নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০১৭ এর প্রশ্ন ও উত্তর
সেটঃ ২, কোডঃ কুন্তল, সময়ঃ ১ ঘন্টা, পূর্ণমানঃ ১০০;
[মোট প্রশ্ন ১০০(একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]
(ক) বি-১
(খ) বি-১২
(গ) বি-২
(ঘ) বি-৬
২। ১, ৫, ৯, .......... ৮১ ধারাটির সংখ্যাগুলাের গড় কত?
(ক) ৪১
(খ) ৩৯
(গ) ৪২
(ঘ) ৪০
(ক) হিমােগ্লোবিন কমে যায়
(খ) Platelet বেড়ে যায়
(গ)Platelet কমে যায়
(ঘ) হিমােগ্লোবিন বেড়ে যায়
৪। মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি?
(ক) কোষ
(খ) নিউক্লিয়াস
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) নিউক্লিওলাস
(ক) is
(খ) had been
(গ) has
(ঘ) were
৬। জন্ডিসে আক্রান্ত হয় —
(ক) চোখ
(খ) ত্বক
(গ) লিভার
(ঘ) হার্ট
(ক) নদীবক্ষে
(খ) লালসালু
(গ) চাঁদের অমাবস্যা
(ঘ) দুই সৈনিক
৮। জরুরি প্রসব সেবা (EOC) কোন সেবা কেন্দ্রে পাওয়া যায় না?
(ক) সদর হাসপাতাল
(খ) ইউনিয়ন সাবসেন্টার
(গ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
(ঘ) মেডিকেল কলেজ হাসপাতাল
(ক) ডায়রিয়া
(খ) টাইফয়েড
(গ) ম্যালেরিয়া
(ঘ) আমাশয়
১০। মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি হবে?
(ক) কার্বোহাইড্রেট
(খ) ফ্যাট
(গ) প্রােটিন
(ঘ) মিনারেলস
(ক) will
(খ) shall
(গ) would
(ঘ) should
১২। The strike was called —
(ক) off
(খ) up
(গ) for
(ঘ) in
(ক) ২১ ফেব্রুয়ারি
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ২৬ মার্চ
(ঘ) ১৫ আগস্ট
১৪। ভিটামিন 'A' এর অভাবে কোন রােগটি হয় না?
(ক) রাতকানা
(খ) কেরাটোমেলাসিয়া
(গ) কনিয়ার জেরােসিস
(ঘ) রিকেটস্
(ক) ভারত
(খ) আলজেরিয়া
(গ) আলবেনিয়া
(ঘ) ফ্রান্স
.
১৬। দুগ্ধদানকারী মা (Lactating mother) এর জন্য কোন Mineral টি অত্যন্ত জরুরি?
(ক) জিংক
(খ) আয়ােডিন
(গ) ক্যালসিয়াম
(ঘ) আয়রন
১৭। প্রস্টেট গ্রন্থি —
(ক) খাদ্যনালীর অংশ
(খ) শ্বাসনালীর অংশ
(গ) মূত্রতন্ত্রের অংশ
(ঘ) রক্তনালীর অংশ
১৮। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে?
(ক) জহির রায়হান
(খ) মুনির চৌধুরী
(গ) আব্দুল হাই
(ঘ) মাহবুবুল আলম
১৯। কোনটি ছােয়াচে রােগ নয়?
(ক) মাম্ স
(খ) AIDS
(গ) যক্ষ্মা
(ঘ) স্ক্যাবিস (Scabies)
(ক) বগুড়া
(খ) রংপুর
(গ) দিনাজপুর
(ঘ) রাজশাহী
২১। কবি বিহারীলালকে ভােরের পাখি কে বলেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) কবি আসাদ চৌধুরী
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
২৩। আয়ােডিন সমৃদ্ধ খাবার কোনটি নয়?
(ক) Sea fish
(খ) Sea salt
(গ) Cord Liver oil
(ঘ) Fruits
(ক) শ্বেত কণিকা
(খ) লােহিত কণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) প্লাজমা
২৫। একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে?
(ক) ২০ কেজি
(খ) ১৫ কেজি
(গ) ১২ কেজি
(ঘ) ৫ কেজি
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ২টি
(ঘ) ৩টি
২৭। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি?
(ক) চন্দ্রের
(খ) বৃহস্পতি
(গ) সূর্যের
(ঘ) মঙ্গলের
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ১২টি
.
২৯। I congratulate you — your success.
(ক) for
(খ) at
(গ) on
(ঘ) in
(ক) fall
(খ) stumble
(গ) jump
(ঘ) slide
৩১। একটি পূর্ণবয়স্ক (Term) নবজাতকের ওজন কত কম হলে LBW বাচ্চা বলা হয়?
(ক) ৩ কেজি
(খ) ২.৫ কেজি
(গ) ২ কেজি
(ঘ) ১.৫ কেজি
(ক) হােয়াইট সাইস
(খ) কুইন্স প্যালেস
(গ) বাকিংহাম প্যালেস
(ঘ) ১৩ নং ডাউনিং স্ট্রীট
৩৩। She has been ill — Monday last.
(ক) from
(খ) on
(গ) since
(ঘ) in
৩৪। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পেয়েছিলেন?
(ক) মানসী
(খ) সােনার তরী
(গ) ক্ষণিকা
(ঘ) গীতাঞ্জলি
৩৫। Lactating Mother কে কত ক্যালরী অতিরিক্ত খাবার দিতে হয়?
(ক) ১০০০ ক্যালরী
(খ) ৬০০ ক্যালরী
(গ) ৫৫০ ক্যালরী
(ঘ) ৩৫০ ক্যালরী
৩৬। Growth Chart এ একটি শিশুর কোন তথ্যটি থাকে না?
(ক) Height
(খ) Weight
(গ) Immunization status
(ঘ) Blood group
(ক) ফলিক এসিড
(খ) ক্যালসিয়াম
(গ) আয়ােডিন
(ঘ) মেগনেশিয়াম
৩৮। Exclusive Brest feeding বলতে শিশু জন্মের কয়মাস বুঝায়?
(ক) দুই বছর
(খ) পাঁচ মাস
(গ) ছয় মাস
(ঘ) নয় মাস
(ক) অগ্নিবীণা
(খ) বিষের বাঁশী
(গ) ফনিমনসা
(ঘ) সিন্ধু হিন্দোল
৪০। Post Natal Complication কোনটি নয়?
(ক) Purperal Sepris
(খ) Influenza
(গ) Thrumbopheloitos
(ঘ) Secondary haemorrhage
৪১। শিশুদের রিকেট হয় —
(ক) প্রােটিনের অভাবে
(খ) ভিটামিন 'E' এর অভাবে
(গ) ভিটামিন ‘D' এর অভাবে
(ঘ) আয়রনের অভাবে
৪২। যদি a – 1/a =2 হয়, তবে a4 + 1/a4 = কত?
(ক) 36
(খ) 32
(গ) 34
(ঘ) 40
(ক) ১৯৪১ সাল
(খ) ১৯৪৮ সাল
(গ) ১৯৪৫ সাল
(ঘ) ১৯৪৯ সাল
৪৪। Post Partum Haemorrhage (PPH)-এর প্রধান কারণ —
(ক) রক্তশূন্যতা
(খ) আয়ােডিন স্বল্পতা
(গ) Pain Pragnancy
(ঘ) Non contracting uterus
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) ক্যাপ্টেন মনসুর আলী
(গ) শেখ মুজিবুর রহমান
(ঘ) তাজউদ্দিন আহমদ
৪৬। প্র, পরা, অপ-কোন ধরনের উপসর্গ?
(ক) সংস্কৃত উপসর্গ
(খ) বাংলা উপসর্গ
(গ) বিদেশী উপসর্গ
(ঘ) কোনােটাই না
(ক) ৬ বার
(খ) ৮ বার
(গ) ৪ বার
(ঘ) ৯ বার
৪৮। পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ কোনটি নয়?
(ক) ডায়রিয়া
(খ) নিউমােনিয়া
(গ) অপুষ্টিজনিত
(ঘ) ক্যান্সার
(ক) পদ্মাবতী
(খ) উন্নতজীবন
(গ) ব্যথারদান
(ঘ) চরিত্রহীন
৫০। 'ছাড়পত্র'-- কার রচিত কাব্য গ্রন্থ?
(ক) বুদ্ধদেব বসু
(খ) অমিয় চক্রবর্তী
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) বিষ্ণুদে
(ক) ৯-১০ মাস
(খ) ২৮ সপ্তাহ-৩৭ সপ্তাহ
(গ) ৩৭ সপ্তাহের পরবর্তী সময়
(ঘ) ৪০ সপ্তাহের বেশি
৫২। বাংলাদেশে ১০০০ জন শিশুর জন্ম দিতে কতজন মা প্রতিবছর মৃত্যুবরণ করে?
(ক) ২.৭৬
(খ) ৩.৯০
(গ) ১.৭৬
(ঘ) ৩.৫০
(ক) Unsafe abortion
(খ) Eclampsia
(গ) Severe bleeding (PPH)
(ঘ) Infection
৫৪। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত
(ক) ৩
(খ) ২২/৭
(গ) ২৫/৯
(ঘ) প্রায় ৫
(ক) Adrenalin
(খ) Insulin
(গ) Oxytocin
(ঘ) Diazepam
৫৬। Choose the correctly spelt word:
(ক) Liesure
(খ) Leasure
(গ) Leisure
(ঘ) Laser
৫৭। রক্তে হিমােগ্লোবিনের কাজ —
(ক) কার্বন পরিবহন
(খ) অক্সিজেন পরিবহন
(গ) কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ
(ঘ) পুষ্টি বর্ধন
(ক) bad
(খ) good
(গ) devil
(ঘ) peace
৫৯। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
(ক) বগুড়া
(খ) কুমিল্লা
(গ) নওগাঁ
(ঘ) সােনারগাঁও
(ক) শাহরিয়ার কবির
(খ) সুফিয়া কামাল
(গ) জাহানারা ইমাম
(ঘ) সেলিনা হােসেন
(ক) মুনীর চৌধুরী
(খ) মীর মশাররফ হােসেন
(গ) সৈয়দ শামছুল হক
(ঘ) আসাদ চৌধুরী
৬২। পল্লীকবি কাকে বলা হয়?
(ক) জীবনানন্দ দাশ
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) গােবিন্দ চন্দ্র দাস
(ঘ) জসীমউদ্দীন
(ক) কোলেস্টেরল
(খ) প্রােটিন
(গ) লােহিত কনিকা
(ঘ) প্লাজমা
৬৪। কোনটি মানব দেহের জন্য ভালাে কোলেস্টেরল?
(ক) HDL
(খ) VLDL
(গ) LDL
(ঘ) Triglyceride (TG)
(ক) ফুসফুসের
(খ) চর্মের
(গ) হার্টের
(ঘ) মস্তিস্কের
৬৬। কোন শব্দটি দেশী শব্দ নয়?
(ক) চুলা
(খ) কুলা
(গ) চাটাই
(ঘ) পাউরুটি
৬৭। হেপাটাইটিস (জন্ডিস) রােগের প্রধান কারণ —
(ক) ভাইরাস
(খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) কোনটিই নয়
(ক) ১৬০/৯০
(খ) ১২০/৮০
(গ) ১৮০/১০০
(ঘ) ৯০/৬০
৬৯। মুনীর চৌধুরী শহীদ হন কোন সালে?
(ক) ১৯৬৮
(খ) ১৯৬৯
(গ) ১৯৭০
(ঘ) ১৯৭১
(ক) পাফুলা
(খ) ওজন বৃদ্ধি
(গ) রক্তপাত
(ঘ) জ্বর
(ক) ২৫ মার্চ
(খ) ১৪ ডিসেম্বর
(গ) ১৬ ডিসেম্বর
(ঘ) ২৬ মার্চ
৭২। কোন হরমনের অভাবে ডায়াবেটিস রােগ হয়?
(ক) থাইরয়েড
(খ) ইনসুলিন
(গ) গ্রোথ হরমােন
(ঘ) গ্লোকাকন
(ক) এক কক্ষ
(খ) দুই কক্ষ
(গ) তিন কক্ষ
(ঘ) বহু কক্ষ
৭৪। গর্ভকালীন প্রসূতিবস্থা (ANC)-এর সময় কোন ল্যাবরেটরী পরীক্ষা জরুরি নয়?
(ক) হিমােগ্লোবিন
(খ) Urine R/M/E
(গ) VDRL
(ঘ) Cholesterol level
(ক) come in
(খ) come round
(গ) come off
(ঘ) come by
৭৬। কমিউনিটি ক্লিনিকে কোন সেবা দেয়া হয় না?
(ক) প্রসূতি সেবা
(খ) পরিবার পরিকল্পনা সেবা
(গ) শিশুদের টিকা
(ঘ) বিশেষজ্ঞ ডাক্তারের সেবা
৭৭। গ্লোমারােলােনেফ্রাইটিস কোন অংশের অসুখ?
(ক) হার্ট
(খ) কিডনী
(গ) লিভার
(ঘ) ব্রেইন
(ক) WHO
(খ) UNESCO
(গ) ICDDRB
(ঘ) UNICEF
৭৯। গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়?
(ক) টিটেনাস
(খ) MMR
(গ) হেপাটাইটিস বি
(ঘ) রুবেলা
(ক) ক্যালসিয়াম
(খ) ম্যাঙ্গানিজ
(গ) প্রােটিন
(ঘ) লৌহ
(ক) and
(খ) but
(গ) though
(ঘ) or
৮২। What is the time — your watch?
(ক) by
(খ) at
(গ) in
(ঘ) with
(ক) ECG
(খ) X-ray
(গ) Ultrasonography
(ঘ) Blood Sugar
৮৪। 'On behalf of' means :
(ক) Act for
(খ) Act upon
(গ) Act on
(ঘ) Act to
(ক) look at
(খ) look after
(গ) look over
(ঘ) none
৮৬। Choose the correct sentence.
(ক) Would you mind close the window?
(খ) Would you mind to close the window?
(গ) Would you mind in closing the window?
(ঘ) Would you mind closing the window?
৮৭। “আমার বন্ধু রাশেদ” উপন্যাসের রচয়িতা কে?
(ক) রকিব হাসান
(খ) মুহাম্মদ জাফর ইকবাল
(গ) হুমায়ূন আহমেদ
(ঘ) আনিসুল হক
(ক) AIDS
(খ) প্লেগ
(গ) বসন্ত
(ঘ) কোনােটিই নয়
৮৯। Every one should — the truth.
(ক) to speak
(খ) speak
(গ) spoken
(ঘ) speaking
(ক) হার্ট-ফেইলরের
(খ) স্ট্রোক এর
(গ) কিডনী বিকলতার
(ঘ) রেসেপেরেটরী ফেইলরে
(ক) Tetanus
(খ) MMR
(গ) Anti D immunoglobulin
(ঘ) Oxytocin
৯২। থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
(ক) বাথ
(খ) রুপি
(গ) ইয়াং
(ঘ) ইয়েন
(ক) a3b + a2b2
(খ) a2b + ab2
(গ) ab2 + a2b2
(ঘ) a3 – b3
৯৪। প্রােটিনের মৌলিক ইউনিট —
(ক) Fatty acid
(খ) Amino acid
(গ) Cholesterol
(ঘ) Glucose
(ক) ১১টি
(খ) ১০টি
(গ) ৭টি
(ঘ) ৫টি
৯৬। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যােগফল কত?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১৫
(ঘ) ১৬
৯৭। কোনটি Immunoglobin এর প্রকারভেদ নয়?
(ক) IgG
(খ) IgM
(গ) IgF
(ঘ) IgE
(ক) ৫০০০ জন
(খ) ৬০০০ জন
(গ) ১০,০০০ জন
(ঘ) ১৫,০০০ জন
৯৯। জন্ম নিয়ন্ত্রণ বড়ি (Oral Pill) কোন বয়সী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ?
(ক) ২০ বছরের নিচে
(খ) ৪০ বছরের উপরে
(গ) ৩০ বছরের উপরে
(ঘ) ২৫ বছরের নিচে
(ক) প্রবৃদ্ধ কোণ
(খ) সূক্ষ্মকোণ
(গ) পূরক কোণ
(ঘ) সমকোণ
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....