কারা অধিদপ্তরের ডিপ্লোমা নার্স নিয়োগ পরীক্ষা ২০১৭ এর প্রশ্ন ও উত্তর
পরীক্ষার তারিখ : ২২.১২.২০১৭, সেটঃ ০৩, কোডঃ ব্রহ্মপুত্র
[প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]
(ক) numerous
(খ) vast
(গ) strong
(ঘ) absolute
২। He is a big fish in the banking world. Here the expression 'big fish' means—
(ক) corrupt person
(খ) an important or influential person
(গ) a person holding an important post
(ঘ) a slippery and secretive
(ক) would come
(খ) will come
(গ) shall come
(ঘ) had come
৪। Which of the following words can not be used as a verb?
(ক) light
(খ) sound
(গ) gravity
(ঘ) heat
(ক) গব+এষণা
(খ) গবে+এষণা
(গ) গো+এষণা
(ঘ) গবা+এষণা
৬। একজন মহিলা সরকারি কর্মচারী কতদিন প্রসূতি ছুটি পেয়ে থাকেন
(ক) দুই মাস
(খ) তিন মাস
(গ) ছয় মাস
(ঘ) তিন মাস
(ক) অলিভেট
(খ) আইবিএম
(গ) অ্যাপল ম্যাকিনটশ
(ঘ) মাইক্রোসফট
৮। মানব দেহের সাধারণ তাপমাত্রা কত?
(ক) ৯৪.৪°F
(খ) ৯৬.৮°F
(গ) ৯৮.৪°F
(ঘ) ৯৯.৪°F
৯। মুসলিম নারী জাগরণের লেখিকা কে ছিলেন?
(ক) নুরজাহান বেগম
(খ) নবাব ফয়জুন্নেছা
(গ) বেগম রােকেয়া
(ঘ) সামছুন্নাহার
(ক) Whenever
(খ) unless
(গ) because
(ঘ) yet
১১। পুরুষের কোনটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি?
(ক) Vasectomy
(খ) Condom
(গ) Tubectomy
(ঘ) Oral Contraceptive pill
১২। 'He is a noted doctor'. Here the word 'noted' means—
(ক) well-known
(খ) learned
(গ) noble
(ঘ) successful
১৩। কোন Helminth এনিমিয়ার (Anemia) প্রধান কারণ?
(ক) Round worm
(খ) Thread worm
(গ) Hook Worm
(ঘ) Pin worm
১৪। বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
(ক) ৫ এপ্রিল
(খ) ৫ জুন
(গ) ২৬ জুলাই
(ঘ) ৫ মে
১৫। বালাদেশের সংবিধান ১৯৭২ সালের কোন তারিখে কার্যকর হয়?
(ক) ১১ নভেম্বর
(খ) ২৬ মার্চ
(গ) ২৪ নভেম্বর
(ঘ) ১৬ ডিসেম্বর
১৬। আলট্রা সনােগ্রাম কি?
(ক) এক্স-রে
(খ) আলফা-রে
(গ) অতি বেগুনী রশ্মি
(ঘ) অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দ তরঙ্গ
১৭। ‘ তারিখ ’ কোন ভাষার শব্দ ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) ফরাসি
(ঘ) তুর্কি
১৮। জেনেটিক্স এর জনক কে?
(ক) বেনথাম
(খ) থিওফ্রষ্টার্ণ
(গ) মেন্ডেল
(ঘ) লিনিয়াস
১৯। Identify the correct sentence :
(ক) Has the doctor informed you of his decision?
(খ) Has the doctor informed of his decision to you?
(গ) Has the doctor informed his decision to you?
(ঘ) Has the doctor informed you his decision?
২০। 'A little learning is a dangerous thing' is—
(ক) a proverb
(খ) a phrase
(গ) an idiom
(ঘ) a quotation
২১। কোন দেশের মুদ্রার নাম ও দেশের নাম একই?
(ক) গাম্বিয়া
(খ) জায়ার
(গ) জিম্বাবুই
(ঘ) জাম্বিয়া
২২। How many levels of health care system in Bangladesh?
(ক) One level
(খ) Two levels
(গ) Three levels
(ঘ) Four levels
২৩। What is the noun form of Perform?
(ক) performing
(খ) performed
(গ) performance
(ঘ) created
২৪। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
(ক) রাজশাহী
(খ) নওগাঁ
(গ) নাটোর
(ঘ) বগুড়া
২৫। She never — up without a fight.
(ক) turns
(খ) takes
(গ) carries
(ঘ) gives
২৬। পিওরস (Bile) জমা থাকে কোথায়?
(ক) Liver
(খ) Pancreases
(গ) Gall bladder
(ঘ) Intestine
২৭। এক বর্গমাইল সমান কত একর?
(ক) ৬৮০ একর
(খ) ৬৭০ একর
(গ) ৬৬০ একর
(ঘ) ৬৪০ একর
২৮। The best and safest method of sterilization is—
(ক) Flaming
(খ) Autoclaving
(গ) Boiling for 30 minutes
(ঘ) Immersion in chemical germieide
২৯। ‘গােবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
(ক) গােবরের তৈরি গণেশ
(খ) মূর্খ
(গ) প্রতারক
(ঘ) চালাক
৩০। কোনটি তৎসম শব্দের উদাহরণ?
(ক) চাঁদ
(খ) সূর্য
(গ) চেয়ার
(ঘ) চিনি
৩১। কেরােসিন কোন ভাষা থেকে এসেছে?
(ক) চীনা
(খ) জাপানি
(গ) পর্তুগীজ
(ঘ) ইংরেজি
৩২। ‘আমাদের গ্রাম’ কবিতাটির রচয়িতা কে?
(ক) জসীম উদ্দীন
(খ) বন্দে আলী মিয়া
(গ) আহসান হাবীব
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩। What is the antonym of the word 'violent'?
(ক) calm
(খ) weak
(গ) pleasant
(ঘ) polite
৩৪। ‘হাে চি মিন’ কোন দেশের নাগরিক ছিলেন?
(ক) উত্তর কোরিয়া
(খ) চীন
(গ) কম্বােডিয়া
(ঘ) ভিয়েতনাম
৩৫। সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা কবে আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়?
(ক) ১০এপ্রিল, ১৯৭১
(খ) ১৭ এপ্রিল, ১৯৭১
(গ) ২৬ মার্চ, ১৯৭১
(ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২
৩৬। ‘লােকটি হাড়ে হাড়ে শয়তান'-এখানে হাড়ে হাড়ে ব্যবহৃত হয়েছে কী অর্থে?
(ক) সতর্কতা
(খ) কালের বিস্তার
(গ) আধিক্য
(ঘ) ভাবের গভীরতা
৩৭। মানব দেহের কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয়?
(ক) অগ্নাশয়
(খ) যকৃত
(গ) হৃদপিণ্ড
(ঘ) বৃক্ক
৩৮। উৎস ভেদে বাংলা শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
৩৯। মানুষের ক্রোমােজমের সংখ্যা কত?
(ক) ৪০
(খ) ৪৪
(গ) ৪৬
(ঘ) ৫০
৪০। ‘মহাশ্মশান’-কাব্য কে রচনা করেন?
(ক) ফররুখ আহমেদ
(খ) মীর মশাররফ হােসেন
(গ) কায়কোবাদ
(ঘ) বিষ্ণু দে
৪১। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ কোন শ্রেণির রচনা?
(ক) শিক্ষা বিষয়ক
(খ) ভৌগােলিক বিবরণ
(গ) আত্মজীবনী
(ঘ) ভ্রমণ কাহিনী
৪২। ‘পৃথিবী' শব্দের সমার্থক নয় কোনটি?
(ক) অনল
(খ) ধরা
(গ) ধরিত্রী
(ঘ) বসুন্ধরা
৪৩। Heart-এর covering কে বলা হয়?
(ক) pleura
(খ) peritoneum
(গ) Pericardium
(ঘ) Mesothelium
৪৪। A frog—
(ক) crooks
(খ) crows
(গ) cackles
(ঘ) growls
৪৫। কোন বানানটি শুদ্ধ?
(ক) গীতাঞ্জলী
(খ) গিতাঞ্জলী
(গ) গীতাঞ্জলি
(ঘ) গিতাঞ্জলী
৪৬। What is the antonym of the word 'above'
(ক) below
(খ) before
(গ) ground
(ঘ) beyond
৪৭। কোনটি Fat soluble vitamin নহে
(ক) Vitamin-A
(খ) Vitamin-C
(গ) Vitamin-D
(ঘ) Vitamin- E
৪৮। Ovary থেকে নিঃসৃত হরমােন এর নাম
(ক) Prolactin
(খ) Oestrogen
(গ) Testosterone
(ঘ) Cortisol
(ক) by
(খ) on
(গ) at
(ঘ) with
৫০। পানি বাহিত রােগ কোনটি?
(ক) Diphtheria
(খ) Typhoid fever
(গ) Malaria
(ঘ) Tuberculosis
৫১। কোনটি অর্ধ-তৎসম শব্দ?
(ক) কাজ
(খ) স্বামী
(গ) খাদ্য
(ঘ) ছেরাদ্দ
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) দ্বিজেন্দ্র লাল রায়
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) কাজী নজরুল ইসলাম
৫৩। The bird has — away.
(ক) flew
(খ) flown
(গ) flied
(ঘ) fled
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
৫৫। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) ধ্বনি
(খ) বর্ণ
(গ) শব্দ
(ঘ) অক্ষর
(ক) Oh my God, I am undone?
(খ) Why are you running?
(গ) It is better to die than to suffer.
(ঘ) March forward!
৫৭। He decided to take a taxi lest he — be late.
(ক) would
(খ) should
(গ) could
(ঘ) might
(ক) He, I and you are to go.
(খ) You, he and I are to go.
(গ) I, he and you are to go.
(ঘ) 1, you and he are to go.
৫৯। Edema is seen in following except.
(ক) Kwashiorker
(খ) Congestive heart failure
(গ) Marasmus
(ঘ) Nephrotic Syndrome
৬০। Oxytocin is a hormone produced by:
(ক) Ovaries
(খ) Placenta
(গ) Pituitary gland
(ঘ) Adrenal glands
(ক) শিশুকাল
(খ) বাল্যকাল
(গ) ছােটবেলা
(ঘ) আবাল্য
৬২। অরুণ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) সূর্য
(খ) সকালের সূর্য
(গ) শুভ
(ঘ) শুভ সকাল
.
(ক) তামার বিষ
(খ) ডুমুরের ফুল
(গ) অমাবশ্যার চাদ
(ঘ) মণিকাঞ্চন যােগ
(ক) MMR Vaccine
(খ) DPT Vaccine
(গ) Pneumo coccal Vaccine
(ঘ) Influenza Vaccine
৬৫। Choose the correct sentence __
(ক) He feels confident for winning
(খ) He feels confident to win
(গ) He feels confident of winning
(ঘ) He feels confident of winning
(ক) ox
(খ) oxen
(গ) oxes
(ঘ) oxs
৬৭। Which sentence of the following correct?
(ক) I feel myself unwell.
(খ) He wanted my reply at once.
(গ) He came this morning.
(ঘ) I shall avail the opportunity.
(ক) বাংলাদেশ
(খ) ইরান
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) পাকিস্তান
৬৯। সমাস ভাষাকে কী করে?
(ক) সংক্ষেপ করে
(খ) অর্থপূর্ণ করে
(গ) অর্থের রূপান্তর করে
(ঘ) বিস্তৃত করে
৭০। কলেরা রােগের জীবাণুর নাম কি?
(ক) Shigelle
(খ) Rota Virus
(গ) Vibrio Cholera
(ঘ) E coli
(ক) মাসুদ বিন মাের্শেদ
(খ) সায়মা ওয়াজেদ পুতুল
(গ) ড: মাে: বেনজামিন
(ঘ) প্রতিভা দেবী
৭২। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কোনটি?
(ক) ২৮ মে
(খ) ১৭ এপ্রিল
(গ) ৩০ জুন
(ঘ) ২৮ ফেব্রুয়ারি
(ক) পশ্চাত
(খ) অনুজ
(গ) অজ্ঞ
(ঘ) অগ্রিম
(ক) এনােফিলিস
(খ) কিউলেকস
(গ) এডিস
(ঘ) সকল মশা
৭৫। নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
(ক) ফটোশপ
(খ) জি মেইল
(গ) মেসেঞ্জার
(ঘ) ক্যাম্পারস্কি
(ক) পর্তুগাল
(খ) ঘানা
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) পেরু
৭৭। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
(ক) কুতুবদিয়া
(খ) বরিশাল
(গ) হাতিয়া
(ঘ) সন্দীপ
(ক) an adjective
(খ) a noun
(গ) a pronoun
(ঘ) an adverb
৭৯। 'Novel' শব্দের বাংলা অর্থ কী?
(ক) কাব্য নাট্য
(খ) পুঁথি
(গ) উপন্যাস
(ঘ) গীতিনাট্য
৮০। 'Always remember what I told you.' This is __
(ক) an interrogative sentences
(খ) imperative sentence
(গ) assertive sentence
(ঘ) exclamatory sentence
(ক) incorigible
(খ) incorigiable
(গ) incorrigible
(ঘ) incorigable
৮২। Which vitamin is best for eye sight?
(ক) Vitamin B12
(খ) Vitamin B6
(গ) Vitamin C
(ঘ) Vitamin A
(ক) শিরিন এবাদি
(খ) মার্গারেট থেচার
(গ) মাদার তেরেসা
(ঘ) অং সান সুচী
(ক) গগন
(খ) নক্ষত্র
(গ) মস্তক
(ঘ) হাত
৮৫। আধুনিক অলিম্পিকের জনক কে ছিলেন?
(ক) বেডেন পাওয়েল
(খ) ব্যরন পিয়ারে দ্য কুবর্তা
(গ) পেরেজ দ্য কুয়েলার
(ঘ) জুয়ান এন্টার্নিও সামারাঞ্চ
(ক) কাব্যগ্রন্থ
(খ) গল্পগ্রন্থ
(গ) নাটক
(ঘ) উপন্যাস
৮৭। What is the verb form of 'able'?
(ক) ability
(খ) enable
(গ) willing
(ঘ) ready
(ক) ম্যালেরিয়া
(খ) ডেঙ্গু
(গ) চিকুনগুনিয়া
(ঘ) প্লেগ
৮৯। কোন ভাষারীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি হয়?
(ক) আঞ্চলিক
(খ) মিশ্র
(গ) সাধু
(ঘ) চলিত
৯০। কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয়?
(ক) ভিটামিন ‘এ’
(খ) ভিটামিন ‘বি’
(গ) ভিটামিন ‘সি’
(ঘ) ভিটামিন ‘ডি’
(ক) Notify the physician
(খ) Stop transfusion immediately
(গ) Cover the patient with blanket
(ঘ) Slow the blood flow
কোনো প্রশ্নের উত্তর ভূল পেলে অনুগ্রহ করে কমেন্টে সঠিক উত্তর লিখে জানাবেন। ধন্যবাদ....
Add Comment
comment url