ইউনাইটেড হাসপাতাল এর ভাইবা প্রশ্ন (নার্সিং)
নাম: প্রকাশে অনিচ্ছুক
ময়মনসিংহ নার্সিং ইন্সটিটিউট
ভাইবা বছর: ২০২০
বাহিরে আগে থেকেই ১ জন মহিলা সিরিয়াল করে ভিতরে যেতে বলছিল। আমি সালাম দিয়ে ভিতরে যাওয়ার অনুমতি চাইলাম, তারপর তারা আমার হাইট দেখতে চায়।
ভাইবা বোর্ডে ২ জন মহিলা ছিলেন।একজনের পরনে নার্সিং ড্রেস থাকায় বুঝেছিলাম তিনি নার্স
প্রশ্ন-১ঃ ইংরেজিতে Myself বলুন
এরপর বলে, Ok, Thanks, আমরা জানাবো।
এবার আপনি আসতে পারেন।
নাম: প্রকাশে অনিচ্ছুক
গ্রামীণ কলোডনিয়ান কলেজ অব নার্সিং
ভাইবা বছর: ২০২০
প্রশ্ন-১ঃ আলসার এর কি কি নাম আছে?
প্রশ্ন-২ঃ Unconcious pts managment সম্পর্কে বলুন
প্রশ্ন-৩ঃকোথায় কাজ করেন? কোন ওয়ার্ড?
প্রশ্ন-৪ঃ ICU তে কিকি মেশিন থাকে
প্রশ্ন-৫ঃ Patient আসার পর কি কি করেন?
প্রশ্ন-৬ঃ নোট করেন কয়বার আর কোথায়?
প্রশ্ন-৭ঃ কোন কলেজে পরেছেন? পয়েন্ট কত?
প্রশ্ন-৮ঃ যেখানে জব করেন সেখানে সেলারি কত?
আচ্ছা আপনাকে পড়ে জানাবো, আসতে পারেন।
নাম: ইশরাত জাহান
ভাইবা বছর: ২০২০
প্রশ্ন-১ঃ কোথাও কি জব করেন?
প্রশ্ন-২ঃ কোথা থেকে পড়েছেন?
প্রশ্ন-৩ঃ কতর ব্যাচ?
—আমি বললাম, ২০
উনি বললেনঃ আমরা ২০ এর ব্যাচ নেবনা। ওরা ঠিকমতো কাজ করতে পারবেনা। আপনি জানুয়ারিতে আসবেন।
যারা পরবর্তীতে ভাইবা দেবেন তারা অনুগ্রহ করে Viva Experience আমাদেরকে শেয়ার করবেন্ ধন্যবাদ।