বেসরকারী নার্সিং কলেজে খরচ কত?

 
সরকারী নার্সিং ইন্সটিটিউটে ভর্তির সুযোগ না হলে বেসরকারী নার্সিং প্রতিষ্ঠানে ভর্তির কথা অনেকেই ভাবছেন। একই সাথে অনেকের মনে প্রশ্ন আসে, বেসরকারীতে পড়তে খরচ কেমন লাগবে এবং কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন। এ বিষয়টি নিয়েই নিচে বিস্তারিত তথ্য উপাত্ত দেয়া হলোঃ
প্রথম কথা হলো সকল বেসরকারী কলেজের ফি একরকম নয়। কিছু টাকার কম বেশ হয়ে থাকে। এজন্য ভালো ধারণা পাবার জন্য কয়েকটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের খরচের বিবরণ নিচে তুলে ধরছি......




ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ফি সংক্রান্ত তখ্যাবলী

ভর্তির সময় এককালীন যে ফিসমূহ একসাথে দিতে হবেঃ
উন্নয়ন তহবিল ফি = ১৫০০০ টাকা
ভর্তি ফি = ১০,০০০/=
টিউশন ফি = ৭৫০০/
সেশন চার্জ = ৬০০০
রেজিঃ (কাউন্সিল) = ১০০০
সার্টিফিকেট ভেরিফিকেশন = ১০০০
লাইব্রেরী + ল্যাব + প্রাকটিক্যাল = ১৫০০
ক্রিয়া ও সাংস্কৃতিক = ১৫০০

    1. ভর্তির সময় মোট টাকা দিতে হবে = ৪৩,৫০০ টাকা
    2. ভর্তির পর চতুর্থ মাস থেকে মাসিক টিউশন ফি (১ম বর্ষে) ২০০০ x ৯ = ১৮০০০/=
    3. দ্বিতীয় বছর থেকে মাসিক টিউশন ফি (২য় ও ৩য় বর্ষে)২৫০০ x ২৪ = ৬০০০০/=
    4. দ্বিতীয় ও তৃতীয় বছরে সেশন চার্জ (এককালীন প্রদেয়) ৬০০০ x ২ = ১২০০০/=
    5. পরীক্ষার ফি নির্ধারিত হারে (পরীক্ষার পূর্বে প্রদেয়) = ১১,২৬০/=

সর্বমোট খরচঃ ১,৪৪,৭৬০/=

বিশেষ দ্রষ্টব্য-  উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।

বি.এস.সি ইন-নার্সিং কোর্সের ফি সংক্রান্ত তখ্যাবলী:
ভর্তির সময় এককালীন যে ফিসমূহ একসাথে দিতে হবেঃ
উন্নয়ন তহবিল ফি = ৩০,০০০ টাকা
ভর্তি ফি = ৬,০০০/=
টিউশন ফি = ৬,০০০/
সেশন চার্জ = ৬,০০০
রেজিঃ (কাউন্সিল) = ৪,২০০
সার্টিফিকেট ভেরিফিকেশন = ১,০০০
লাইব্রেরী + ল্যাব + প্রাকটিক্যাল = ২,০০০
ক্রিয়া ও সাংস্কৃতিক = ১,৫০০

    1. ভর্তির সময় মোট টাকা দিতে হবে = ৫৬,৭০০ টাকা
    2. ভর্তির পর ৪র্থ বর্ষ পর্যন্ত মোট টিউশন ফি দিতে হবে ৯০,০০০
    3. দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে সেশন চার্জ (এককালীন প্রদেয়) ৬০০০ x ৩ = ১৮,০০০/=
    4. পরীক্ষার ফি নির্ধারিত হারে (পরীক্ষার পূর্বে প্রদেয়) = ১৬,০০০/=

সর্বমোট খরচঃ ১,৮০,৭০০/=

বিশেষ দ্রষ্টব্য-  উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।

বিস্তারিত>> http://ibncr.edu.bd/admission-info/




বি.এস.সি নার্সিং কোর্সের ফি সমূহঃ
      1. ভর্তি ফিঃ ১০,০০০/-
      2. উন্নয়ন ফিঃ  ৮০,০০০/-
      3. মাসিক বেতনঃ ২,০০০ x ৩৮ = ৭৬,০০০/-
      4. মাঠ প্রশিক্ষণ ফি ২য় বৎসর ১০,০০০/-   
      5. মাঠ প্রশিক্ষণ ফি ৩য় বৎসর  ১০,০০০/- 
সর্বমোট খরচঃ- ১,৮৬,০০০/- 

বিশেষ দ্রষ্টব্য-  উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।



ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্স ফি সমূহঃ
      1. ভর্তি ফরম  ১,০০০/-
      2. ভর্তি ফি ২৫,০০০/- 
      3. ল্যাব, লাইব্রেরী আইডি ফি ১০,০০০/- 
      4. উন্নয়ন ফি ১৫,০০০/- 
      5. মাসিক বেতন (২,০০০ x ৩৬ =  ৭২,০০০/-
      6. অর্ধ-বার্ষিক ফি (১০,০০০ x ৩ =  ১৫,০০০/-
      7. ফাইনাল পরীক্ষার ফি (১০,০০০ x ৩ = ৩০,০০০/-
সর্বমোট খরচঃ ১,৬৮,০০০/-

বিশেষ দ্রষ্টব্য-  উপরে বর্ণিত ফি সমূহ ব্যতিত বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, মিডটার্ম ফি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফি যথাসময়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিশোধ করতে হবে।

বিঃদ্রঃউপরে কয়েকটি নার্সিং কলেজ/ ইন্সটিটিউটের তথ্য দেয়া হয়েছে শুধুমাত্র ধারণা নেয়ার জন্য। অনেক কলেজে এর থেকেও কম টাকা লাগে। তবে ভালোমানের কলেজগুলোতে সাধারণত এরকমই খরচ লেগে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url