এভারকেয়ার হাসপাতাল, সাইদপুরে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি (ডেডলাইন: ৩১/১২/২৩)
এভারকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব নিম্নোক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নোক্ত শর্তাবলী অনুযায়ী দরখাস্ত আহ্বান করছে।
যোগ্যতা:
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরি পাশ হতে হবে।
- BNMC কর্তৃক নার্সিং সনদধারী হতে হবে।
- শুধুমাত্র নারীপ্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন:
- এভারকেয়ার হাসপাতালের নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগসুবিধা প্রদান করা হবে।
পদ সংখ্যা:
- ০৬টি
আবেদন প্রক্রিয়া:
- সরাসরি হাসপাতালোর ঠিকানায় আবেদন পৌছাতে হবে।
- আগ্রহী প্রার্থীগনকে প্রয়োজনীয় কাগজপত্র ও ২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর সহ খামের উপর পদের নাম সহ আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র করতে হবে।
- এছাড়াও বিডি জবস থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
- ৩১ই ডিসেম্বর ২০২৩ ইং
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারজন্য ডাকা হবে। সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষার জন্য কোন টিএ ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনরুপ কারন দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল শিথিল করার ক্ষমতা সংরক্ষন করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
=======
Evercare Hospital. Saidpur
ঠিকানা: West Bongobondhu Road (Bus Terminal) Saidpur, Nilphamari.
Phone: 017173-291444
Email:[email protected]
Phone: 017173-291444
Email:[email protected]