সিআরপি নার্সিং কলেজে নিয়ােগ বিজ্ঞপ্তি
আবেদন শুরু: | ২২/১১/২০ ইং |
আবেদন শেষ: | ০৫/১২/২০ ইং |
পদ সংখ্যা : | ১১ টি |
যোগ্যতা: | (১) বিএসসি ইন নার্সিং (২) এমএসসি (নার্সিং) |
বেতন: | ২৪,৭০০ থেকে ৪৯,৪৫০ |
অভিজ্ঞতা : | পদভেদে ভিন্নতা রয়েছে। সার্কুলার ফটো দেখুন |
আবেদন ফি : | লাগবেনা |
আবেদন পক্রিয়া: ডাকে বা সরাসরি হাতে হাতে সার্কুলারে দেয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অনুসরণীয়ঃ
কেবলমাত্র যােগ্য প্রার্থীদেরকে মােবাইল ফোন নম্বর উল্লেখ পূর্বক পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্র, প্রকাশনার ফটোকপি ও অনলাইন লিংক (প্রযােজ্য ক্ষেত্রে),নাগরিকত্বের সনদ, জন্ম নিবন্ধন ভােটার আইডি কার্ডের ফটোকপি,অভিজ্ঞতার সনদ এবং দুই কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবিসহ সাত কপি আবেদনপত্র আগামী ০৫ ডিসেম্বর, ২০২০ তারিখের মধ্যে অধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ, সিআরপি, চাঁপাইন, সাভার, ঢাকা-১৩৪৩ বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে। নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রভাষক ও ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং সহকারী অধ্যাপক ও সহযােগী অধ্যাপকের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৩২ বছর ও ৩৫ বছর বয়স হতে হবে। লিখিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ধরণের টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারন ব্যতিরেকে এই নিয়ােগ প্রক্রিয়া গ্রহন/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষন করেন। নিয়ােগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থীগনকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সিআরপি প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
চৌধুরী রুনু
অধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ।

মূল সারকুলারটি প্রকাশিত হয় (২২/১১/২০ ইং) প্রথম আলো পত্রিকায়