Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (সাধারণ জ্ঞান)

(Part - 6)....  Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ সাধারণ জ্ঞান। Part - তে মোট প্রশ্ন রয়েছে ৬৯টি।  পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
⏪ Prev Part - 6
সাধারণ জ্ঞান
Next 

১। সবচেয়ে কঠিনতম পদার্থ হল? (Bsmmu-16)
(ক) লােহা
(খ) তামা
(গ) গ্রাফাইট
(ঘ) হীরক
উত্তর: ??


২। "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারী" গানের রচিয়তা কে? (Bsmmu-11,16)
(ক) কবি শামসুর রহমান
(খ) আলতাফ মাহমুদ
(গ) আব্দুল গফ্ফার চৌধুরী
(ঘ) জহির রায়হান
উত্তর: ??

৩। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? (Bsmmu-16)
(ক) ১ লা জানুয়ারী ১৯৭২
(খ) ১০ই জানুয়ারী ১৯৭২ 
(গ) ২৩ শে মার্চ ১৯৭২
(ঘ) ১৭ ই এপ্রিল ১৯৭২ 
উত্তর: ??


৪। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পীকার কে? (Bsimmu-16)
(ক) ডা: শিরিন সুরতানা
(খ) মতিয়া চৌধুরী
(গ) ড. শিরিন শারমিন চৌধুরী
(ঘ) সাজেদা চৌধুরী
উত্তর: ??

৫। মুক্তি ও গণতন্ত্র’ তােরন কোথায় অবস্থিত? (Bsmmu-16)
(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(খ) রংপুর বিশ্ববিদ্যালয়
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর: ??


৬। কোন দেশের প্রধানকে ভাইস চ্যান্সেলর বলা হয়? (Bsmmu-16)
(ক) ইতালী
(খ) ফ্রান্স
(গ) জার্মানী
(ঘ) বৃটেন
উত্তর: ??

৭। কত জন যুদ্ধাপরাধীর ফাঁসীর রায় কার্যকর করা হয় নভেম্বর, ২০১৬ পর্যন্ত?(Bsmmu-16)
(ক) ৫ জন
(খ) ৪ জন
(গ) ৬ জন
(ঘ) ৩ জন
উত্তর: ??


৮। Stop Genocide এর লেখক কে? (Bsimmu-16)
(ক) জহির রায়হান
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ??

৯। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? (Bsmmu-16)
(ক) ২ রা মার্চ, ১৯৭১
(খ) ৭ ই মার্চ , ১৯৭১
(গ) ২৫ শে মার্চ, ১৯৭১ 
(ঘ) ২৬ শে মার্চ, ১৯৭১
উত্তর: ??


১০। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? (Bsmmu-16)
(ক) ভারত
(খ) ইরাক
(গ) নেপাল
(ঘ) ভুটান
উত্তর: ??

১১। আরব দেশের মধ্যে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? (Bsimmu-16)
(ক) ইরাক
(খ) ইন্দোনেশিয়া
(গ) মিশর
(ঘ) ইরান
উত্তর: ??


১২। তুরস্কের রাজধানির নাম কি? (Bsimmu-16)
(ক) আঙ্কারা 
(খ) লাওস
(গ) বারবাডােস
(ঘ) হাইতি
উত্তর: ??

১৩। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচিত্র কোনটি? (Bsmmu-16)
(ক) রাইফেল রােটি আওরাত
(খ) Liberation Fighters
(গ) দুই সৈনিক
(ঘ) কোনটিই নয়
উত্তর: ??


১৪। বাংলাদেশের বর্তমান মাথাপিছু গড় আয় কত? (Bsmmu-16)
(ক) ১০০০ মার্কিন ডলার
(খ) ১৩০০ মার্কিন ডলার
(গ) ২০০০ মার্কিন ডলার
(ঘ) ৮০০ মার্কিন ডলার
উত্তর: ??

১৫। আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার কে নির্বাচিত হয়?(Bsmmu-16)
(ক) মােস্তাফিজুর রহমান 
(খ) তামিম ইকবাল
(গ) সৌম্য সরকার
(ঘ) সাব্বির রুম্মান
উত্তর: ??


১৬. ড্রোন কি? (Bsmmu-16)
(ক) রােবট
(খ) চালকযুক্ত বিমান
(গ) চালকবিহীন বিমান
(ঘ) কোনটিই নয়
উত্তর: ??


১৭. দুইজন মহিলা বীর প্রতিকের নাম কি? (Bsmmu-16)
(ক) তারামন বিবি ও সেতারা বেগম
(খ) তারামন বিবি ও কাকন বিবি
(গ) শেখ ফজিলাতুন্নেছা ও বেগম রােকেয়া
(ঘ)কোনটিই নয়
উত্তর: ??

১৮. মহিলা জাগরনের অগ্রদুত কাকে বলা হয়? (Bsmmu-16)
(ক) বেগম সুফিয়া কামাল।
(খ) বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন
(গ) শামসুন্নাহার 
(ঘ) শিরিন সুলতানা
উত্তর: ??


১৯. ইন্টারনেট ব্রাউজার নয় কোনটি? (Bsmmu-16)
(ক) Mozilla
(খ) Google
(গ) Opera
(ঘ) You tube
উত্তর: ??

২০. 'অসমাপ্ত আত্মজীবনী' কার লেখা?(Bsmmu-16)
(ক) শেখ মুজিবুর রহমান 
(খ) গােলাম মােস্তফ
(গ) জসীম উদ্দিন
(ঘ) কাজী নজরুল ইসলাম 
উত্তর: ??


২১. ২৫ শে মার্চ, ১৯৭১ রাত্রে যে যুদ্ধ শুরু হয় তার নাম কি? (Bsmmu-16)
(ক)মুক্তিযুদ্ধ
(খ) অপারেশন জেনােরিমাে 
(গ) অপারেশন ডেজার্ট
(ঘ) অপারেশন সার্চ লাইট
উত্তর: ??

২২. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? (Bsmmu-16)
(ক) দিনাজপুর
(খ) রংপুর
(গ) মধুপুর
(ঘ) কোনটি নয়
উত্তর: ??


২৩. বাংলাদেশকে কোন দেশ বেশী ঋণ দেয়? (Bsmmu-16)
(ক) জাপান
(খ) জার্মানী
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) যুক্তরাজ্য
উত্তর: ??

২৪. বিদেশী কাকে বীরপ্রতিক উপাধি দেয়া? (Bsmmu-16)
(ক) ডব্লিউ ওভারল্যান্ড
(খ) লর্ড কার্ডন
(গ) সাইমন ড্রিং
(ঘ) কোনটিই নয়
উত্তর: ??


২৫. অতীশ দীপঙ্কর এর বাড়ী কোন জেলায়? (Bsmmu-16)
(ক) সিরাজগঞ্জ
(খ) মুন্সিগঞ্জ
(গ) দিনাজপুর
(ঘ) রংপুর
উত্তর: ??

২৬. নাসা কোন দেশের সংস্থা? (Bsmmu-16)
(ক) জার্মানী
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: ??


২৭. বিদেশী কারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশর চিত্র সারা পৃথিবীর কাছে তুলে ধরেন? (Bsmmu-16)
(ক) রবিশংকর 
(খ) জর্জ হ্যারিসন
(গ) সাইমন ড্রিং
(ঘ) উপরের সবগুলাে
উত্তর: ??


২৮। প্রবাসী সরকার কত তারিখে গঠন করা হয়? (Bsmmu-16)
(ক) ১৭ ই মার্চ, ১৯৭১
(খ) ১৭ ই এপ্রিল
(গ) ১০ ই মার্চ
(ঘ) ১৮ ই এপ্রিল
উত্তর: ??


২৯। WHO এর সদর দপ্তর কোথায়? (Bsmmu-16)
(ক) প্যারিস
(খ) জেনেভা
(গ) নিউইয়র্ক
(ঘ) ভিয়েন
উত্তর: ??

৩০। মানব দেহের সবচেয়ে ছােট হাড়ের/ অস্থির নাম কি?(Bsmmu-16)
(ক) Trapezoid
(খ) Stapes
(গ) Trapezium
(ঘ) Lunate
উত্তর: ??


৩১। Which one is 1st organized nursing school established by Florence Nightingale? (Bsmmu-13)
(ক) St Thomas hospital in London
(খ) Barrack hospital in Turkey
(গ) St Catherine's hospital Ontario
(ঘ) John Hopkin's hospital USA
উত্তর: ??

৩২। বিজয়ের দিন পাকসেনাদের আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন? (Bsmmu-13)
(ক) জেনারেল আতাউল গনি ওসমানি
(খ)এয়ার কমােডাের এ কে খন্দকার
(গ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙগীর
(ঘ)মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
উত্তর: ??


৩৩। বেতার যন্ত্রের আবিস্কারক কে? (Bsmmu-13)
(ক) স্টীফেন হকিংস
(খ) জগদীস চন্দ্র বসু
(গ) মার্কনী
(ঘ)আইনস্টাইন 
উত্তর: ??

৩৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? (Bsmmu-13)
(ক) সৈয়দ নজরুল ইসলাম
(খ) ক্যাপ্টেন মনসুর আলী
(গ) এ এইচ এম কামরুজ্জামান
(ঘ) তাজউদ্দিন আহমেদ
উত্তর: ??

৩৫। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? (Bsmmu-13)
(ক) ৯ টি
(খ) ১১ টি
(গ) ১০ টি
(ঘ) ১৮ টি
উত্তর: ??

৩৬। নবায়নযােগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায় ? (Bsmmu-12)
(ক) তেল
(খ) সূর্যরশ্মি 
(গ) গ্যাস
(ঘ) কয়লা
উত্তর: ??

৩৭। নিচের কোনটি চুম্বকে পরিনত করা অসম্ভব ? (Bsmmu-12)
(ক) নিকেল
(খ) কোবাল্ট 
(গ) তামা
(ঘ) ইস্পাত
উত্তর: ??


৩৮। আকাশে বিদ্যুৎ চমকালে-- (Bsmmu-12)
(ক) শব্দ প্রথম শােনা যায়
(খ) আলাে প্রথম দেখা যায়
(গ) আলাে ও শব্দ একই সাথে
(ঘ) শব্দ আগে এবং আলাে পরে 
উত্তর: ??

৩৯। সাধারণ লবণ ভাঙ্গলে কি কি মৌলিক পদার্থ পাওয়া যায় ? (Bsmmu-12)
(ক) পটাসিয়াম ক্লোরাইড 
(খ) সােডিয়াম ক্লোরাইড
(গ) ক্লোরিন ও সােডিয়াম 
(ঘ) ক্লোরাইড
উত্তর: ??


৪০। সবচেয়ে কঠিনতম পদার্থ হলাে (Bsmmu-12)
(ক) লােহা
(খ) তামা 
(গ) হীরক
(ঘ) গ্রানাইট
উত্তর: ??

৪১। জনগন সকল ক্ষমতার উত্স’ এটি কোন সরকার ব্যবস্থাকে সমর্থন করে ? (Bsmmu-12)
(ক) এক নায়কতন্ত্র
(খ) সমাজতন্ত্র
(গ) স্বৈরাচারতন্ত্র
(ঘ) গণতন্ত্র
উত্তর: ??


৪২। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (Bsmmu-12)
(ক) সরকারি প্রতিষ্ঠান 
(খ) বেসরকারি প্রতিষ্ঠান
(গ) স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান 
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান
উত্তর: ??

৪৩। স্বাধীন বাংলাদেশ সরকার শপথ নেয় (Bsmmu-12)
(ক) মেহের পাড়া জেলায় 
(খ) চুয়াডাঙ্গা জেলায়
(গ) কুষ্টিয়া জেলায়।
(ঘ) বৈদ্যনাথ তলা গ্রামে
উত্তর: ??


৪৪। বাংলাদেশে ভােটার হওয়ার যােগ্যতা (Bsmmu-12)
(ক) যে কোন নাগরিক 
(খ) কমপক্ষে ১৮ বছর
(গ) যে কোন এলাকার বাসিন্দা 
(ঘ) কমপক্ষে ৫ম শ্রেণি পাশ
উত্তর: ??

৪৫। Most of the haman body is made of-- (Bsmmu-12)
(ক) Oxygen, Hydrogen, carbon
(খ) Hydrogen, corbon, nitrogen
(গ) Carbon, oxygen, nitrogen 
(ঘ) Carbon, nitrogen, calcium
উত্তর: ??

 
৪৬। কোনটি পানি বাহিত রােগ ? (Bsmmu-12)
(ক) হাম।
(খ) যক্ষ্মা 
(গ) টাইফয়েড
(ঘ) ইসফ্লুয়েঞ্জা 
উত্তর: ??

৪৭। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে-- (Bsmmu-12)
(ক) বুধ।
(খ) চাঁদ
(গ) শুক্র
(ঘ) শনি
উত্তর: ??


৪৮। বিষধর সাপে কয়টি বিষ দাঁত থাকে?(Bsmmu-10,11)
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তর: ??

৪৯। কোন বস্তু একক সময়ে যে কাজ করে তাকে বলা হয়? (Bsmmu-11)
(ক) কাজ
(খ) ক্ষমতা
(গ) শক্তি
(ঘ) বল
উত্তর: ??


৫০। মানবসৃষ্ট দুর্যোগ কোনগুলাে? (Bsmmu-11)
(ক) গ্রীণ হাউস প্রতিক্রিয়া, যুদ্ধ, বন্যা
(খ) যুদ্ধ, বাঞ্চল উজাড়, বন্যা
(গ) যুদ্ধ, জলােচ্ছ্বাস, বনাঞ্চলনিধন।
(ঘ) অপরিকল্পিত নগরায়ন, যুদ্ধ, বনাঞ্চল উজাড়
উত্তর: ??

৫১। স্বাভাবিক কথােপকথনের তীব্রতার লেবেল কত ডেসিবেল? (Bsmmu-11)
(ক) ১০
(খ) ৩০
(গ) ৪০
(ঘ) ৬০
উত্তর: ??


৫২। রেক্টিফাইড স্পিরিট হলাে- (Bsimmu-11)
(ক) ৯০% মিথাইল এলকোহল ও ১০% পানি 
(খ) ৮০% মিথাইল এলকোহল ও ২০% পানি
(গ) ৯৫% মিথাইল এলকোহল ও ৫% পানি
(ঘ) ৯০% মিথাইল এলকোহল ও ২% পানি
উত্তর: ??

৫৩। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি-(Bsmmu-11)
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাস
(ঘ) শূন্য
উত্তর: ??


৫৪। কোনটিকে “The power house of cell” বলে? (Bsmmu-10,11)
(ক) গলজিবডি
(খ) মাইটোকন্ড্রিয়া 
(গ) রাইবােসােম
(ঘ) ক্রোমােসােম
উত্তর: ??

৫৫। ১৯৭১ সালের পাক-হানাদারদের দোসর ছিল না কারা? (Bsimmu-11)
(ক) রাজাকার
(খ) আল-বদর
(গ) আল-মােজাহিদ 
(ঘ) আল-কুদ্দুস
উত্তর: ??

৫৬। মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি কোনটি? (Bsmmu-11)
(ক) মাতৃভুমির মর্যাদা রক্ষা করা 
(খ) ধর্ম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
(গ) স্বনির্ভর বাংলাদেশ গড়া
(ঘ) পরাধিনতার গ্লানি থেকে মুক্তি
উত্তর: ??


৫৭। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? (Bsmmu-11)
(ক) এম এ জি ওসমানি
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
(গ) এ কে খন্দকার
(ঘ) জিয়াউর রহমান 
উত্তর: ??

৫৮। নাগরিকের প্রথম কর্তব্য কি? (Bsmmu-11)
(ক) আইন মানা
(খ) আনুগত্য 
(গ) কর প্রদান
(ঘ) ধর্মীয় সহিষ্ণুতা
উত্তর: ??


৫৯। পােষ্টাল কোড কি নির্দেশ করে? (Bsmmu-11)
(ক) ডাক বিভাগের নাম
(খ) পােষ্ট অফিসের নাম
(গ) চিঠি রাখার স্থান
(ঘ) প্রাপকের এলাকা
উত্তর: ??

৬০। কে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? (Bsmmu-11)
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
(খ) কাজী তাজ উদ্দিন আহমেদ
(গ) এম. মনসুর আলী
(ঘ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: ??

৬১। কোনটি পদার্থ-(Bsmmu-10)
(ক) শব্দ
(খ) বিদ্যুৎ
(গ) আলাে 
(ঘ) বায়ু
উত্তর: ??


৬২। সুন্দর-সুশৃঙ্খল পরিবেশে গড়ে ওঠা শিশু ভবিষ্যৎ জীবনে-(Bsmmu-10)
(ক) বাস্তব ভিত্তিক হবে
(খ) উচ্চ শিক্ষিত হবে
(গ) উদার ও সুন্দর মনের অধিকারী হবে
(ঘ) সেবিকা হবে
উত্তর: ??

৬৩। The word “Ecology” is related to ? (Bsmmu-10)
(ক) Environment
(খ) Disease
(গ) Death
(ঘ) Hospital
উত্তর: ??


৬৪। তারামন বিবি কে ছিলেন? (Bsmmu-10)
(ক) একজন মুক্তিযােদ্ধা।
(খ) একজন বিশিষ্ট মুক্তিযােদ্ধা
(গ) একজন লেখিকা
(ঘ) একজন বিশিষ্ট সেবিকা
উত্তর: ??

৬৫। বাংলা ভাষায় সর্ব প্রথম জাতিসংঘ ভাষণ প্রদান করেন কোন রাষ্ট্র নায়ক? (Bsmmu-10)
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ)শেখ হাসিনা
(গ) জিয়াউর রহমান।
(ঘ) খালেদা জিয়া
উত্তর: ??

৬৬। শীত কাল কোন কোন মাসে হয়? (Bsmmu-10)
(ক) কার্তিক-পৌষ 
(খ) অগ্রহায়ন- মাঘ
(গ) পৌষ- মাঘ
(ঘ) মাঘ-ফাল্গুন
উত্তর: ??


৬৭। বাংলাদেশের জাতীয় ফুল ও ফল কোনটি? (Bsmmu-10)
(ক) পদ্ম ও আম
(খ) শাপলা ও কাঠাল
(গ) কাঠাল ও পদ্ম
(ঘ) আম ও শাপলা
উত্তর: ??

৬৮। Bsmmu প্রতিষ্ঠিত হয়? (Bsmmu-10)
(ক) ১৯৯৭ সালে
(খ) শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন
(গ) ১৯৯৯ সালে
(ঘ) খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন
উত্তর: ??


৬৯। পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখে রাতে গণহত্যা চালায়? (Bsmmu-10)
(ক) ২৫ শে মার্চ
(খ) ২৭ শে মার্চ
(গ) ১৪ ই এপ্রিল
(ঘ) ১৭ ই এপ্রিল
উত্তর: ??


কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....

1 Comments
  • Thejjjj
    Thejjjj February 16, 2023 at 11:59 AM

    ভারত নয় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে প্রথম দেশ ভুটান

Add Comment
comment url