কিভাবে একটি নতুন ইমেইল এক্যাউন্ট খুলবেন দেখুন।
②‣‣ সাইন ইন করুন লেখার উপর ক্লিক করুন
③‣‣ অ্যাকাউন্ট তৈরি করুন এ ক্লিক করুন
④‣‣ আমার জন্য তে ক্লিক করুন
⑤‣‣ নিজের নাম লিখবেন তারপর, ইউজারনেমে একটি সহজ ও সুন্দর নাম লিখুন। তারপর পাসওয়ার্ডের ২ টা ঘরেই একি পাসওয়ার্ড লিখবেন।লেখা শেষে পর্বর্তীতে ক্লিক করুন।
⑥‣‣ এরপর আপনার ফোন নাম্বার চাইবে। এখানে আপনার নাম্বার লিখে পরবর্তীতে ক্লিক করুন। মাঝে মাঝে ফোন ভেরিফাই চায়না, না চাইলে দিতু হবেনা।
⑦‣‣ আপনার ফোনে একটি sms আসবে, সেখানে একটি কোড থাকবে, সেটা লিখে যাচাইয়ে ক্লিক করুন।
⑧‣‣ ফোন নাম্বারের ঘরে অবশ্যই আপনার নাম্বার হতে হবে। ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে এই নাম্বারের মাধ্যমে পূণরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তার নিচে ইমেইল লেখার ঘর রয়েছে। আপনার আগের কোনো ইমেইল থাকলে এখানে লিখবেন, বা থাকলে দরকার নেই। এরপর জন্ম তারিখ ও লিঙ্গ সিলেকাট করবেন। তারপর পর্বর্তীতে ক্লিক করুন।
⑨‣‣ গুগলের এই জিমেইল ব্যাবহারের ক্ষেত্রে কিছু নিয়োম রয়েছে, সেগুলোতে সম্মতি দিতে হবে, এজন্য হ্যা আমি রাজিতে ক্লিক করুন।