আনােয়ারা চ্যারিটি হসপিটালে নার্স/ ওটি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১/১২/২০২০ ইং তারিখের মধ্যে পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি-০৩ কপি, জীবন বৃত্তান্ত-০২ কপি, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, NID ফটোকপি সহ হাতে হাতে/ডাকযােগে/কুরিয়ার এর মাধ্যমে অফিস চলাকালীন সময়ে প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আবেদনকারীকে খামের উপরে অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম ও মােবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোন ব্যাংক ড্রাফট বা পে অর্ডার লাগবে না। অত্র বিজ্ঞপ্তি সহ সম্পূর্ণ নিয়ােগ প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা অত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিঃ দ্রঃ সকল পদের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।