আল-রাজী ইসলামিয়া হাসপাতালের চলমান সার্কুলার পর্যালোচনা
ইতোপূর্বে প্রায় ১ বছর আগে জব করেছেন এই হাসপাতালে এমন একজন নার্স (কুলসুম আক্তার জানান তিনি যখন হাসপাতালটিতে জব করতেন তখন তার বেতন ছিল ১০ হাজার টাকা। বিনা অভিজ্ঞতায় প্রথম জব হওয়ায় তিনি হাসপাতালের নিকট কৃতজ্ঞতা জানান। সেলারি দিতে মাঝে মাঝে বিলম্ব হতো বলে জানান তিনি, তবে সেলারি পুরোটাই পেতেন।
বর্তমানে জব করছেন এমন দুইজন নার্সের সাথে আমাদের কথা হয়। সঙ্গত কারণে ওনাদের নাম প্রকাশ করছিনা। তাদের একজনের বেতন ১০ হাজার অপর জনের ১২ হাজার। তাদের একজন ৫ মাস যাবৎ অপরজন ৩ মাস যাবৎ জব করছেন হাসপাতালটিতে। তারা প্রতি মাসের সেলারি যথাসময়েই পাচ্ছেন। তারা আগে শুনেছিলেন বেতন ঠিকমতো দেয়না, তবে বর্তমানে সকলেই ঠিকঠাকি পাচ্ছেন বলে জানান
সার্কুলারটির বিষয়ে আমরা হাসপাতালের ম্যানাজারের সাথে কথা বলি। জানতে চেয়েছিলাম নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কতো ধরা হয়। জবাবে তিনি জানান- এটা নির্ভর করবে কাজের অভিজ্ঞতার উপর।
জানতে চেয়েছিলাম বর্তমানে কর্মরতো নার্সগণ কতো বেতন পাচ্ছেন? তিনি জানান কেউ ১০ হাজার, কেউ ১২/১৪/১৫ সর্বোচ্চ ১৮ হাজার পর্যন্ত সেলারি দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন যারা উচ্চ বেতনে বা ভালো জব করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।