Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (সাধারণ জ্ঞান)
(Part - 6).... Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ সাধারণ জ্ঞান। Part - তে মোট প্রশ্ন রয়েছে ৬৯টি। পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
২। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি— (Bsmmu-20)
৪। মুজিবনগর কোথায় অবস্থিত? (Bsmmu-20)
৬। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? (Bsmmu-20)
৮। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কবে বাংলাদেশ ফিরে আসে? (Bsmmu-20)
১০। বাংলাদেশে বীর প্রতিক খেতাব প্রাপ্ত নারী সংখ্যা কত? (Bsmmu-20)
১২। মানবদেহে প্রথম COVID-19 সনাক্ত হয় কোথায় এবং কবে? (Bsmmu-20)
১৫। বাংলাদেশের প্রথম যাদুঘর নাম কি? (Bsmmu-20)
১৭। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? (Bsmmu-20)
২০। MRI এর অর্থ কি? (Bsmmu-20)
২২। হাসপাতালের বর্জ্য নিরাপদভাবে নিষ্পত্তিকরনের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি? (Bsmmu-20)
২৩। বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড-১৯ আক্রান্ত রােগী সনাক্ত হয় (Bsmmu-20)
২৭। সুষম খাদ্যের উপাদান কয়টি? (Bsmmu-20)
৩০। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? (Bsmmu-16)
৩২। মুক্তি ও গণতন্ত্র’ তােরন কোথায় অবস্থিত? (Bsmmu-16)
৩৪। কত জন যুদ্ধাপরাধীর ফাঁসীর রায় কার্যকর করা হয় নভেম্বর, ২০১৬ পর্যন্ত?(Bsmmu-16)
৩৬। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? (Bsmmu-16)
৩৮। আরব দেশের মধ্যে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? (Bsimmu-16)
৪০। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচিত্র কোনটি? (Bsmmu-16)
৪২। আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার কে নির্বাচিত হয়?(Bsmmu-16)
৪৭। 'অসমাপ্ত আত্মজীবনী' কার লেখা?(Bsmmu-16)
৪৯। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? (Bsmmu-16)
৫১। বিদেশী কাকে বীরপ্রতিক উপাধি দেয়া? (Bsmmu-16)
৫৩। নাসা কোন দেশের সংস্থা? (Bsmmu-16)
৫৫। প্রবাসী সরকার কত তারিখে গঠন করা হয়? (Bsmmu-16)
৫৭। মানব দেহের সবচেয়ে ছােট হাড়ের/ অস্থির নাম কি?(Bsmmu-16)
৫৯। বিজয়ের দিন পাকসেনাদের আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন? (Bsmmu-13)
৬৪। নিচের কোনটি চুম্বকে পরিনত করা অসম্ভব ? (Bsmmu-12)
৬৬। সাধারণ লবণ ভাঙ্গলে কি কি মৌলিক পদার্থ পাওয়া যায় ? (Bsmmu-12)
৭০। স্বাধীন বাংলাদেশ সরকার শপথ নেয় (Bsmmu-12)
৭২। Most of the haman body is made of-- (Bsmmu-12)
৭৪। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে-- (Bsmmu-12)
৭৬। কোন বস্তু একক সময়ে যে কাজ করে তাকে বলা হয়? (Bsmmu-11)
৭৮। স্বাভাবিক কথােপকথনের তীব্রতার লেবেল কত ডেসিবেল? (Bsmmu-11)
৮০। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি-(Bsmmu-11)
৮২। ১৯৭১ সালের পাক-হানাদারদের দোসর ছিল না কারা? (Bsimmu-11)
৮৫। নাগরিকের প্রথম কর্তব্য কি? (Bsmmu-11)
৮৭। কে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? (Bsmmu-11)
৮৮। কোনটি পদার্থ-(Bsmmu-10)
৯০। The word “Ecology” is related to ? (Bsmmu-10)
৯২। বাংলা ভাষায় সর্ব প্রথম জাতিসংঘ ভাষণ প্রদান করেন কোন রাষ্ট্র নায়ক? (Bsmmu-10)
৯৫। Bsmmu প্রতিষ্ঠিত হয়? (Bsmmu-10)
⏪ Prev | Part - 6 সাধারণ জ্ঞান |
Next ⏩ |
১। বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি? (Bsmmu-20)
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(গ) তাজউদ্দিন আহমেদ
(ঘ) লতিফুর রহমান
(ক) স্বায়ত্বশাসিত সংস্থা
(খ) সাংবিধানিক সংস্থা
(গ) কর্পোরেট সংস্থা
(ঘ) আধা স্বায়ত্বশাসিত সংস্থা
৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভূক্ত ছিল? (Bsmmu-20)
(ক) ১ নম্বর
(খ) ২ নম্বর
(গ) ৩ নম্বর
(ঘ) ১১ নম্বর
(ক) সাতক্ষীরা
(খ) মেহেরপুর
(গ) চুয়াডাঙ্গা
(ঘ) গােপালগঞ্জ
৫। 'সাবাস বাংলাদেশ’ ভাষ্কর্য কোথায় অবস্থিত? (Bsmmu-20)
(ক) টিএসসি মােড়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(ঘ) রেসকোর্স মােড়ে
(ক) জয়নুর আবেদীন
(খ) কামরুল হাসান
(গ) হাসেম খান
(ঘ) হামিদুর রহমান
৭। বাঙ্গালীর মুক্তি সনদ ৬ দফা দাবি আন্দোলন কত সালে হয়েছিল? (Bsmmu-20)
(ক) ১৯৬০
(খ) ১৯৬২
(গ) ১৯৬৪
(ঘ) ১৯৬৬
(ক) ১২ জানুয়ারি, ১৯৭২
(খ) ২৬ মার্চ, ১৯৭২
(গ) ১০ জানুয়ারি, ১৯৭২
(ঘ) ১৪ এপ্রিল, ১৯৭২
৯। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? (Bsmmu-20)
(ক) ৭ মার্চ, ১৯৭১
(খ) ২৬ শে মার্চ, ১৯৭১
(গ) ২ মার্চ, ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
(ক) ১ জন
(খ) ২ জন
(গ) ৩ জন
(ঘ) ৪ জন
১১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাব ভূষিত করা হয় কত তারিখে? (Bsmmu-20)
(ক) ২৫ মার্চ, ১৯৭১
(খ) ২৩ শে ফেব্রুয়ারী, ১৯৬৯
(গ) ১০ ই নভেম্বর, ১৯৭২
(ঘ) ৭ ই মার্চ, ১৯৭০
(ক) ইটালীর রােম, ২০১৯ সালে
(খ) চীনের উহান, ২০১৯ সালে
(গ) কোরিয়ার শিউল, ২০১৯ সালে
(ঘ) বাংলাদেশের রংপুর, ২০১৯ সালে
১৩। কম্পিউটার কে আবিষ্কার করেন? (Bsmmu-20)
(ক) জন বেরার্ড
(খ) গ্রাহাম বেল
(গ) মার্কনি
(ঘ) চার্লস ব্যাবেজ
১৪। বাংলা ভাষাকে দেশের ২য় ভাষার মর্যদা দিয়েছে কোন দেশ? (Bsmmu-20)
(ক) নেপাল
(খ) ভুটান
(গ) ভারত
(ঘ) সিয়েরা লিওন
(ক) বরেন্দ্র যাদুঘর
(খ) ঢাকা যাদুঘর
(গ) রাজশাহী যাদুঘর
(ঘ) মুজিবনগর যাদুঘর
১৬। বাংলাদেশের নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কি? (Bsmmu-20)
(ক) বাংলাদেশ নার্সিং কাউন্সিল
(খ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল
(গ) বাংলাদেশ সেবা পরিদপ্তর
(ঘ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর
(ক) ভারত
(খ) ভুটান
(গ) চীন
(ঘ) নেপাল
১৮। নিম্নের কোন দেশ বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার সদস্য নয়? (Bsmmu-20)
(ক) বাংলাদেশ
(খ) যুক্তরাষ্ট্র
(গ) যুক্তরাজ্য
(ঘ) চীন
১৯। ইপিআই প্রকল্পে সাহায্যকারী সংস্থা কোনটি? (Bsmmu-20)
(ক) ইউনেস্কো
(খ) ডব্লিওটিও
(গ) ইউনিসেফ
(ঘ) ইউএনএফপিএ
(ক) মডার্ণ রেজোনেন্স ইমেজিং
(খ) ম্যাগনেটিক রেডিয়েশন ইমেজিং
(গ) মলিকুলার রেজোনেস ইমেজিং
(ঘ) ম্যাগনেটিক রেজোনেস ইমেজিং
২১। বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আছে? (Bsmmu-20)
(ক) ৫ টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৮ টি
(ক) অনত্র ফেলে দেয়া
(খ) পুড়িয়ে ফেলা
(গ) মাটির নিচে পুতে ফেলা
(ঘ) মিশ্র সারে পরিণত করা
(ক) ৮ই এপ্রিল, ২০২০
(খ) ৩রা এপ্রিল, ২০২০
(গ) ২রা এপ্রিল, ২০২০
(ঘ) ৮ই মার্চ, ২০২০
২৪। কলেরায় বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কত ? (Bsmmu-20)
(ক) 1.7/1000 live birth
(খ) 1.47/1000 live birth
(গ) 2.7/1000 live birth
(ঘ) 0.7/1000 live birth
২৫। এক চা চামচ সমান কত মিলিলিটার? (Bsmmu-20)
(ক) ২
(খ) ৫
(গ) ১০
(ঘ) ১৫
২৬। নীচের কোনটি প্রকৃত স্বাস্থ্য সূচক? (Bsmmu-20)
(ক) Crude death rate
(খ) Infant mortality rate
(গ) Maternal mortality rate
(ঘ) Health service utilization rate
(ক) ৪ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৭ টি
২৮। সবচেয়ে কঠিনতম পদার্থ হল? (Bsmmu-16)
(ক) লােহা(খ) তামা(গ) গ্রাফাইট(ঘ) হীরক
উত্তর: ??
২৯। "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারী" গানের রচিয়তা কে? (Bsmmu-11,16)
(ক) কবি শামসুর রহমান(খ) আলতাফ মাহমুদ(গ) আব্দুল গফ্ফার চৌধুরী(ঘ) জহির রায়হান
উত্তর: ??
(ক) ১ লা জানুয়ারী ১৯৭২(খ) ১০ই জানুয়ারী ১৯৭২(গ) ২৩ শে মার্চ ১৯৭২(ঘ) ১৭ ই এপ্রিল ১৯৭২
উত্তর: ??
৩১। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পীকার কে? (Bsimmu-16)
(ক) ডা: শিরিন সুরতানা(খ) মতিয়া চৌধুরী(গ) ড. শিরিন শারমিন চৌধুরী(ঘ) সাজেদা চৌধুরী
উত্তর: ??
(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(খ) রংপুর বিশ্ববিদ্যালয়(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: ??
৩৩। কোন দেশের প্রধানকে ভাইস চ্যান্সেলর বলা হয়? (Bsmmu-16)
(ক) ইতালী(খ) ফ্রান্স(গ) জার্মানী(ঘ) বৃটেন
উত্তর: ??
(ক) ৫ জন(খ) ৪ জন(গ) ৬ জন(ঘ) ৩ জন
উত্তর: ??
৩৫। Stop Genocide এর লেখক কে? (Bsimmu-16)
(ক) জহির রায়হান(খ) মাইকেল মধুসূদন দত্ত(গ) সত্যেন্দ্রনাথ দত্ত(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ??
(ক) ২ রা মার্চ, ১৯৭১(খ) ৭ ই মার্চ , ১৯৭১(গ) ২৫ শে মার্চ, ১৯৭১(ঘ) ২৬ শে মার্চ, ১৯৭১
উত্তর: ??
৩৭। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? (Bsmmu-16)
(ক) ভারত(খ) ইরাক(গ) নেপাল(ঘ) ভুটান
উত্তর: ??
(ক) ইরাক(খ) ইন্দোনেশিয়া(গ) মিশর(ঘ) ইরান
উত্তর: ??
৩৯। তুরস্কের রাজধানির নাম কি? (Bsimmu-16)
(ক) আঙ্কারা(খ) লাওস(গ) বারবাডােস(ঘ) হাইতি
উত্তর: ??
(ক) রাইফেল রােটি আওরাত(খ) Liberation Fighters(গ) দুই সৈনিক(ঘ) কোনটিই নয়
উত্তর: ??
৪১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু গড় আয় কত? (Bsmmu-16)
(ক) ১০০০ মার্কিন ডলার(খ) ১৩০০ মার্কিন ডলার(গ) ২০০০ মার্কিন ডলার(ঘ) ৮০০ মার্কিন ডলার
উত্তর: ??
(ক) মােস্তাফিজুর রহমান(খ) তামিম ইকবাল(গ) সৌম্য সরকার(ঘ) সাব্বির রুম্মান
উত্তর: ??
৪৩। ড্রোন কি? (Bsmmu-16)
(ক) রােবট(খ) চালকযুক্ত বিমান(গ) চালকবিহীন বিমান(ঘ) কোনটিই নয়
উত্তর: ??
৪৪। দুইজন মহিলা বীর প্রতিকের নাম কি? (Bsmmu-16)
(ক) তারামন বিবি ও সেতারা বেগম(খ) তারামন বিবি ও কাকন বিবি(গ) শেখ ফজিলাতুন্নেছা ও বেগম রােকেয়া(ঘ)কোনটিই নয়
উত্তর: ??
৪৫। মহিলা জাগরনের অগ্রদুত কাকে বলা হয়? (Bsmmu-16)
(ক) বেগম সুফিয়া কামাল।(খ) বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন(গ) শামসুন্নাহার(ঘ) শিরিন সুলতানা
উত্তর: ??
৪৬। ইন্টারনেট ব্রাউজার নয় কোনটি? (Bsmmu-16)
(ক) Mozilla(খ) Google(গ) Opera(ঘ) You tube
উত্তর: ??
(ক) শেখ মুজিবুর রহমান(খ) গােলাম মােস্তফ(গ) জসীম উদ্দিন(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: ??
৪৮। ২৫ শে মার্চ, ১৯৭১ রাত্রে যে যুদ্ধ শুরু হয় তার নাম কি? (Bsmmu-16)
(ক)মুক্তিযুদ্ধ(খ) অপারেশন জেনােরিমাে(গ) অপারেশন ডেজার্ট(ঘ) অপারেশন সার্চ লাইট
উত্তর: ??
(ক) দিনাজপুর(খ) রংপুর(গ) মধুপুর(ঘ) কোনটি নয়
উত্তর: ??
৫০। বাংলাদেশকে কোন দেশ বেশী ঋণ দেয়? (Bsmmu-16)
(ক) জাপান(খ) জার্মানী(গ) যুক্তরাষ্ট্র(ঘ) যুক্তরাজ্য
উত্তর: ??
(ক) ডব্লিউ ওভারল্যান্ড(খ) লর্ড কার্ডন(গ) সাইমন ড্রিং(ঘ) কোনটিই নয়
উত্তর: ??
৫২। অতীশ দীপঙ্কর এর বাড়ী কোন জেলায়? (Bsmmu-16)
(ক) সিরাজগঞ্জ(খ) মুন্সিগঞ্জ(গ) দিনাজপুর(ঘ) রংপুর
উত্তর: ??
(ক) জার্মানী(খ) রাশিয়া(গ) ফ্রান্স(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: ??
৫৪। বিদেশী কারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশর চিত্র সারা পৃথিবীর কাছে তুলে ধরেন? (Bsmmu-16)
(ক) রবিশংকর(খ) জর্জ হ্যারিসন(গ) সাইমন ড্রিং(ঘ) উপরের সবগুলাে
উত্তর: ??
(ক) ১৭ ই মার্চ, ১৯৭১(খ) ১৭ ই এপ্রিল(গ) ১০ ই মার্চ(ঘ) ১৮ ই এপ্রিল
উত্তর: ??
৫৬। WHO এর সদর দপ্তর কোথায়? (Bsmmu-16)
(ক) প্যারিস(খ) জেনেভা(গ) নিউইয়র্ক(ঘ) ভিয়েন
উত্তর: ??
(ক) Trapezoid(খ) Stapes(গ) Trapezium(ঘ) Lunate
উত্তর: ??
৫৮। Which one is 1st organized nursing school established by Florence Nightingale? (Bsmmu-13)
(ক) St Thomas hospital in London(খ) Barrack hospital in Turkey(গ) St Catherine's hospital Ontario(ঘ) John Hopkin's hospital USA
উত্তর: ??
(ক) জেনারেল আতাউল গনি ওসমানি(খ)এয়ার কমােডাের এ কে খন্দকার(গ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙগীর(ঘ)মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
উত্তর: ??
৬০। বেতার যন্ত্রের আবিস্কারক কে? (Bsmmu-13)
(ক) স্টীফেন হকিংস(খ) জগদীস চন্দ্র বসু(গ) মার্কনী(ঘ)আইনস্টাইন
উত্তর: ??
৬১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (Bsmmu-13)
(ক) সৈয়দ নজরুল ইসলাম(খ) ক্যাপ্টেন মনসুর আলী(গ) এ এইচ এম কামরুজ্জামান(ঘ) তাজউদ্দিন আহমেদ
উত্তর: ??
৬২। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? (Bsmmu-13)
(ক) ৯ টি(খ) ১১ টি(গ) ১০ টি(ঘ) ১৮ টি
উত্তর: ??
৬৩। নবায়নযােগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায় ? (Bsmmu-12)
(ক) তেল(খ) সূর্যরশ্মি(গ) গ্যাস(ঘ) কয়লা
উত্তর: ??
(ক) নিকেল(খ) কোবাল্ট(গ) তামা(ঘ) ইস্পাত
উত্তর: ??
৬৫। আকাশে বিদ্যুৎ চমকালে-- (Bsmmu-12)
(ক) শব্দ প্রথম শােনা যায়(খ) আলাে প্রথম দেখা যায়(গ) আলাে ও শব্দ একই সাথে(ঘ) শব্দ আগে এবং আলাে পরে
উত্তর: ??
(ক) পটাসিয়াম ক্লোরাইড(খ) সােডিয়াম ক্লোরাইড(গ) ক্লোরিন ও সােডিয়াম(ঘ) ক্লোরাইড
উত্তর: ??
৬৭। সবচেয়ে কঠিনতম পদার্থ হলাে (Bsmmu-12)
(ক) লােহা(খ) তামা(গ) হীরক(ঘ) গ্রানাইট
উত্তর: ??
৬৮। জনগন সকল ক্ষমতার উত্স’ এটি কোন সরকার ব্যবস্থাকে সমর্থন করে ? (Bsmmu-12)
(ক) এক নায়কতন্ত্র(খ) সমাজতন্ত্র(গ) স্বৈরাচারতন্ত্র(ঘ) গণতন্ত্র
উত্তর: ??
৬৯। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (Bsmmu-12)
(ক) সরকারি প্রতিষ্ঠান(খ) বেসরকারি প্রতিষ্ঠান(গ) স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান
উত্তর: ??
(ক) মেহের পাড়া জেলায়(খ) চুয়াডাঙ্গা জেলায়(গ) কুষ্টিয়া জেলায়।(ঘ) বৈদ্যনাথ তলা গ্রামে
উত্তর: ??
৭১। বাংলাদেশে ভােটার হওয়ার যােগ্যতা (Bsmmu-12)
(ক) যে কোন নাগরিক(খ) কমপক্ষে ১৮ বছর(গ) যে কোন এলাকার বাসিন্দা(ঘ) কমপক্ষে ৫ম শ্রেণি পাশ
উত্তর: ??
(ক) Oxygen, Hydrogen, carbon(খ) Hydrogen, corbon, nitrogen(গ) Carbon, oxygen, nitrogen(ঘ) Carbon, nitrogen, calcium
উত্তর: ??
৭৩। কোনটি পানি বাহিত রােগ ? (Bsmmu-12)
(ক) হাম।(খ) যক্ষ্মা(গ) টাইফয়েড(ঘ) ইসফ্লুয়েঞ্জা
উত্তর: ??
(ক) বুধ।(খ) চাঁদ(গ) শুক্র(ঘ) শনি
উত্তর: ??
৭৫। বিষধর সাপে কয়টি বিষ দাঁত থাকে?(Bsmmu-10,11)
(ক) ১টি(খ) ২টি(গ) ৩টি(ঘ) ৪টি
উত্তর: ??
(ক) কাজ(খ) ক্ষমতা(গ) শক্তি(ঘ) বল
উত্তর: ??
৭৭। মানবসৃষ্ট দুর্যোগ কোনগুলাে? (Bsmmu-11)
(ক) গ্রীণ হাউস প্রতিক্রিয়া, যুদ্ধ, বন্যা(খ) যুদ্ধ, বাঞ্চল উজাড়, বন্যা(গ) যুদ্ধ, জলােচ্ছ্বাস, বনাঞ্চলনিধন।(ঘ) অপরিকল্পিত নগরায়ন, যুদ্ধ, বনাঞ্চল উজাড়
উত্তর: ??
(ক) ১০(খ) ৩০(গ) ৪০(ঘ) ৬০
উত্তর: ??
৭৯। রেক্টিফাইড স্পিরিট হলাে- (Bsimmu-11)
(ক) ৯০% মিথাইল এলকোহল ও ১০% পানি(খ) ৮০% মিথাইল এলকোহল ও ২০% পানি(গ) ৯৫% মিথাইল এলকোহল ও ৫% পানি(ঘ) ৯০% মিথাইল এলকোহল ও ২% পানি
উত্তর: ??
(ক) কঠিন(খ) তরল(গ) গ্যাস(ঘ) শূন্য
উত্তর: ??
৮১। কোনটিকে “The power house of cell” বলে? (Bsmmu-10,11)
(ক) গলজিবডি(খ) মাইটোকন্ড্রিয়া(গ) রাইবােসােম(ঘ) ক্রোমােসােম
উত্তর: ??
(ক) রাজাকার(খ) আল-বদর(গ) আল-মােজাহিদ(ঘ) আল-কুদ্দুস
উত্তর: ??
৮৩। মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি কোনটি? (Bsmmu-11)
(ক) মাতৃভুমির মর্যাদা রক্ষা করা(খ) ধর্ম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা(গ) স্বনির্ভর বাংলাদেশ গড়া(ঘ) পরাধিনতার গ্লানি থেকে মুক্তি
উত্তর: ??
৮৪। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? (Bsmmu-11)
(ক) এম এ জি ওসমানি(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান(গ) এ কে খন্দকার(ঘ) জিয়াউর রহমান
উত্তর: ??
(ক) আইন মানা(খ) আনুগত্য(গ) কর প্রদান(ঘ) ধর্মীয় সহিষ্ণুতা
উত্তর: ??
৮৬। পােষ্টাল কোড কি নির্দেশ করে? (Bsmmu-11)
(ক) ডাক বিভাগের নাম(খ) পােষ্ট অফিসের নাম(গ) চিঠি রাখার স্থান(ঘ) প্রাপকের এলাকা
উত্তর: ??
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।(খ) কাজী তাজ উদ্দিন আহমেদ(গ) এম. মনসুর আলী(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: ??
(ক) শব্দ(খ) বিদ্যুৎ(গ) আলাে(ঘ) বায়ু
উত্তর: ??
৮৯। সুন্দর-সুশৃঙ্খল পরিবেশে গড়ে ওঠা শিশু ভবিষ্যৎ জীবনে-(Bsmmu-10)
(ক) বাস্তব ভিত্তিক হবে(খ) উচ্চ শিক্ষিত হবে(গ) উদার ও সুন্দর মনের অধিকারী হবে(ঘ) সেবিকা হবে
উত্তর: ??
(ক) Environment(খ) Disease(গ) Death(ঘ) Hospital
উত্তর: ??
৯১। তারামন বিবি কে ছিলেন? (Bsmmu-10)
(ক) একজন মুক্তিযােদ্ধা।(খ) একজন বিশিষ্ট মুক্তিযােদ্ধা(গ) একজন লেখিকা(ঘ) একজন বিশিষ্ট সেবিকা
উত্তর: ??
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান(খ)শেখ হাসিনা(গ) জিয়াউর রহমান।(ঘ) খালেদা জিয়া
উত্তর: ??
৯৩। শীত কাল কোন কোন মাসে হয়? (Bsmmu-10)
(ক) কার্তিক-পৌষ(খ) অগ্রহায়ন- মাঘ(গ) পৌষ- মাঘ(ঘ) মাঘ-ফাল্গুন
উত্তর: ??
৯৪। বাংলাদেশের জাতীয় ফুল ও ফল কোনটি? (Bsmmu-10)
(ক) পদ্ম ও আম(খ) শাপলা ও কাঠাল(গ) কাঠাল ও পদ্ম(ঘ) আম ও শাপলা
উত্তর: ??
(ক) ১৯৯৭ সালে(খ) শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন(গ) ১৯৯৯ সালে(ঘ) খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন
উত্তর: ??
৯৬। পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখে রাতে গণহত্যা চালায়? (Bsmmu-10)
(ক) ২৫ শে মার্চ(খ) ২৭ শে মার্চ(গ) ১৪ ই এপ্রিল(ঘ) ১৭ ই এপ্রিল
উত্তর: ??
কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....
ভারত নয় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে প্রথম দেশ ভুটান
মুক্তিযুদ্ধের সবাধিনায়ক শেখমুজিবুর রহমান হবে
এই প্রশ্নটির রাজনৈতিক ব্যাখ্যার কারণে আওয়ামী সরকার থাকাকালে অবশ্যই শেখ মুজিব সঠিক উত্তর দিতে হবে। তবে বি এন পির শাসনামলে দিলে মার্কস পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত না।
Father of the computer ans will be হাওয়ার্ড এইকেন হবে। চার্লস ব্যাবেজ তো জনক। আর প্রশ্নে বলা আছে আবিষ্কারক কে। ভাওয়াইয়া রংপুরের গান