কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (সরকারি)

 আবেদন শেষ: ১০/০৪/২১ ইং
 পদ সংখ্যা
নির্দিষ্ট না।
 যোগ্যতা
: ডিপ্লোমা/ বি.এস.সি নার্সিং এবং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
 অভিজ্ঞতা: লাগবে না
 আবেদন ফি: ৩০০ টাকা
 বেতন: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)

আবেদন পক্রিয়া: নির্দিষ্ট ফ্রম পূরণ করে ডাকের মাধ্যমে জমা দিতে হবে।
ইমেইলে আবেদন: ইমেইলে বা অনলাইনে আবেদনের সুযোগ নেই।

আবেদন ফ্রম ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন


শর্তাবলীঃ
নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আগামী ১০/০৪/২০২১ তারিখের মধ্যে সদস্য সচিব, কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাষ্টি বাের্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা-৩৫০০, বরাবরে অফিস সময়ের মধ্যে পৌছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে। 
দরখাস্তের খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজ পত্রাদি দাখিল করতে হবেঃ 
    1. ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, সদ্য তােলা তিন কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র। 
    2. ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত ১ কপি চারিত্রিক সনদপত্র। 
    3. স্থানীয় ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/পৌরসভার চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সদনপত্র। 
    4. অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।


No Comment
Add Comment
comment url