সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ
পদের নাম: | ওটি ইনচার্জ |
আবেদন শুরু: | ২৫/১০/২০ ইং |
আবেদন শেষ: | ১৫/১১/২০ ইং |
পদ সংখ্যা: | উল্লেখ নেই |
যোগ্যতা: | ডিপ্লোমা ইন নার্সিং |
অভিজ্ঞতা: | লাগবে... |
বেতন গ্রেড: | আলোচনার মাধ্যমে |
আবেদন ফী : | লাগবেনা |
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা সরাসরি বা ইমেইলে
আবেদনের ঠিকানা:
পরিচালক হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা,
হটলাইন-০১৯৯৯০৯৯০৯৯
ইমেইল: [email protected]
মূল সারকুলারটি প্রকাশিত হয় (২৫/১০/২০ ইং) দৈনিক প্রথম আলো পত্রিকায়
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। | ২৫-২৬, কেডিএ এভিনিউ, খুলনা। হটলাইন-০১৯৯৯০৯৯০৯৯ নিয়ােগ বিজ্ঞপ্তি খুলনা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিম্নবর্ণিত পদে দক্ষ জনবল নিয়ােগের লক্ষে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত বিবরন নিম্নে প্রদত্ত ঃ| যােগ্যতা বেতন/ভাতা। অধ্যাপক/সহযােগী। অধ্যাপক/সহকারী এমডি/এমফিল/এফসিপিএস ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে। অধ্যাপক (রেডিওলজি | নুন্যতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ও ইমেজিং বিভাগ) আলােচনা ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী পাশ এবং ওটি পরিচালনায়। সাপেক্ষে ওটি ইনচার্জ। নুন্যতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সিকিউরিটি এইচএসসি পাশ সহ বৃহৎ কোন প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ ইনচার্জ | করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা। শর্তাবলীঃ mynursing.club ১.চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ২.আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ৩.আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আগামী ১৫.১১.২০২০ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরিচালক হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা অথবা [email protected] বরাবর প্রেরণ করতে হবে। ৪.চাকুরীর জন্য সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। পরিচালক (হাসপাতাল),কেসিএমসিএইচ