BSMMU VIVA Experience 2020

BSMMU VIVA Experience 2020



BSMMU VIVA Experience
পরীক্ষার তারিখ: ২৯/১০/২০ ইং
স্থান: BSMMU ক্যাম্পাস
পরীক্ষার্থীর নাম: জেরিন জামিলা
জামালপুর নার্সিং ইন্সটিটিউট

প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সামনা সামনি আসতেই একজন নাম জিঙ্গেস করলেন, তারপর ডকুমেন্টস চাইলেন।
স্যার-১: আপনার নাম কি?
আমি   : জেরিন জামিলা
স্যার-১: ডকুমেন্টস দিন
স্যার-২: আপনি কোথায় জব করেন?
আমি   : বল্লাম
স্যার-২: RTA Patient দেখেছেন কি?
আমি   : জ্বি
স্যার-২: RTA হলে কি হয়?
আমি   : Injury হয়,
  Fracture হয়,
  Bledding হয়।
স্যার-২: Bledding না হলে কি হয়?
আমি   : Internal Bledding
স্যার-২: Femur fracture এ bleeding amount কত?
আমি   : (এই প্রশ্নের উত্তরে আমি কনফিউচ ছিলাম, একজন স্যার বলে দিলেন 100ml)
স্যার-২: ২ টা Femur fracture হলে কি হবে ?
আমি   : Hypovolemic shock
স্যার-২: Hypovolemic shock কি? 
আমি   : উত্তর দিলাম
স্যার-২: কলেরা হলে একটা shock  হয়, এটার নাম কি?
আমি   : কলেরা হলে Hypovolemic shock হয় এবং Electrolyte imbalance হয়।
স্যার-২: জ্বি আপনি এখন আসুন।

BSMMU VIVA Experience
পরীক্ষার তারিখ: ০৩/১১/২০ ইং
পরীক্ষার্থীর নাম: নাম প্রকাশে অনিচ্ছুক
স্থান: BSMMU ক্যাম্পাস
পরীক্ষার নির্ধারিত সময়ের অনেক আগেই পৌছেছিলাম কেন্দ্রে। এরপর সবাইকে ২  ভাগে ভাগ করে ২ টা লাইন করা হলো। এরপর একে একে ভাইবা নেয়া শুরু করলো। দুই লাইনের ভাইবা ২ জায়গায় আলাদা আলাদা স্যারেরা নিচ্ছেন। হঠাৎ আমার নাম ডাকলো। কিছুটা ভয় ভয় লাগছিলো। 
আমি   : আসসালামু-আলাইকুম স্যার।( ৫ জন স্যার আর ১ জন ম্যাডাম ছিলেন)
স্যার-১: ওয়ালাইকুমুস-সালাম। আপনার পেপারস দিন।
  (আমি আমার সকল মূল পেপারসগুলা এগিয়ে দিলাম)
স্যার-১: বসুন
আমি   : ধন্যবাদ স্যার, ( বসার পরে বোল্লাম )
স্যার-২: মানুষের শরীরের সবচেয়ে বড় Bone কোনটি?
আমি   : ফিমার
স্যার-২: এই বোনের কয়টি জয়েন্ট থাকে?
আমি   : দুইটি জয়েন্ট।
স্যার-২: কি কি?
আমি   : হিপ জয়েন্ট, নি জয়েন্ট
স্যার-২: কোথায় থাকে
আমি   : পায়ে
স্যার-২: মানুষের Spinal cord যদি কেটে দেয়া হয়, তাহলে তিনি কি সচল থাকবেন?
আমি   : না
স্যার-২: কেন থাকবেনা?
আমি   : Spinal cord দীর্ঘ, সরু, নলাকার স্নায়ুগুচ্ছ।  Spinal cord এর মূল কাজ মস্তিষ্ক ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়বিক ইনপুটের সঞ্চারণ করা।তাই এটাকে কেটে দিলে মানুষের পক্ষে শচল থাকা সম্ভব নয়।
স্যার-২: Spinal cord কোথায় থাকে?
আমি   : এটি মস্তিষ্কে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি সম্প্রসারণ এবং মেরুদণ্ডের ভেতরে অবস্থিত ও সুরক্ষিত।
স্যার-২: আচ্ছা আপনি এখন আসতে পারেন।
আমি   : সালাম দিয়ে বেড়িয়ে আসলাম

BSMMU VIVA Experience
পরীক্ষার তারিখ: ০২/১১/২০ ইং
স্থান: BSMMU ক্যাম্পাস
পরীক্ষার্থীর নাম: মারুফা আক্তার
মেহেরপুর নার্সিং ইনষ্টিটিউট
আমার ভাইবা ছিল দুপুরে। আগের রাতে রওনা হয়েছিলাম ঢাকার উদ্দ্যেশ্যে। সাথে Husbend ছিল। রাতে জার্নি করার কারণে ঘুম হয়নি তাই বুঝতে পারছিলাম ভাইবা ভালো হবেনা।
আমি   : আসসালামু-আলাইকুম, আসতে পারি স্যার? ( ৬ জন ছিলেন ভাইবা টেবিলে)
স্যার-১: ওয়ালাইকুমুস-সালাম, আপনার নাম?
আমি   : মারুফা আক্তার (একজন হাত বাড়িয়ে বললেন, ডকুমেন্টস..)
স্যার-১: বসুন
স্যার-১: আপনার বাসা কোন জেলায়?
আমি   : মেহেরপুর জেলা
স্যার-১: বর্তমানে কি করছেন?
আমি   : একটা প্রাইভেট হাসপাতালে Covid-19 ইউনিটে কাজ করছি।
স্যার-২: Covid-19 এর বর্তমান অবস্থা কি?
আমি   :  উত্তর দিলাম
স্যার-২: Covid-19 তো একটি ভাইরাস বাহীত রোগ?
আমি   : জ্বি স্যার
স্যার-২: ভাইরাস কি?
আমি   : ভাইরাস (Virus)হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই বংশবৃদ্ধি করতে পারে।
স্যার-৩: মেহেরপুর বিখ্যাত কেন?
আমি   : উত্তর দিলাম
স্যার-৩: আচ্ছা আপনি এখন আসুন
আমি   : সালাম দিয়ে বেড়িয়ে আসলাম

BSMMU VIVA
পরীক্ষার তারিখ: ০৪/১১/২০ ইং
পরীক্ষার্থীর নাম: প্রকাশে অনিচ্ছুক
স্থান: BSMMU ক্যাম্পাস
আমি   : আসসালামু-আলাইকুম
স্যার-১: ওয়ালাইকুমুস-সালাম। আপনার কাগজ দিন।
স্যার-২: বসুন
আমি   : ধন্যবাদ স্যার, ( বসার পরে বোল্লাম )
স্যার-১: কমা কি?
আমি   : কোমা হচ্ছে অচেতনতার একটি গভীর অবস্থা যেখানে একজন ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব নয়, এবং তিনি ব্যাথা সৃষ্টিকারী কোনো উদ্দীপনা, আলো, বা শব্দের প্রেক্ষিতে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন না।
স্যার-২: ডেঙগু কেন হয়?
স্যার-২: চিকনগুনিয়া কি?
আমি   : মশাবাহিত ভাইরাস
স্যার-২:নার্সিং ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু বলুন।
আমি   : উত্তর দিলাম
স্যার-২: আপনি আসুন
আমি   : সালাম দিয়ে বেড়িয়ে আসলাম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url