ক) Falciparum
(খ) Nipa virus
(গ) Staphylococcus
(ঘ) Rickets
(ক) apathy
(খ) indolence
(গ) enterprise
(ঘ) activity
৬৬। Choose the correct sentence.
(ক) Allof it depend on you.
(খ) All of it are depending on you.
(গ) All of it depends on you.
(ঘ) All of it are depended on you.
৬৭। কোন এসিড পাকস্থলীতে থাকে?
(ক) Acetic acid
(খ) Hydrochloric acid
(গ) Sulphuric acid
(ঘ) Formic acid
(ক) ইউরিক এসিড
(খ) হিমােগ্লোবিন
(গ) লিউকোসাইট
(ঘ) হেপারিন
৬৯। Identify the feminine gender.
(ক) cock
(খ) witch
(গ) bull
(ঘ) bachelor
আমরা বাঙালি”-এটা কার উক্তি?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শেখ ফজলল করিম
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ক) assent
(খ) accent
(গ) acsent
(ঘ) ascent
৭২। কোন পত্রিকার সাথে কবি কাজী নজরুল ইসলাম সম্পৃক্ত ছিলেন?
(ক) ধূমকেতু
(খ) গণবাণী
(গ) মুক্তিবার্তা
(ঘ) গণজাগরণ
(ক) Ilium
(খ) Cranium
(গ) Sternum
(ঘ) Vertebra
৭৪। Which antibiotic is safe in pregnancy?
(ক) Tetracycline
(খ) Ampicillin
(গ) Gentamycine
(ঘ) Ciprofloxacin
(ক) calf
(খ) phenomena
(গ) spectators
(ঘ) mice
৭৬। BMI কত হলে obese বলা হয়?
(ক) > 15
(খ) > 30
(গ) >24
(ঘ) >20
৭৭। কোন দেশটি নেপালের প্রতিবেশী রাষ্ট্র?
(ক) বাংলাদেশ
(খ) মিয়ানমার
(গ) পাকিস্তান
(ঘ) ভারত
(ক) ১২ হাজার মে:ওয়াট
(খ) ২১ হাজার মে:ওয়াট
(গ) ৩০ হাজার মে:ওয়াট
(ঘ) ১৩ হাজার মে:ওয়াট
.
৭৯। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) বাক্যতত্ত্ব
(গ) রূপতত্ত্ব
(ঘ) শব্দতত্ত্ব
(ক) saving lives
(খ) timely action
(গ) saving time
(ঘ) time tailoring
Vaccineটি সর্বপ্রথম দেওয়া হয়?
(ক) Polio vaccine
(খ) MMR vaccine
(গ) BCG vaccine
(ঘ) DPT vaccine
৮২। – অভাবে ঠোটে ও জিহ্বায় ঘা হয়।
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন C
(গ) ভিটামিন B
(ঘ) ভিটামিন D
(ক) ফুলশর
(খ) রঙ্গন
(গ) অলি
(ঘ) পত্র
৮৪। 'The waste land' is a poem by—
(ক) W.B. Yeats
(খ) T.S. Eliot
(গ) Mathew Arnold
(ঘ) Mathew Arnold
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
৮৬। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে দেয়া হয়েছে?
(ক) সুরমা
(খ) পদ্মা
(গ) শীতলক্ষ্যা
(ঘ) বুড়িগঙ্গা
৮৭। Heart-এর বাইরের আবরণকে কী বলে?
(ক) Pleurae
(খ) Peritoneum
(গ) Pericardium
(ঘ) Mucosa
(ক) UK
(খ) USA
(গ) জাপান
(ঘ) চীন
৮৯। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নাটক কোনটি?
(ক) এখনও ক্রীতদাস
(খ) সুবচন নির্বাসন
(গ) কোকিলারা
(ঘ) এখন দুঃসময়
(ক) Neurogenic shock
(খ) Hypovolumic shock
(গ) Cardiogenic shock
(ঘ) কোনােটিই নয়
(ক) চাকর
(খ) চাকু
(গ) হরতন
(ঘ) দারােগা
৯২। টপ + টপ > টপাটপ- এখানে কোনটি ঘটেছে?
(ক) অন্ত্যস্বরাগম
(খ) অপিনিহিতি
(গ) স্বরসঙ্গতি
(ঘ) অসমীকরণ
(ক) ১ ট্রিলিয়ন ঘনফুট
(খ) ৪ ট্রিলিয়ন ঘনফুট
(গ) ১০ ট্রিলিয়ন ঘনফুট
(ঘ) ৮ ট্রিলিয়ন ঘনফুট
৯৪। Mr. Smith is renowned man. Here the underlined word is a/an—
(ক) verb
(খ) adjective
(গ) adverb
(ঘ) noun
(ক) <11 gm/d1
(খ) 11.5 gm/d1
(গ) <12 gm/d1
(ঘ) <12.5 gm/d1
৯৬। রক্তে Platelet- এর কাজ হলাে—
(ক) সংক্রমণ প্রতিরােধ
(খ) O2 পরিবহন
(গ) রক্ত জমাট বাধতে সাহায্য করে
(ঘ) রক্তে pH নির্ধারণ করা
৯৭। HIV virus দিয়ে যে রােগটি হয় সেটি হলাে—
(ক) এইডস
(খ) কালাজ্বর
(গ) যক্ষ্মা
(ঘ) হাম
(ক) আবুল হােসেন
(খ) আবু লােহানী
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) বুদ্ধদেব বসু
৯৯। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
(ক) মা
(খ) বাবা
(গ) উভয়েই
(ঘ) কেউ না
(ক) Deoxyribonucleus acid
(খ) Deoxiribonucleic acid
(গ) Deoxyribonucleic acid
(ঘ) None of these
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
Bomi hole potassium kome Jai ans dichen magnesium