নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ (ডিপ্লোমা-ইন-পেডিয়াট্রিক নার্সিং), ঢাকা শিশু হাসপাতাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমােদিত বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতালে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ (এক) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-পেডিয়াট্রিক নার্সিং কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
- ক) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং/ বেসিক বিএসসি ইন নার্সিং পাশ
- খ) বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযােগ্য।
- গ) নুন্যতম ১ (এক) বছর চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।
- ঘ) পেডিয়াট্রিক নার্সিং এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
- ক) মােট আসন সংখ্যা ২০ জন (সরকারী ও বেসরকারী উভয় ধরনের প্রার্থীই আবেদন করতে পারবে)।
- খ) সরকারী/স্বায়ত্বশাষিত/বেসরকারী চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- গ) কোর্স চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রীদের ১০,০০০/- (দশ হাজার) টাকা মাসিক ভাতা দেয়া হবে এবং কোর্সে উত্তীর্ণরা ঢাকা শিশু হাসপাতালে চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
৩। আবেদন সংগ্রহ ও দাখিল করার নিয়মাবলীঃ
- ক) আবেদন পত্র সংগ্রহের জন্য ১,০০০/-(এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট(অফেরতযােগ্য) “বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্যামলী শাখা এর অনুকূলে প্রদান করে ইনস্টিটিউট অফিস হতে আবেদন পত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র স্বহস্তে পূরণ করতঃ নিমেবর্ণিত কাগজপত্রসহ সকাল ৯:৩০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকার মধ্যে ইনস্টিটিউট অফিসে জমা দিতে হবে।
- খ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
- গ) অসম্পূর্ন ও ক্রটিপূর্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- ঘ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ২৭/১২/২০২০ ই (রবিবার)।
- ঙ) ভর্তি পরীক্ষা (লিখিত) আগামী ০৭/০১/২০২১ ইং (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট,ঢাকা শিশু হাসপাতাল (৪র্থ তলা)অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ০৯/০১/২০২১ ইং (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় ৪র্থ তলায় একাডেমিক পরিচালক এর কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবেঃ
(১)ডিপ্লোমা ইন নার্সিং বা সমমানের পরীক্ষা/বেসিক বিএসসি ইন নার্সিং সনদের সত্যায়িত অনুলিপি। (২) এসএসসি/এইচএসসি পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি (৩) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি। (৪) সদ্যতােলা ০৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত)। (৫) অভিজ্ঞতার সনদপত্র। (৬) নাগরিকত্বের সনদপত্র/ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।