ইউনাইটেড হাসপাতাল এর ভাইবা প্রশ্ন (নার্সিং)

নাম: প্রকাশে অনিচ্ছুক
ময়মনসিংহ নার্সিং ইন্সটিটিউট
ভাইবা বছর: ২০২০

বাহিরে আগে থেকেই ১ জন মহিলা সিরিয়াল করে ভিতরে যেতে বলছিল। আমি সালাম দিয়ে ভিতরে যাওয়ার অনুমতি চাইলাম, তারপর তারা আমার হাইট দেখতে চায়।

ভাইবা বোর্ডে ২ জন মহিলা ছিলেন।একজনের পরনে নার্সিং ড্রেস থাকায় বুঝেছিলাম তিনি নার্স

প্রশ্ন-১ঃ ইংরেজিতে Myself বলুন
এরপর বলে, Ok, Thanks, আমরা জানাবো।
এবার আপনি আসতে পারেন।

নাম: প্রকাশে অনিচ্ছুক
গ্রামীণ কলোডনিয়ান কলেজ অব নার্সিং
ভাইবা বছর: ২০২০

পারমিশন নিয়ে ঢুকলাম। তারপর height + weight দেখলো ( চেয়ারের পিছনে ওয়ালে মার্ক করা ছিল উচ্চতা মাপার জন্য}। এরপর বসতে বলল।

প্রশ্ন-১ঃ আলসার এর কি কি নাম আছে?
প্রশ্ন-২ঃ Unconcious pts managment সম্পর্কে বলুন
প্রশ্ন-৩ঃকোথায় কাজ করেন? কোন ওয়ার্ড?
প্রশ্ন-৪ঃ ICU তে কিকি মেশিন থাকে
প্রশ্ন-৫ঃ Patient আসার পর কি কি করেন?
প্রশ্ন-৬ঃ নোট করেন কয়বার আর কোথায়?
প্রশ্ন-৭ঃ কোন কলেজে পরেছেন? পয়েন্ট কত?
প্রশ্ন-৮ঃ যেখানে জব করেন সেখানে সেলারি কত?

আচ্ছা আপনাকে পড়ে জানাবো, আসতে পারেন।

নাম: ইশরাত জাহান
ভাইবা বছর: ২০২০

ভিতরে জাবার পর Height দেখলো।

প্রশ্ন-১ঃ কোথাও কি জব করেন?
প্রশ্ন-২ঃ কোথা থেকে পড়েছেন?
প্রশ্ন-৩ঃ কতর ব্যাচ?
—আমি বললাম, ২০
উনি বললেনঃ আমরা ২০ এর ব্যাচ নেবনা। ওরা ঠিকমতো কাজ করতে পারবেনা। আপনি জানুয়ারিতে আসবেন।

বি:দ্রঃ হাসপাতালটিতে সারা বছরি লোক নেয়, তবুও নার্সের সংখ্যা অনেক কম। ফলে সবার উপর কাজের প্রেশার অনেক বেশি থাকে। সেলারি ১৮/১৯ হাজার দিয়ে থাকে, তবে সিনিয়রদের ২১/২৩ হাজার দিয়ে থাকে।
যারা পরবর্তীতে ভাইবা দেবেন তারা অনুগ্রহ করে Viva Experience আমাদেরকে শেয়ার করবেন্ ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url