Bsmmu বিগত সালের প্রশ্নসমূহ (বাংলা, ইংরেজি ও গণিত)

(Part - 7)....  Bsmmu তে "সিনিয়র স্টাফ নার্স" পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ - বিষয়ঃ বাংলা, ইংরেজি ও গণিত। Part - 7 তে মোট প্রশ্ন রয়েছে ৪৫টি।  পরীক্ষার সালঃ ২০১৬, ১৩, ১২, ১১ এবং ১০
⏪ Prev Part - 7
বাংলা, ইংরেজি
ও গণিত
Next 
 
১। “জননী সাহসিকা” কাকে বলা হয়?
(ক) বেগম রােহেয়া
(খ) তারামন বিবি
(গ) জাহানারা ইমাম
(ঘ) সুফিয়া কামাল

২। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
(ক) এইসব দিন রাত্রি
(খ) একাত্তরের দিনগুলি
(গ) সৎ মানুষের খোজে
(ঘ) নুরুল দীনের সারাজীবন

৩। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়? (Bsimmu-16)
(ক)বিন্দুর ছেলে
(খ) রড় দিদি
(গ) রামের সুমতি
(ঘ) পথের দাবি
৪। ব্যঞ্জন বর্ণ কয়টি? (Bsmmu-16)
(ক) ১১ টি
(খ) ৩৯ টি
(গ) ৪০ টি
(ঘ) ৪৯ টি
৫। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্ম গ্রহণ করেন? (Bsmmu-16)
(ক)কলকাতার জোড়া সাকোঁর ঠাকুর পরিবারে
(খ) সােনারগাঁয়ে
(গ)পাঞ্জাবে
(ঘ) কোনটিই নয়

৬। “পদ্মা নদীর মাঝি” লেখক কে? (Bsmmu-16)
(ক)মানিক বন্দোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ)জীবনানন্দ দাস
(ঘ) জসীম উদ্দীন
৭। কোনটি সঠিক বানান? (Bsmmu-16)
(ক) নিশীত
(খ) নিশিত
(গ) নীশিত
(ঘ) নিশীথ
৮। অনল শব্দের অর্থ কি? (Bsmmu-16)
(ক) প্রবর
(খ) কমল
(গ) নিস্পৃহ
(ঘ) কোনটি নয়
৯। “কুজন” শব্দের অর্থ কি? (Bsimmu-16)
(ক) পাখির ডাক
(খ) বিদীর্ণ
(গ)নিস্পৃহ
(ঘ) কোনটি নয়
১০। “বিজ্ঞান” শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? (Bsmmu-11)
(ক) বিশেষ
(খ) অভাব
(গ) গতি
(ঘ) সাধারন
১১। “সৌভাগ্যের বিষয়” কথাটি কোন বাগধারা দিয়ে বােঝানাে হয়েছে? (Bsmmu-11)
(ক) কেউকেটা
(খ) একাদশে বৃহস্পতি
(গ) গোঁফ খেজুরে
(ঘ) এলাহী কান্ড
১২। যে গাছে ওষুধ তৈরী হয় তাকে এক কথায় কি বলে? (Bsmmu-11)
(ক) ওষধি
(খ) ঔষধি
(গ) ঔসুধা
(ঘ) ঔষধাঁ
১৩। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না- (Bsmmu-l1)
(ক) ওষধি
(খ) আগাছা
(গ) বর্নচোরা
(ঘ) বনস্পতি
১৪। মহৎ শব্দের বিপরীত শব্দ কি? (Bsimmu-11)
(ক) নীচ
(খ) খারাপ
(গ) নিচ
(ঘ) সৎ
১৫। দুই বা ততধিক শব্দ একত্রে বাজালে তাদেও মিলিত শব্দকে বলে- (Bsmmu-11)
(ক) স্বরসংগতি
(খ) বিষমতা
(গ) স্বরসমতা
(ঘ) বিরাম
১৬। “অনিল” শব্দের সমার্থক শব্দ কোনটি? (Bsmmu-11)
(ক) আকাশ
(খ) বাতাস
(গ) নিলয়
(ঘ) মেহেদী
১৭। অন্যগামী শব্দের অর্থ কি? (Bsmmu-12)
(ক) অন্য হইতে
(খ) ব্যাভিচারী 
(গ) বিন
(ঘ) অন্য প্রকার
১৮। ৫ মি.গ্রা, সমান ১২৫ মিলিহলে ৫০০ মি.গ্রা. সমান কত মিলি? (Bsmmu-16)
(ক) ২০ মিলি
(খ) ২৫ মিলি
(গ) ১৫ মিলি
(ঘ) কোনটি নয়
১৯। ১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? (Bsmmu-16)
(ক) ১৫ টি
(খ) ১১ টি
(গ) ১০ টি
(ঘ) ১২ টি
২০। ভাই-বােনের বয়সের অনুপাত যথাক্রমে ৩:৪, ভাইয়ের বয়স ১২ হলে বােনের বয়স কত? (Bsmmu- 16)
(ক) ১০
(খ) ১২
(গ) ১৬
(ঘ) ১৪
২১। ১ মিলি সমান ১৫ ফোটা হলে ১০০০ মিলি স্যালাইন ৮ ঘন্টায় প্রতি মিনিটে কত ফোটা করে দিতে হবে? (Bsmmu- 16)
(ক) ২৫ ফোটা
(খ) ৩০ ফোটা
(গ) ৪০ ফোটা
(ঘ) ৬০ ফোটা
২২। ৭ টাকায় ২৮ টাকার শতকরা কত? (Bsmmu-11, 12, 13)
(ক) ১/৪%
(খ) ৪ %
(গ) ২৫%
(ঘ) ৪০০%
২৩। You are asked to infuse 240 ml 5% dextrose in 0.225% NaCl within 24 hours. Adjust the drops in micro drops/min. (Bsmmu-13)
(ক) 9 μdrops/min
(খ) 10 μdrops/min
(গ) 8 μdrops/min
(ঘ) 12 μdrops/min

২৪। 5% Da saline 1000 ml given at rate of 15 d/min. total time required for infusion is- (Bsmmu- 11,13)
(ক) 16 hours
(খ) 8 hours
(গ) 10 hours
(ঘ) 20 hours
২৫। ১০+০-(-১০) =? (Bsmmu-13)
(ক) -১০
(খ) ০
(গ) ১
(ঘ) ২০
২৬। ৫৫৫ এর সর্ব ডানের অঙ্কের স্থানীয় মান কত ? (Bsmmu-12)
(ক) ৫০০
(খ) ৫
(গ) ৫০
(ঘ) ৫৫০
২৭। এক মিটারের ১০০ ভাগে ১ ভাগকে কি বলে ? (Bsmmu-12)
(ক) বর্গমিটার
(খ) সেন্টিমিটার
(গ) মিলি মিটার
(ঘ) ঘন মিটার
২৮। ঔষধ যদি কোন রােগীকে ৪০০ মি.গ্রা. / কেজিতে দিতে হয় তবে, ৫০ কেজি ওজনের রােগীকে দিতে হবে কত ? (Bsmmu-12)
(ক) ১ গ্রাম।
(খ) ২ গ্রাম
(গ) ১০০ সে.গ্রা।
(ঘ) ২০০ মিলি গ্রা.
২৯। Suppose you have to give 250 ml of fluid in a newborn baby. What will be the flow rate per ' minute? (Bsmmu-11)
(ক) 10 μdrop/min
(খ) 06 μdrop/min
(গ) 15 drops/mind
(ঘ) 20 drops/min
৩০। You are asked to give 10 mg od injection Kenamycin from 50 mg/2 ml of vial. What will be the right amount? (Bsmmu-11)
(ক) 0.4 ml
(খ) 0.5 ml
(গ) 0.6 ml
(ঘ) 1 ml
৩১। +৫+.০০১+(-.০০১)-(-৫)=? (Bsmmu-11)
(ক) +৫.১১
(খ) -১০.০২
(গ) ০০০
(ঘ) ১০
৩২। ১০০০ ঘন সে, সমান কত? (Bsmmu-11)
(ক) ১ লিটার
(খ) ১ কি. গ্রা.
(গ) ১ ঘন লি.
(ঘ) ১ পাউন্ড
৩৩। January মাসের আগে কোন preposition বসে? (Bsmmu-16)
(ক) at
(খ) on
(গ) with
(ঘ) by
৩৪। “বাবা মারা গেছেন” কোনটি শুদ্ধ? (Bsmmu-16)
(ক) Father has died
(খ) Father has die
(গ) Father is die
(ঘ) Father are die
৩৫। www এর পূর্ণ রুপ কি? (Bsmmu-16)
(ক) world wide web
(খ) world wide work
(গ) world weak web
(ঘ) weak wrong work
৩৬। আমি রােগীকে চিকিৎসা দিতে থাকিব”- সঠিক অনুবাদ কোনটি? (Bsmmu-13)
(ক) I will treating the patient
(খ) I shall treating the patient
(গ) I am treating the patient
(ঘ) I shall be treating the patient
৩৭। The love of mother is never exhausted.'- সঠিক অনুবাদ কোনটি? (Bsmmu-13)
(ক) মাতৃস্নেহ সীমাহীন
(খ) মাতৃস্নেহের ভান্ডার অফুরন্ত
(গ) মাতৃস্নেহ কখনাে নিঃশেষিত হয় না
(ঘ) মাতৃস্নেহ চিরন্তন ও অফুরন্ত
৩৮। Diamond cuts diamond.'- সঠিক বাংলা অনুবাদ কোনটি? (Bsmmu-11,13)
(ক) সংগ দোষে নষ্ট
(খ) সৎ সংগে সর্বনাশ
(গ) সংগ দেখে লােক চেনা যায়
(ঘ) মানিকে মানিক চেনে
৩৯। সঠিক preposition দিয়ে শুণ্যস্থান পূরণ কর? “Rekha is absen...the class” (Bsmmu-11)
(ক) in
(খ) into
(গ) of
(ঘ) from
৪০। The correct synonyms of word 'Huge' is- (Bsmmu-11)
(ক) Small
(খ) Big
(গ) Large
(ঘ) Massive
৪১। The correct antonym of the word' Global' is- (Bsmmu-11)
(ক) National
(খ) Regional
(গ) International
(ঘ) Natural
৪২। “আমি তােমার নিকট বিশেষ কৃতজ্ঞ” এর সঠিক ইংরেজী কোনটি? (Bsmmu-11)
(ক) I am much obliged to you
(খ) I am very general to you
(গ) I am very much grateful to you
(ঘ) I am most obliged to you
৪৩। নিচের কোন শব্দটির বানান সঠিক? (Bsimmu-11)
(ক) Committee
(খ) Dicipline
(গ) Character
(ঘ) Acommodation
৪৪। পিপিলীকা পরিশ্রমী' বাক্যের সঠিক ইংরেজী কোনটি? (Bsmmu-11)
(ক) An ant is industrious
(খ) The ant is industrious
(গ) Ant is industrious
(ঘ) Ants are industrious
৪৫। “বাংলা আমাদের মাতৃভাষা” বাক্যের সঠিক ইংরেজী কোনটি?-(Bsmmu-11)
(ক) Bangla is our mother tongue
(খ) The bangla is our mother tongue
(গ) Bangla is the our mother tongue
(ঘ) Bengali is our mother tongue
৪৬। What is the meaning of “e-mail' in computer- (Bsmmu-11)
(ক) Electronic mail
(খ) Electronical mail
(গ) Emergency mail
(ঘ) Express mail
৪৭। What is the meaning of ‘SMS in cell phone- (Bsmmu-11)
(ক) Short Message Service
(খ) Short Message System
(গ) System Management Service
(ঘ) Short Message System
৪৮। Which of the following word is plural? (Bsmmu-11)
(ক) Any body
(খ) No body
(গ) Each
(ঘ) Men
৪৯। The containing information of all subject- (Bsmmu-10)
(ক) Dictionary 
(খ) Encyclopedia
(গ) Appendix
(ঘ) Informatics


কোনো ভুল পেলে, সঠিক উত্তরসহ comment করে জানানোর জন্য অনুরোধ রইলো.....
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous November 14, 2023 at 7:38 AM

    The containing information for all subject
    Aita ki onformatics naki encyclopedia hobe???

Add Comment
comment url